ঢাকা প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় প্রতিযোগিতা। দেশের একমাত্র পঞ্চাশ ওভারের ক্রিকেটের প্রতিযোগিতাকে ঘিরে আগ্রহ থাকে তুঙ্গে। দেশের প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাব নিয়ে আগামী মার্চের ৩ তারিখে শুরু হবে এবারের ঢাকা লিগ।
এর আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি মিরপুরে হবে দলবদল। তারকা ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দলবদল সম্পন্ন করেছে। আবার অনেকেই রয়ে গেছেন পুরোনো ক্লাবে। খেলোয়াড়দের মতো কোচদেরও একই অবস্থা। শীর্ষস্থানীয় একাধিক কোচ নিজেদের দল পরিবর্তন করেছেন। আবার কেউ কেউ রয়ে গেছেন পুরোনো ঠিকানায়।
আরো পড়ুন:
ডিপিএলে এবারও নেই বিদেশি ক্রিকেটার
বিসিবির বিরুদ্ধে কঠোর আন্দোলনে ক্লাবগুলো, লিগ বয়কট
কোচ পরিবর্তনে সবচেয়ে বেশি আলোচনা ছিল খালেদ মাহমুদ সুজনকে ঘিরে। খালেদ মাহমুদ সুজন নাম এলেই আসত আবাহনী লিমিটেডের কথা। দেশের শীর্ষ ক্লাবটির প্রধান ক্রিকেট কোচের পদে প্রায় এক দশক দায়িত্ব পালন করেছেন। দলকে চ্যাম্পিয়ন করেছেন একাধিকবার। তাদের সেই পথচলা সমাপ্তি হচ্ছে এবার। সুজনের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি আবাহনী।
ক্লাবটি নতুন কোচ হিসেবে সদ্য নির্বাচকের পদ ছাড়া হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে। দেশের ক্ষমতার পালাবদলের প্রভাবে এমনিতে বেশ আক্রান্ত আবাহনী। ৫ অগাস্টের পর ক্লাবটি হামলা ও লুটপাটের শিকার হয়। আগের মতো জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গোছাতে তারা পারছে না। তবে বেশকিছু খেলোয়াড়কে ধরে রেখেছে। তাদের দায়িত্বে থাকবেন হান্নান। জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানো হান্নানের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। পহেলা মার্চই তিনি আবাহনীর দায়িত্ব নেবেন।
আবাহনী ছেড়ে নতুন ঠিকানায় গেছেন খালেদ মাহমুদ। এবার সামলাবেন প্রিমিয়ারে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দায়িত্ব পেয়েছেন বিপিএলে চমক দেখানো তালহা জুবায়ের। শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে তালহার ঠিকানা হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম, মুশফিক গত বছর এই ক্লাবে খেলেছেন। এবার তালহা নতুন করে নিজের মতো করে গুছিয়েছেন প্রাইম ব্যাংক। তামিম, মুশফিকদের দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে মোহামামেডান স্পোর্টিং ক্লাব। এই দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। ধানমন্ডি ক্লাবের দায়িত্বে যথারীতি থাকবেন সোহেল ইসলাম।
এছাড়া মোহাম্মদ আশরাফুল, নাজমুল ইসলাম, তুষার ইমরান, রাজিন সালেহসহ আরো একাধিক সাবেক ক্রিকেটার বিভিন্ন ক্লাবের তাঁবুতে থাকবেন।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির শ্রমিক সমাবেশ শুরু
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।
এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন।
দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি।
সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।
সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।
টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।
ঢাকা/এএএম/ইভা