নেইমারের আবার বার্সায় ফেরার গুঞ্জন, সম্ভাবনা কতটা
Published: 15th, February 2025 GMT
দলবদলের খবরে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো অনেকের কাছেই বেশ বিশস্ত এক নাম। বাংলাদেশ সময় গতকাল রাত তিনটা থেকে পরবর্তী আট ঘণ্টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন রোমানো। একটি পোস্টে নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’
নেইমারকে নিয়ে রোমানোর পরের পোস্ট আরও অর্থবোধক। বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’
আরও পড়ুন৭১৭ পাস খেলেও পোস্টে শট নেই, ১৫০ কোটি পাউন্ড খরচের এই ফল১ ঘণ্টা আগেব্যাপার কী! সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার কিছুদিন আগেই ফিরেছেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। আপাতত ছয় মাসের চুক্তি, পরে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সান্তোসে দ্বিতীয় মেয়াদে মাত্র তিন ম্যাচ খেলার পরই নেইমারকে নিয়ে এই গুঞ্জন ওঠার হেতু কী?
স্পেনের রেডিও ‘কাদেনা কোপ’–এর দাবি, নেইমারের সান্তোসে ফেরা আসলে ইউরোপিয়ান ফুটবলে তাঁর ফেরার চেষ্টার ভিত্তিপ্রস্তর। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সান্তোসে এই ছয় মাসে খেলে দেখিয়ে দিতে চান ইউরোপের ক্লাব ফুটবলের জন্য তিনি এখনো মানানসই। সান্তোসে ফিটনেস ও ছন্দ পুনরুদ্ধার করে আসল লক্ষ্য পূরণ করতে চান নেইমার। কী সেই লক্ষ্য? ২০২৬ বিশ্বকাপের আগেই ইউরোপিয়ান ফুটবলে ফেরা। আরও খোলাসা করে বললে, বার্সেলোনায় ফেরা।
সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সায় যোগ দিয়েছিলেন নেইমার। চার মৌসুম সেখানে থেকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতে ২০১৭ সালে দলবদল ফির বিশ্ব রেকর্ড গড়ে যোগ দেন পিএসজিতে। মজার বিষয়, তার পর থেকেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন শোনা গেছে। আল হিলালে যোগ দেওয়ার পর কিছুদিন এই গুঞ্জন বন্ধ ছিল। বেতন কমিয়ে সান্তোসে ফেরার পর শুরু হলো আবারও। তবে কে জানে, এবার দুইয়ে দুইয়ে চার মিলতেও পারে। গত পরশু স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আগামী জুলাই থেকে আগস্টের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে লেফট উইঙ্গার কিনতে চান বার্সার ক্রীড়া পরিচালক ডেকো। কম বেতনে যোগ দেওয়ার শর্তে রাজি হলে, কে জানে নেইমারকে হয়তো বার্সায় দেখাও যেতে পারে।
আরও পড়ুনরিয়ালে অন্য লড়াই: এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ভিনিসিয়ুস, বেলিংহাম৩ ঘণ্টা আগেস্পেনের সাংবাদিক হোয়ান ফন্তেসের দাবি, বার্সা সভাপতি ‘হোয়ান লাপোর্তার সঙ্গে এখনো ভালো সম্পর্ক রয়েছে নেইমারের।’ স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে দুটি শর্ত বেঁধে দিয়েছেন বার্সা সভাপতি। এক.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ঞ জন
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।