দলবদলের খবরে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো অনেকের কাছেই বেশ বিশস্ত এক নাম। বাংলাদেশ সময় গতকাল রাত তিনটা থেকে পরবর্তী আট ঘণ্টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন রোমানো। একটি পোস্টে নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’

নেইমারকে নিয়ে রোমানোর পরের পোস্ট আরও অর্থবোধক। বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

আরও পড়ুন৭১৭ পাস খেলেও পোস্টে শট নেই, ১৫০ কোটি পাউন্ড খরচের এই ফল১ ঘণ্টা আগে

ব্যাপার কী! সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার কিছুদিন আগেই ফিরেছেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। আপাতত ছয় মাসের চুক্তি, পরে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সান্তোসে দ্বিতীয় মেয়াদে মাত্র তিন ম্যাচ খেলার পরই নেইমারকে নিয়ে এই গুঞ্জন ওঠার হেতু কী?

স্পেনের রেডিও ‘কাদেনা কোপ’–এর দাবি, নেইমারের সান্তোসে ফেরা আসলে ইউরোপিয়ান ফুটবলে তাঁর ফেরার চেষ্টার ভিত্তিপ্রস্তর। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সান্তোসে এই ছয় মাসে খেলে দেখিয়ে দিতে চান ইউরোপের ক্লাব ফুটবলের জন্য তিনি এখনো মানানসই। সান্তোসে ফিটনেস ও ছন্দ পুনরুদ্ধার করে আসল লক্ষ্য পূরণ করতে চান নেইমার। কী সেই লক্ষ্য? ২০২৬ বিশ্বকাপের আগেই ইউরোপিয়ান ফুটবলে ফেরা। আরও খোলাসা করে বললে, বার্সেলোনায় ফেরা।

সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সায় যোগ দিয়েছিলেন নেইমার। চার মৌসুম সেখানে থেকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতে ২০১৭ সালে দলবদল ফির বিশ্ব রেকর্ড গড়ে যোগ দেন পিএসজিতে। মজার বিষয়, তার পর থেকেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন শোনা গেছে। আল হিলালে যোগ দেওয়ার পর কিছুদিন এই গুঞ্জন বন্ধ ছিল। বেতন কমিয়ে সান্তোসে ফেরার পর শুরু হলো আবারও। তবে কে জানে, এবার দুইয়ে দুইয়ে চার মিলতেও পারে। গত পরশু স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আগামী জুলাই থেকে আগস্টের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে লেফট উইঙ্গার কিনতে চান বার্সার ক্রীড়া পরিচালক ডেকো। কম বেতনে যোগ দেওয়ার শর্তে রাজি হলে, কে জানে নেইমারকে হয়তো বার্সায় দেখাও যেতে পারে।

আরও পড়ুনরিয়ালে অন্য লড়াই: এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ভিনিসিয়ুস, বেলিংহাম৩ ঘণ্টা আগে

স্পেনের সাংবাদিক হোয়ান ফন্তেসের দাবি, বার্সা সভাপতি ‘হোয়ান লাপোর্তার সঙ্গে এখনো ভালো সম্পর্ক রয়েছে নেইমারের।’ স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে দুটি শর্ত বেঁধে দিয়েছেন বার্সা সভাপতি। এক.

বার্সার আর্থিক অবস্থা ভালো না থাকায় অবশ্যই ফ্রি এজেন্ট হিসেবে আসতে হবে। দুই. শারীরিক ফিটনেস ভালো হতে হবে। সান্তোসে মেয়াদ পূর্ণ করে ফ্রি এজেন্ট হওয়ার আগেই ফিটনেস ফিরে পেতে চান নেইমার। তবে গত মৌসুমেই তাঁর ক্যাম্প ন্যুতে ফেরার প্রসঙ্গে আপত্তি জানিয়েছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক। যদিও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালের আদর্শ হলেন নেইমার। উইঙ্গার রাফিনিয়াও নেইমারের জাতীয় দল সতীর্থ। তাঁরা দুজন মিলে নেইমারের বার্সায় ফেরার ব্যাপারে সুপারিশ করতে পারেন, এমন সম্ভাবনার কথাও জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম।

নেইমার এর আগে চার মৌসুম বার্সেলোনায় খেলেছেন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ঞ জন

এছাড়াও পড়ুন:

দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

দাবি মেনে নেওয়ায় ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজ্জাম্মুল হক ও অন্যান্য শিক্ষকরা আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুপুর থেকে রফিক ভবনের নিচে অনশন শুরু করেছিলেন। 

আরো পড়ুন:

যবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা; জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আধুনিক সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।

অনশনকারী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আমাদের দাবি ছিল বৃত্তি প্রদানের নির্দিষ্ট তারিখ, জকসুর রোডম্যাপ ঘোষণা এবং লাইব্রেরিতে সুবিধা বৃদ্ধি। প্রশাসন এগুলো মেনে নিয়েছে। কিছুটা ধোঁয়াশা থাকলেও আমরা আস্থা রেখে অনশন ভেঙেছি।”

বাগছাসের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, প্রশাসন প্রতিশ্রুতিগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন স্বপ্নের দুয়ার উন্মোচিত হবে।”

অনশনকারী শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এমকেএম রাকিব বলেন, “প্রশাসন আমাদের তিন দফা দাবি মেনে নিয়েছে, এতে আমরা সন্তুষ্ট। আশা করি, শিক্ষার্থীরা দ্রুতই তাদের কাঙ্ক্ষিত বৃত্তি পাবে এবং অন্যান্য ক্যাম্পাসের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নির্বাচনের আমেজ তৈরি হবে।”

অনশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর এবারই প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলো।

ঢাকা/লিমন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ