ঋণ পুনঃতপশিলের ৯৯% বেসরকারি ব্যাংকে
Published: 17th, February 2025 GMT
বেসরকারি খাতের ব্যাংকের খেলাপি ঋণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। এর সঙ্গে বাড়ছে ঋণ পুনঃতপশিলের পরিমাণও। গত জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকিং খাতে মোট ৭ হাজার ৩৫৬ কোটি টাকার ঋণ পুনঃতপশিল হয়েছে। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশই নিয়মিত করেছে বেসরকারি ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ব্যাংকিং খাত-সংশ্লিষ্টরা বলছেন, একটি সময় কেবল সরকারি ব্যাংকেই নানা জালিয়াতি হতো। খেলাপি ঋণও হুহু করে বাড়ত এসব ব্যাংকে। তবে গত কয়েক বছরে বেসরকারি খাতের ব্যাংক দখল করে ঋণের নামে অর্থ আত্মসাৎসহ নানা ঘটনা হয়েছে। এসব ঋণের বড় অংশই এখন খেলাপি হচ্ছে। যে কারণে খেলাপি ঋণ পুনঃতপশিলের প্রবণতাও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। মোট ঋণের যা ১৬ দশমিক ৯৩ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে যেখানে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা ছিল খেলাপি। গত বছরের প্রথম ৯ মাসে সামগ্রিকভাবে বেসরকারি ব্যাংকেই খেলাপি ঋণ বেশি বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের ৭০ হাজার ৯৮২ কোটি টাকা থেকে গত সেপ্টেম্বরে ঠেকেছে ১ লাখ ৪৯ হাজার ৮০৬ কোটি টাকা। রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা থেকে ১ লাখ ২৬ হাজার ১১২ কোটি টাকা হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে মূলত জনতা ব্যাংকের প্রভাবে। ব্যাংকটির প্রভাবশালী কয়েকজন গ্রাহক খেলাপি হওয়ার পর গত সেপ্টেম্বরে খেলাপি দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪৫ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১৭ হাজার ৫০১ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকে ৫ হাজার ৮১৪ কোটি টাকা খেলাপি হয়েছে। গত বছরের ডিসেম্বরে যা ছিল ৫ হাজার ৬৬৯ কোটি টাকা। বিদেশি ব্যাংকের ৩ হাজার ২০১ কোটি টাকা থেকে বেড়ে ৩ হাজার ২৪৬ কোটি টাকা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে বেসরকারি ব্যাংকগুলো পুনঃতপশিলের পরিমাণ ৭ হাজার ২৭২ কোটি টাকা। ওই সময়ে মোট পুনঃতপশিলের যা ৯৮ দশমিক ৮৬ শতাংশ। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো করেছে মাত্র ৫৭ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলো ২৭ কোটি টাকা। বিদেশি ব্যাংকে এক টাকার ঋণও পুনঃতপশিল হয়নি।
এর আগের প্রান্তিক অর্থাৎ গত এপ্রিল-জুন সময়ে ব্যাংক খাতে মোট ১০ হাজার ৯২৮ কোটি টাকার ঋণ পুনঃতপশিল হয়, যার মধ্যে ৭৯ দশমিক ২২ শতাংশ ছিল বেসরকারি ব্যাংকে। আর ১ হাজার ৩৯১ কোটি টাকা বা ১২ দশমিক ৮৪ শতাংশ ছিল রাষ্ট্রীয় ব্যাংকে। বিশেষায়িত ব্যাংকে ছিল ৮৮০ কোটি টাকা বা ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। বছরের প্রথম ত্রৈমাসিকে মাত্র ২ হাজার ৪৪৮ কোটি টাকার ঋণ নিয়মিত হয়েছিল, যার মধ্যে ২ হাজার ৩২ কোটি টাকা হয় বেসরকারি ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন পুনঃতপশিল হয়েছে ২০২৪ সালের প্রথম ৯ মাসে, যার পরিমাণ ২০ হাজার ৭৩২ কোটি টাকা। ভোটের আগে রেকর্ড খেলাপি ঋণ পুনঃতপশিল করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২২ সালে ঋণ পুনঃতপশিলের নীতিমালা শিথিল করেন কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এরপর ঋণ নিয়মিত করার প্রবণতা যেন লাফিয়ে বাড়ে।
প্রাপ্ত তথ্যমতে, এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ৯১ হাজার ২২১ কোটি টাকার ঋণ নিয়মিত করা হয় ২০২৩ সালে। এর আগের বছর পুনঃতপশিল হয় ৬৩ হাজার ৭২০ কোটি টাকা। ২০২১ সালে ২৬ হাজার ৮১০ কোটি এবং ২০২০ সালে নিয়মিত হয় ১৯ হাজার ৮১০ কোটি টাকার ঋণ। ২০২২ সালের বিশেষ শিথিলতার আগে কোনো এক বছরে সর্বোচ্চ পুনঃতপশিল হয় ২০১৯ সালে। ওই বছর পুনঃতপশিলের পরিমাণ ছিল ৫২ হাজার ৩৭০ কোটি টাকা। আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণ কমাতে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট নিয়ে বিশেষ ব্যবস্থায় ১২ বছরের জন্য পুনঃতপশিলের সুযোগ দেওয়া হয়। এই সুবিধা নিয়ে অনেকেই ঋণ পুনঃতপশিল করেন। বেশির ভাগ ক্ষেত্রে সেসব ঋণই এখন খেলাপি হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঋণ প ন তপশ ল র প স প ট ম বর র ড স ম বর গত বছর র র পর ম ণ ট ক র ঋণ ব সরক র র প রথম দশম ক
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা