আপনি কি জানেন মৌলভীবাজারের লাউয়াছড়ার জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইনের পাশেই ঘুরে বেড়াতো বাঘ। ১৯৫০ সালের কাছাকাছি সময়ে সেখানে হয়েছে বাঘ শিকার। এক সময় কাসালং রিজার্ভে হাতি এতো বেশি ছিল যে, খেদার মাধ্যমে বুনোহাতি ধরে পোষ মানানো হতো। চমকপ্রদ এই তথ্য পাওয়া যাবে উইথ দ্য ওয়াইল্ড অ্যনিমেলস অব বেঙ্গল বইটিতে। ইউসুফ এস আহমেদের বইটি রূপান্তর করেছেন ইশতিয়াক আহমেদ। 

এই বইটিসহ ২০২৫ সালের বইমেলায় ইশতিয়াক আহমেদের নতুন বই এসেছে পাঁচটি। এর মধ্যে তিনটি থ্রিলার, আর দুটি সত্যিকারের অ্যাডভেঞ্চার কাহিনি। বইগুলো কল্পনার জগতে ঘুরিয়ে আনবে পাহাড়, অরণ্য ও রোমাঞ্চপ্রেমীদের। এগুলো প্রকাশ করেছে ঐতিহ্য (প্যাভিলিয়ন ২৮) ও কথাপ্রকাশ (প্যাভিলিয়ন ২৫)।

কথাপ্রকাশ থেকে বের হয়েছে দুটি বই। একটি মৌলিক থ্রিলার, অপরটি অনুবাদ। কিশোর থ্রিলারের নাম ‘ফগ সাহেবের অভিশাপ’। পঁয়ত্রিশ বছর আগে নিখোঁজ হওয়া এক স্কটিশ সাহেবের অপ্রত্যাশিত আবির্ভাবে ঘটছে নাটকীয় ঘটনাপ্রবাহ। পরিত্যক্ত এক বাংলো ও পুরোনো এক অভিশাপ আরও জটিল করল পরিস্থিতি। কিশোর ছেলেকে নিয়ে রহস্যভেদে এসে যেন অথৈ সাগরে পড়লেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাবিলা। কী সেই ঘটনা?

চা বাগানের ভেতরে পরিত্যক্তই বাংলো সবাই এড়িয়ে চলে কেন? এটা কি সত্যি ভূতুড়ে? পাহাড় জঙ্গল কাঁপিয়ে দেওয়া ওই অশুভ চিৎকারের রহস্য কী? এসব জানতে পড়তেই হবে ‘ফগ সাহেবের অভিশাপ’। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দাম ৩০০ টাকা।

অপর বইটির কথা শুরুতেই বলা হয়েছে। পুরনো দিনের কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, সিলেট ও ডুয়ার্সের জঙ্গলে বাংলাদেশি বন কর্মকর্তা ইউসুফ এস আহমেদের রোমাঞ্চকর অভিযানের বর্ণনা পাবেন এতে। দেশের পুরনো দিনের অরণ্য ও বন্যপ্রাণীর এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এমনকি গবেষকদেরও বইটি আকৃষ্ট করবে আশা করি।

শুধু রূপান্তরই নয়, এ বইটিতে সংযোজিত হয়েছে বেশ কিছু টিকা, পুরোনো দিনের ছবি ও নতুন করে আঁকা চমৎকার কিছু ইলাস্ট্রেশন, যা মূল বইয়ে ছিল না। বইটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। ভেতরের অংকনের কারিগর তন্ময় শেখ। বইটির মূল্য ৫০০ টাকা।

ঐতিহ্য থেকে বের হয়েছে লেখকের নতুন তিনটি বই। লেখকের পাহাড় ও জঙ্গলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বই ‘কখনো পাহাড় কখনো অরণ্য’। দেড় যুগের বেশি সময় ধরে ইশতিয়াক আহমেদ পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অরণ্য-পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। এই গল্প পাহাড়ের, জঙ্গলের, বন্যপ্রাণীর আর চলার পথে পরিচয় হওয়া দুর্গম এলাকার অসংখ্য মানুষের।     
পাঠকদের জন্য বাড়তি পাওয়া ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য, টিপস ও ১৬ পৃষ্ঠা চাররঙা ছবি। এ বইটির প্রচ্ছদও দেওয়ান আতিকুর রহমানের করা। মূল্য ৩৫০ টাকা।

এ প্রকাশনী থেকে এসেছে ইশতিয়াক আহমেদের ‘নাহিদ দ্য ইনভেস্টিগেটর’ সিরিজের চতুর্থ বই ‘ফাদার মরিসনের ভূত’। বান্দরবানের দুর্গম পাহাড়ে পুরোনো, পরিত্যক্ত এক গির্জাকে কেন্দ্র করে ঘটতে শুরু করল আধিভৌতিক কাণ্ড-কারখানা। গভীর রাতে ভেসে আসে ঘণ্টার আওয়াজ। চারদিকে ছড়িয়ে পড়ে অদ্ভূত এক কুয়াশা। নিখোঁজ হচ্ছে একের পর এক মানুষ। বাঘের পিঠে চড়া ওই ভূতুড়ে ছায়ামূর্তিই বা কে? তবে কি পাহাড়ের কিংবদন্তিই সত্যি? ফিরে এসেছে ফাদার মরিসনের অতৃপ্ত প্রেতাত্মা? এসব অজানা রহস্যের সমাধান মিলবে ‘ফাদার মরিসনের ভূতে’। বইটির প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ করেছেন জাহিদ জামি। মূল্য ২২০ টাকা।

মূল চরিত্র নাহিদ জামি পেশায় সাংবাদিক। দুর্গম পাহাড় ও গভীর অরণ্য টানে তাকে। কখনো অফিসের অ্যাসাইনম্যান্টে, কখনো নিছক শখে বেরিয়ে পড়েন রোমাঞ্চকর অভিযানে। জড়িয়ে পড়েন নানা রহস্যজালে। এই সিরিজের আগের তিনটি বই হলো ‘ফরাসি ম্যামের ধাঁধা’, ‘পাহাড়চূড়ার খুনি’ ও ‘মানিকপুরের নেকড়ে রহস্য’। 

ঐতিহ্য থেকে এবারের মেলাতেই বের হয়েছে অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম বই ‘হলুদ পাহাড়ে মৃত্যু’। বন কর্মকর্তা অনিক ফিল্ড ট্রেনিংয়ে এলো বান্দরবানের দুর্গম এক এলাকায়। আর এসেই আবিষ্কার করল এখানে কাঠ পাচার কিংবা চোরাশিকার ছাড়াও আরও নানা ধরনের ঝামেলার মুখোমুখি হতে হচ্ছে তাকে। রহস্যময় হলুদ পাহাড়ের গাছ কাটলেই কি বরণ করতে হয় যন্ত্রণাদায়ক মৃত্যু? সেখানে কী প্রবল ক্ষমতাধর কোনো শক্তির বাস? স্থানীয়দের মুখে শোনা ভয়ানক দানব কিং কোবরার কিংবদন্তি কি সত্যি? এর মধ্যেই নিখোঁজ ভাইকে খুঁজতে আসা এক তরুণী জটিল করল পরিস্থিতি। এ বইয়ের প্রচ্ছদ করেছেন মানব। মূল্য ১৯০ টাকা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল আহম দ র কর ছ ন দ র গম রহস য

এছাড়াও পড়ুন:

জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০

বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা: ২৮০ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।

২. রেগুলেটিং

পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।

৩. রাইটার

পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৪. স্টোর

পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৫. মিউজিশিয়ান

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

আরও পড়ুনবিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত১৬ সেপ্টেম্বর ২০২৫

৬. মেডিকেল

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৭. কুক

পদসংখ্যা: ২৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)

৮. স্টুয়ার্ড

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৯. টোপাস

পদসংখ্যা: ১৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫

১০. এমওডিসি (নৌ)

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)

বেতন ও ভাতা

সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে—

১. নাবিক: ১৭ থেকে ২০ বছর।

২. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন১৫ সেপ্টেম্বর ২০২৫অন্যান্য শর্ত (সব পদের জন্য)

১. সাঁতার জানা অত্যাবশ্যক।

২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।

আবেদনের নিয়ম

www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।

আবেদনের শেষ সময়

৫ অক্টোবর ২০২৫।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ