নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন
Published: 16th, February 2025 GMT
নবায়নযোগ্য জ্বালানি খাতের নীতিগত সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ক্লিন এবং বিডাব্লুজিইডি-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নীতিমালা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক প্রক্রিয়ার দ্রুততার ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে পরিবেশ রক্ষা ও সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মহাসচিব মীযানুর রহমান বক্তব্য দেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি, পর্যাপ্ত প্রণোদনার অভাব এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা এ খাতের অগ্রগতিকে ব্যাহত করছে। তারা বলেন, সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যুৎ ট্যারিফ পুনর্বিবেচনা, বাজেট বৃদ্ধি এবং সবুজ উদ্যোগের জন্য উন্নত আর্থিক সহায়তা প্রদান জরুরি।
পরিবেশবিদরা মনে করেন, নারায়গন্জে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ব্যাপক, তবে নীতিগত সংস্কার না হলে এই খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে না। বক্তারা বলেন, "আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে কার্যকর নীতিগত পরিবর্তনের ওপর, যা বিনিয়োগ আকর্ষণ করবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার পথ সুগম করবে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারাও অংশ নেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন ইএসএডিএস এর মহাসচিব মীযানুর রহমান, ইএসএডিএস-এর সোনারগাঁ কমিটির সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া, আবদুল হক, সিফাত প্রমুখ।
  
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ
এছাড়াও পড়ুন:
যে কারণে নারায়ণগঞ্জ-৪ খালি রাখলো বিএনপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোমবার (৩ নভেম্বর) বিএনপি নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টি আসনসহ ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। 
  নারায়ণগঞ্জ-৪ আসন সহ ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে।
বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন, মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে। এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে।
 এছাড়াও অনেক আসনে বিএনপির স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দলও মীমাংসা করা যাচ্ছে না। এসব কারণেও ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন।
তবে দলটি মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনের ছাড় দেবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতা বলেন, তাদের কারও কারও আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল। কিন্তু তা চূড়ান্ত হয়নি। এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা করছেন।
 এদিকে আরেকটি সূত্র জানায়, ২০১৮ সালের নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির জোট ছিল। ফলে ওই নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনটি জোটের জন্য ছেড়ে দেয় বিএনপি। ফলে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশেমী এই আসনে নির্বাচন করে। ২০২৬ সালের নির্বাচন ঘিরে জোটের পরিধি বাড়ার সম্ভবনা রয়েছে। এরমধ্যে এনসিপি ও বিএনপির মধ্যে আলোচনা চলমান। ধারনা করো হচ্ছে জোটের জন্য বিএনপি নারায়ণগঞ্জ-৪ আসনটি শূন্য রেখেছে। ফলে আলোচনায় রয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসেন কাসেমী এবং এনসিপির এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম ও এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করার ইচ্ছাপোষন করলে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়ে যেতে পারেন মনির হোসেন কাসেমী অথবা আবদুল্লাহ আল আলামিন। এমনটাই মনে করছেন বিএনপির একাধিক সূত্র।