নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন
Published: 16th, February 2025 GMT
নবায়নযোগ্য জ্বালানি খাতের নীতিগত সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ক্লিন এবং বিডাব্লুজিইডি-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নীতিমালা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক প্রক্রিয়ার দ্রুততার ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে পরিবেশ রক্ষা ও সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মহাসচিব মীযানুর রহমান বক্তব্য দেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি, পর্যাপ্ত প্রণোদনার অভাব এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা এ খাতের অগ্রগতিকে ব্যাহত করছে। তারা বলেন, সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যুৎ ট্যারিফ পুনর্বিবেচনা, বাজেট বৃদ্ধি এবং সবুজ উদ্যোগের জন্য উন্নত আর্থিক সহায়তা প্রদান জরুরি।
পরিবেশবিদরা মনে করেন, নারায়গন্জে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ব্যাপক, তবে নীতিগত সংস্কার না হলে এই খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে না। বক্তারা বলেন, "আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে কার্যকর নীতিগত পরিবর্তনের ওপর, যা বিনিয়োগ আকর্ষণ করবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার পথ সুগম করবে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারাও অংশ নেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন ইএসএডিএস এর মহাসচিব মীযানুর রহমান, ইএসএডিএস-এর সোনারগাঁ কমিটির সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া, আবদুল হক, সিফাত প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতে “কৃষকের উৎপাদন ও বিপনন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা”বন্দর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে গ্রামের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁওয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এই সভার আয়োজন করা হয়।
কৃষক সভায় মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে গ্রামের প্রান্তিক কৃষকদের মাঝে মাথাল, কাস্তে, গামছা উপহার হিসেবে বিতরণ করেন মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট কৃষকদের মাঝে মাঝে বিতরণ করা হয়।
এসময়ে কৃষকরা কৃষক সভার মাধ্যমে কৃষকেরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যাগুলো তুলে ধরেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম কৃষকদের জন্য খাল খনন করে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। বিগত ১৬-১৭ বছর যারা ক্ষমতায় চালিয়ে গেছে তারা আমাদের কৃষি খেতে বালু ফালিয়ে দিয়ে শ্মশান বানিয়ে দিয়ে গেছে।
এর ফলে আমাদের কৃষকের পেটে ভাত নাই। আমাদের কৃষকদের ন্যায্য যে মূল্য আমরা সেটা পাইনি। সার ও কীটনাশক সকল পণ্যের দাম ছিল আকাশ চুম্মি। আমাদের নেতা তারেক রহমান বলেছে ভাত নাই ভাত আবার হবে যদি আমার কৃষক ঠিক থাকি। আমরা কৃষকেরা মাঠে ফসল ফলাও তার জন্য আমাদের দরকার প্রয়োজনীয় সহযোগিতা।
তারা আরও বলেন, এক সময় আমাদের বন্দর রেললাইন থেকে শুরু করে লাঙ্গলবন পর্যন্ত শুধু কৃষি ক্ষেত ছিল। কারণ অবৈধ ড্রেজারের বালুর কারনে আমাদের কৃষিতে প্রায় সময় পানির নিচে থাকে। আর ইট বাটা গুলোর জন্য আমাদের ফসলের জমির আরো ক্ষতি হচ্ছে। একটি অসাধু সন্ত্রাসী গোষ্ঠী প্রভাব খাটিয়ে খালগুলো বন্ধ করে দিয়েছে।
আমাদের এই খাল গুলোকে আবার পূর্ণরায় উদ্ধার করে নতুন করে খনন করতে হবে। তা না হলে আমরা কৃষকেরা কিসে ফসল ফলাও আমাদের লাভ নাই। তবে আমরা আশা করছি আগামীতে যদি বিএনপি আসে তাহলে আমাদের এ কৃষকদের পাশে দাঁড়াবে এবং সার, বীজ থেকে শুরু করে কীটনাশক বিনামূল্যে বিতরণ ও তার মূল্য কৃষকের নাগালে রাখতে হবে।
কৃষক সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটি ও মানুষের জন্যই রাজনীতি করে গেছেন। কৃষকদের জীবনমান উন্নয়নেই তাঁর সব উদ্যোগ ছিল নিবেদিত।
আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১টি দফা বাস্তবায়নে আমরা এই সভার আয়োজন করেছি। বিএনপি সরকার গঠন করলে কৃষককে বিনামূল্যে সার,বীজ,খাল খননসহ সব ধরণের সুযোগ প্রদান করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি গণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা।
এসময়েও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।