মুয়াজ্জিনকে গুলি করে হত্যা: সব আসামি খালাস
Published: 17th, February 2025 GMT
বগুড়া শিবগঞ্জে শিয়া মসজিদে গুলি করে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনকে হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় আসামিকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এ মামলার রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্তরা হলেন- এমদাদুল হক, আব্দুল বাছেদ, আব্দুল হামিদ ওরফে হামিদুল, ইয়াছিন, আব্দুল মোমিন মণ্ডল, খাদেমুল ইসলাম ওরফে বাদশা, আজাদ প্রাং, রাজিবুল ওরফে রজিবুল ইসলাম বাদল ও আজাদুল কবিরাজ।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ২৬ নভেম্বর এশার নামাজের সময় দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ-ই-আল মোস্তফার (শিয়া মসজিদের) ভেতরে গুলি চালায়। এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন গুলিবিদ্ধ হন। মসজিদের ইমাম শাহীনুর ও মুসল্লি আবু তাহেরও আহত হন। গুরুতর আহত মুয়জ্জিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চককানু গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে সোনা মিয়া বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে শিবগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান খালাস পাওয়া নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বগুড়া আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত নয়জনকে খালাস দিয়েছেন। তাদের মধ্যে তিনজন গ্রেপ্তার ছিলেন। তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।