‘আমার কথা লিখে রাখেন, পাকিস্তান আর বাবর ভালো করবে’
Published: 16th, February 2025 GMT
মোহাম্মদ আমির ও বাবর আজমের সম্পর্কটা কেমন? ভালো নাকি খারাপ? তাঁরাই হয়তো এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। তবে সম্পর্কটি যে অননুমেয়, দূর থেকে সেটি আন্দাজ করা যায়।
মাঝেমধ্যেই মনে হয় বাবরের সবচেয়ে বড় সমালোচক আমির। আবার তাঁকে বাবরের গুণগ্রাহীও মনে হয়। এবার যেমন ছন্দহীন বাবরের পাশে দাঁড়িয়েছেন আমির। চ্যাম্পিয়নস ট্রফিতে বাবর যে ভালো করবেনই, সে বিষয়ে ভক্তদের নিশ্চিত থাকতে বলেছেন। শুধু বলেনইনি, দৃঢ় বিশ্বাস আছে বোঝাতে গিয়ে ‘আমার কথা লিখে রাখুন’ও বলেছেন।
সাম্প্রতিক বছরগুলো বাবরের ভালো যাচ্ছে না। বিশেষ করে ওয়ানডেতে। সেঞ্চুরি নেই ২১ ইনিংস হয়ে গেছে। এ সময়ে তাঁর সর্বোচ্চ ইনিংসটি ৭৪ রানের। সদ্য সমাপ্তি ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচেই ভালো কিছুর ইঙ্গিতে ইনিংস শুরু করেছেন, কিন্তু বড় করতে পারেননি। আউট হয়েছেন যথাক্রমে ১০, ২৩ ও ২৯ রানে। তবে এর মধ্যেও ওয়ানডেতে দ্রুততম ৬ হাজার রেকর্ডে হাশিম আমলাকে স্পর্শ করেছেন।
১৯বাবর আজমের ওয়ানডে সেঞ্চুরিবাবরের অভিষেকের পর ওয়ানডেতে বাবরের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু বিরাট কোহলি (২৮) ও রোহিত শর্মা (২৫)। এ সংস্করণে তাঁর গড় এখনো ৫৫.
ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দল ও বাবর ভালো খেলবে বলে বিশ্বাস আমিরের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বাঁহাতি পেসার লিখেছেন এভাবে, ‘উদ্বিগ্ন হবেন না। পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে পারফর্ম করবে। ইনশা আল্লাহ। আমার কথা লিখে রাখুন।’
সম্প্রতি ওয়ানডেতে নতুন পজিশনে ব্যাটিং করছেন বাবর। চোটের কারণে সাইম আইয়ুব না থাকায় এ সংস্করণে ওপেনিং করছেন সাবেক এই অধিনায়ক। এখন পর্যন্ত পাঁচবার ওপেনিংয়ে নেমে বাবর করেছেন ৮৮ রান। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও একই পজিশনে রান পাননি। আমিরের মতে, বাবরের ৩ নম্বরেই ব্যাটিং করা উচিত।
আরও পড়ুনএবার যুক্তরাষ্ট্রেও দল হারালেন সাকিব৩ ঘণ্টা আগেপরশু পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারে এই পেসার বলেছেন, ‘বাবরের শক্তির জায়গা ৩ নম্বর, ও জানে এ জায়গায় কীভাবে ইনিংসটা গড়তে হয়। টি-টোয়েন্টি ওপেনারের সঙ্গে ওয়ানডে ও টেস্ট ওপেনারের ভূমিকার পার্থক্য আছে। এখানে প্রতিটি অধ্যায় নিয়ে আলাদা কাজ করতে হয়। প্রথম ১০ ওভারে আমাকে সুযোগ নিতে হবে। পরের ১০ ওভারে জুটি গড়তে হবে। ভূমিকা ভিন্ন। বাবর বড় খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় ওর ৩ নম্বরে ব্যাটিং করা উচিত।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন বল ছ ন ব বর র
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএসের ৪০০ রিপিট ক্যাডার বাদ দিচ্ছে সরকার, নতুন সিদ্ধান্ত আসছে
৪৪তম বিসিএসে পুনরাবৃত্তি হওয়া ৪০০ ক্যাডারকে বাদ দেওয়া হচ্ছে। তারা ৪৩তম বিসিএসে বা আগের বিসিএসে যে ক্যাডারে আছেন ৪৪তম বিসিএসেও একই ক্যাডার পেয়েছিলেন। এই ৪০০ ক্যাডারকে নিয়ে সিদ্ধান্ত দ্রুতই হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।
প্রথম আলোকে ওই কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, ৪০০ ক্যাডারকে নিয়ে পিএসসির কিছু সুপারিশ আমরা পেয়েছি। এগুলো বাদ দিতে সরকার কাজ করছে। বাদ দিলে কি করা হবে তা নিয়েও কাজ করছে সরকার। এখন পিএসসিকে এ বিষয় নিয়ে একটি মতামত দিতে বলা হয়েছে। পেলেই তা পর্যালোচনা করে এ বিষয়ে প্রজ্জাপন দেওয়া হবে। এটি যাতে স্থায়ীভাবে বন্ধ হয় সেজন্য আমরা কাজ করছি।
আরও পড়ুন৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা৩০ জুলাই ২০২৫৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন প্রকাশিত হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১ হাজার ৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ জন প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এই ৪০০ জনের তালিকা পেয়েছে পিএসসি। এই রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় পিএসসি।
পিএসসি জনপ্রশাসনের চিঠিতে বলছে, এই রিপিট ক্যাডারের ফলে নতুন ও অপেক্ষমাণ মেধাবীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের সদ্ব্যবহারে বাধা সৃষ্টি করছে। এখন এটি অনুমোদনের অপেক্ষায় আছে।
একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর বিধি-১৭ এর শেষে নিম্নোক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব করেছে পিএসসি।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫শর্তে কী আছে—পিএসসির চিঠিতে শর্ত হিসেবে বলা আছে, ‘তবে শর্ত থাকে যে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিবার প্রাক্কালে, কিংবা কোনো বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুতকালে, সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক প্রদত্ত লিখিত তথ্যের ভিত্তিতে কিংবা কমিশন কর্তৃক নির্ধারিত কোনো পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি কমিশনের নিকট প্রতীয়মান হয় যে এই বিধির আওতাধীন মনোনয়নযোগ্য কিংবা মনোনীত কোনো প্রার্থী একই ক্যাডার পদ, সমপদ কিংবা প্রার্থীর আগ্রহ নেই এমন কোনো সার্ভিস বা ক্যাডার পদে পুনরায় মনোনীত হইবার কারণে মনোনীত সার্ভিসে বা ক্যাডার পদে যোগদান করিতে অনিচ্ছুক, এইরূপ ক্ষেত্রে কমিশন অনাগ্রহ প্রকাশকারী প্রার্থীকে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ করা হইতে বিরত থাকিতে পারিবে; আরও শর্ত থাকে যে প্রথম শর্তাংশে বর্ণিত বিধান অনুযায়ী কোনো প্রার্থীকে সুপারিশ করা হইতে বিরত থাকিবার কারণে উদ্ধৃত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রেরণ করিবার জন্য উত্তীর্ণ প্রার্থিগণের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী প্রার্থী নির্বাচনপূর্বক কমিশন সম্পূরক ফলাফল প্রকাশ এবং সার্ভিসে বা ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিতে পারিবে;আরও অধিকতর শর্ত থাকে যে দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত সম্পূরক ফলাফল দ্বারা বা উহার পরিণতিতে প্রথম ঘোষিত ফলাফলে সার্ভিস বা ক্যাডার পদের জন্য মনোনীত কোনো প্রার্থীর প্রতিকূলে কোনো পরিবর্তন ঘটানো কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা যাইবে না।’
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫