ছেলে ও বাবা একই দলে খেলছেন—বিষয়টা পাড়ার ক্রিকেটেও খুব একটা পরিচিত নয়। অথচ মোহাম্মদ নবী কিনা স্বপ্ন দেখছেন ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার! তবে নবীর স্বপ্নটা যে খুব কঠিন কিছু, তা–ও আপাতত মনে করার কারণ নেই।

বয়স ৪০ হয়ে গেলেও এখনো বেশ ফিট নবী। দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, জাতীয় দলেও পারফর্ম করছেন। অনেকে হয়তো ভেবেছেন, এবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার পর জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানবেন আফগান তারকা।

এ রকম একটা ঘোষণা দিয়েছিলেন তিনি নিজেও। তবে এখন যখন চ্যাম্পিয়নস ট্রফি দোরগোড়ায়, তখন অবসরের সিদ্ধান্ত নিয়ে ‘ভাবছেন’ বলে নতুন করে জানিয়েছেন নবী। একেবারে ছেড়ে হয়তো দেবেন না, কিন্তু ওয়ানডেতে কমই দেখা যাবে নবীকে।

ক্যারিয়ারে বাকি থাকা এই ‘কম’ ম্যাচগুলোর অন্তত একটিতে ছেলে হাসান ইশাখিলের সঙ্গে মাঠে নামতে চান বলে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নবী। গত বছর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন হাসান। তাঁর সঙ্গে খেলার প্রসঙ্গে নবী বলেছেন, ‘এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে…সে খুব পরিশ্রমী, আমিও তাকে পরিশ্রম করতে বলি।’

মোহাম্মদ নবীর ছেলে হাসান ইশাখিল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ত য় দল

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ