সড়কে দুটি বড় আকারের গজারিগাছ কাটা অবস্থায় পড়েছিল। পাশের জঙ্গল থেকে দা হাতে বেরিয়ে আসে একদল ডাকাত। দা দেখে দৌড়ে উল্টো দিকে পালিয়ে বেঁচে ফিরেছেন। গাজীপুরের শ্রীপুরের ব্যস্ততম মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে ডাকাতের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা বলতে গিয়ে যাত্রী রাশেদুল ইসলাম এভাবে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় ওই সড়কের হাশিখালি সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম বলেন, তিনি মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করেন। কাজ শেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তাঁরা পাঁচজন বাড়িতে ফিরছিলেন। হঠাৎ হাশিখালি সেতুর কাছে সড়কে দুটি গজারিগাছ পড়ে থাকতে দেখে সবাই আতঙ্কিত হন। মুহূর্তেই পাশের জঙ্গল থেকে ১০–১২ জন হাতে দা নিয়ে সড়কে আসে। এ সময় তাঁরা দ্রুত গাড়ি ঘুরিয়ে উল্টো মাওনা বাজারের দিকে চলে যান। তাঁদের মতো আরও অনেকেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে হাশিখালি সেতুর পাশে গিয়ে দেখা যায়, সড়কের উত্তর পাশে একটি গজারিগাছের গোড়ার দিকের অংশ কাটা। একইভাবে দক্ষিণ পাশেও আরেকটি গাছ কাটা দেখা যায়। এর কিছুটা পশ্চিম পাশে আরও একটি স্থানে গাছ কেটে রাখার দৃশ্য দেখা যায়। স্থানীয় লোকজন বলেন, ডাকাতদের কাটা গাছের টুকরা রাতেই সড়ক থেকে সরানো হয়।

স্থানীয় বাসিন্দা গাড়িচালক মো.

সোহেল রানা বলেন, রাতে ডাকাতেরা ডাকাতি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দিগ্‌বিদিক ছুটে পালিয়ে যায়। সড়কটিতে গত ৩ মার্চ ডাকাতেরা পুলিশের দুই সদস্যকে কুপিয়ে আহত করেছিল। তিনি সড়কে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানান।

সড়কে নিয়মিত চলাচলকারী শিরিশগুরি গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, ডাকাত দল ঘটনাস্থলের পশ্চিম ও পূর্ব পাশে অন্তত ৩০০ মিটার দূরত্বে দুটি জায়গায় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। হাশিখালি সেতুর আশপাশে ও বদনিভাঙা মোড়ে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটে। আতঙ্কে লোকজন সড়কটিতে রাত ৯টার পর চলাচল করতে ভয় পান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তাঁরা খবর পান। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠালে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রিয়াদ চৌধুরীর উদ্যোগে চলমান রয়েছে পোস্ট অফিস-শিবু মার্কেট সংস্কার

নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এর নির্দেশে ফতুল্লা  ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের  উদ্যোগে  শিবুমার্কেট হইতে, কাঠের পুল, রেললাইন বটতলা পোস্ট অফিস  পর্যন্ত রাস্তা মেরামত কাজ অব্যাহত রয়েছে।

গত কয়েকদিনের টানা বর্ষনে সড়কটি বড় বড় গর্তের সৃষ্টি হয়। এরফলে প্রায় সময়ই ব্যাটারি চালিত অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন টূর্ঘটনার কবলে পড়ে। এসব দূর্ঘটনারোধে সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। 

সূত্র জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জনসাধারণের দুর্ভোগ লাঘবে নারায়নগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের  উদ্যোগে পোস্ট অফিস -শিবু মার্কেট সড়কটি সংস্কার কাজ শুরু করে।

শিবুমার্কেট হকাঠের পুল, ফতুল্লা পোস্ট অফিস রোড বটতলা রেললাইন  পর্যন্ত রাস্তা মেরামত কাজ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা খানাখন্দে ভরে থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল এলাকাবাসীর। সরকারি উদ্যোগ না আসায় এলাকাবাসী নিজ খরচে ইট, বালু ও খোয়া এনে মেরামতের কাজ হাতে নেয়। তাদের এই উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • রিয়াদ চৌধুরীর উদ্যোগে চলমান রয়েছে পোস্ট অফিস-শিবু মার্কেট সংস্কার
  • সোনারগাঁয়ে অলিপুরা-কেওডালা সড়ক সংস্কার করলেন শাহ জালাল