কক্সবাজারের সাগর দ্বীপ কুতুবদিয়ার সব খানে এখন লবণ উৎপাদনের ধুম পড়েছে। কিছু জমিতে চলছে বোরো চাষ। এর মধ্যে মাত্র ১৪ হেক্টর জমিতে ঝুঁকি নিয়ে তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন ১৭ জন চাষি।

বঙ্গোপসাগরের এই দ্বীপটির একসময় আয়তন ছিল ৯৯ দশমিক ১৩ বর্গকিলোমিটার। ঘূর্ণিঝড়, ঝড়-জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এখন দ্বীপের আয়তন ২৭ বর্গকিলোমিটারে ঠেকেছে। পেশা হারিয়ে গত তিন দশকে দ্বীপ ছেড়েছেন অন্তত ৬০ হাজার মানুষ। লবণ চাষের মহা ধুমধামের মধ্যে ১৭ জন চাষি ঝুঁকি নিয়ে তরমুজ চাষ করে ভাগ্যবদলের ঘটনা মানুষের নজর কাড়ছে। প্রেরণা জোগাচ্ছে উদ্যোগী কৃষাণী কুলসুমা বেগমের গল্প।  

উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের পুতিন্যারপাড়ায় কুলসুমার বাড়ি। সারা উপজেলায় লবণ চাষ হলেও সেখানকার ৫০০-৬০০ একর জমিতে ধানের চাষ হয়। কুলসুমার স্বামী মো.

শাহাদাত কবির অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। কিন্তু লবণাক্ততা আর সেচের সমস্যার কারণে লাভ হচ্ছিল না। কৃষি বিভাগের লোকজনের কাছ থেকে তাঁর স্ত্রী কুলসুমা জেনেছিলেন তরমুজ চাষের কৌশল। স্বামীর সমস্যা দূর করতে পাঁচ বছর আগে জমিতে তিনি তরমুজের বীজ ফেললেন। এর পরের গল্পটা সাফল্যের। তরমুজ বিক্রি করে পরিবারে সচ্ছলতা এনেছেন এই নারী। বছরে দুই লাখ টাকার মতো লাভ হচ্ছে তাঁর। তরমুজ চাষের টাকায় ছাগল কিনেছেন তিনি, অল্প কিছু জমির বায়নাও দিয়ে রেখেছেন।  

সম্প্রতি পুতিন্যা পাড়ায় ধান চাষের জমির মাঝে কুলসুমার ২ কানি শীতকালীন তরমুজের জমি। এলাকায় বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন কুষকেরা। আর কুলসুমাকে দেখা গেল, নারী শ্রমিকদের নিয়ে খেতের তরমুজ তুলছেন। এই তরমুজ পাইকারের কাছে নিয়ে বিক্রি করেন তাঁর স্বামী মো. শাহাদাত কবির।

তরমুজ খেতে বসে কথা হয় কুলসুমা বেগমের (৪৫) সঙ্গে। তিনি বলেন, গত বছরের মতো এবারও তিনি ৮০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। এতে খরচ হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা। এ পর্যন্ত তরমুজ বিক্রি করে পেয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। গাছে আরও ৩০ হাজার টাকার মতো তরমুজ আছে। সব মিলিয়ে খরচ বাদ দিয়ে খেতের তরমুজ বিক্রি করে এবার লাভ হচ্ছে দুই লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও তরমুজের বাম্পার ফলন হয়েছে। ৭০ শতাংশ জমির তরমুজের ওজন ছিল ২ থেকে ৪ কেজি। এসব তরমুজের প্রতিটি বিক্রি হয়েছে ৩০০-৬০০ টাকায়। মৌসুমের শুরুতে তিনি ১৭ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি করেন ১ হাজার ৭০০ টাকায়।

কুতুবদিয়ায় এখন লবণ উৎপাদনের ধুম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় পানির তীব্র সংকট চলছে। ভূগর্ভস্থ পানি উত্তোলন করে কিছু জমিতে চলছে বোরো চাষ। তবে লবণাক্ততার কারণে বোরো ধানের উৎপাদন কমছে। গ্রামগুলোর পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ। বাঁধের কিছু অংশ ভাঙাচোরা। শীতকালে বঙ্গোপসাগর শান্ত থাকায় চাষিরা কিছুটা চিন্তামুক্ত থাকেন। কিন্তু বর্ষাকালে সাগর উত্তাল হলে বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে চাষিদের ধান ও ফসলের জমি সয়লাব হয়। ফসল হারিয়ে তখন চাষিরা পথে বসেন। শাকসবজি-ফসল উৎপাদনের ক্ষেত্রেও বসাতে হয় গভীর নলকূপ। এর মধ্যে ঝুঁকি নিয়ে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন আলী আকবরডেইলের ১৭ জন চাষি। তবে তাদের মধ্যে সব চেয়ে সফল বলতে হয় কুলসুমাকে।

কুলসুমার পাশে দুই কানি জমিতে তরমুজ চাষ করেছেন স্থানীয় চাষি মোহাম্মদ আজম। তবে কুলসুমার মতো এতটা সাফল্য পাননি তিনি। কারণ তার জমিতে লবণাক্ততা কিছুটা বেশি। এ পর্যন্ত তরমুজ বিক্রি করে ১ লাখ ৬০ হাজার টাকা পেয়েছেন তিনি।  তিনি বলেন, লবণাক্ততার কারণে কিছু গাছ নষ্ট হয়েছে। এ কারণে তাঁর খেতে এবার তরমুজের উৎপাদন কমে গেছে।

কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুতুবদিয়ার তরমুজ মিষ্টি এবং ভালো। শীতকালে দেশের অন্যান্য এলাকায় যখন কুয়াশা থাকে, কুতুবদিয়ায় তখন ঝলমলে রোদ পাওয়া যায়। রোদের কারণেই তরমুজ ভালো হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তরম জ ব ক র ক লস ম র র তরম জ তরম জ র

এছাড়াও পড়ুন:

গণভোট নিয়ে মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুতত সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। যদিও এর আগেই এক সংবাদ সম্মেলনে এমন কথায় জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

প্রেস উইং জানায়, জাতীয় ঐক্যমত কমিশন থেকে প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।  

এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এতে লক্ষ্য করা হয় যে, ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া, গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কী হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর  মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সে জন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই পরিপ্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরী ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে।

এসব ক্ষেত্রে ফ্যসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ে ( সম্ভব  হলে আগামী এক সপ্তাহের মধ্যে) সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বলেও উল্লেখ করা হয়। পরিস্থিতিতে কালক্ষেপণের যেকোনো সুযোগ নাই সেটাও সবার বিবেচনায় রাখার জন্য বলা হয়।

সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্থে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ নির্দেশনা না পেলে কী হবে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ-আলোচনা করে এই বিষয়েও আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে—এ প্রত্যাশা করছি। ওনারা যদি আলাপ-আলোচনা করেন, আমাদের জন্য কাজটি অত্যন্ত সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।” 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ