বেসরকারি খাতের ব্যাংকের খেলাপি ঋণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। এর সঙ্গে বাড়ছে ঋণ পুনঃতপশিলের পরিমাণও। গত জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকিং খাতে মোট ৭ হাজার ৩৫৬ কোটি টাকার ঋণ পুনঃতপশিল হয়েছে। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশই নিয়মিত করেছে বেসরকারি ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ব্যাংকিং খাত-সংশ্লিষ্টরা বলছেন, একটি সময় কেবল সরকারি ব্যাংকেই নানা জালিয়াতি হতো। খেলাপি ঋণও হুহু করে বাড়ত এসব ব্যাংকে। তবে গত কয়েক বছরে বেসরকারি খাতের ব্যাংক দখল করে ঋণের নামে অর্থ আত্মসাৎসহ নানা ঘটনা হয়েছে। এসব ঋণের বড় অংশই এখন খেলাপি হচ্ছে। যে কারণে খেলাপি ঋণ পুনঃতপশিলের প্রবণতাও বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। মোট ঋণের যা ১৬ দশমিক ৯৩ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে যেখানে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা ছিল খেলাপি। গত বছরের প্রথম ৯ মাসে সামগ্রিকভাবে বেসরকারি ব্যাংকেই খেলাপি ঋণ বেশি বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের ৭০ হাজার ৯৮২ কোটি টাকা থেকে গত সেপ্টেম্বরে ঠেকেছে ১ লাখ ৪৯ হাজার ৮০৬ কোটি টাকা। রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা থেকে ১ লাখ ২৬ হাজার ১১২ কোটি টাকা হয়েছে। 

রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে মূলত জনতা ব্যাংকের প্রভাবে। ব্যাংকটির প্রভাবশালী কয়েকজন গ্রাহক খেলাপি হওয়ার পর গত সেপ্টেম্বরে খেলাপি দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪৫ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১৭ হাজার ৫০১ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকে ৫ হাজার ৮১৪ কোটি টাকা খেলাপি হয়েছে। গত বছরের ডিসেম্বরে যা ছিল ৫ হাজার ৬৬৯ কোটি টাকা। বিদেশি ব্যাংকের ৩ হাজার ২০১ কোটি টাকা থেকে বেড়ে ৩ হাজার ২৪৬ কোটি টাকা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে বেসরকারি ব্যাংকগুলো পুনঃতপশিলের পরিমাণ ৭ হাজার ২৭২ কোটি টাকা। ওই সময়ে মোট পুনঃতপশিলের যা ৯৮ দশমিক ৮৬ শতাংশ। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো করেছে মাত্র ৫৭ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলো ২৭ কোটি টাকা। বিদেশি ব্যাংকে এক টাকার ঋণও পুনঃতপশিল হয়নি। 
এর আগের প্রান্তিক অর্থাৎ গত এপ্রিল-জুন সময়ে ব্যাংক খাতে মোট ১০ হাজার ৯২৮ কোটি টাকার ঋণ পুনঃতপশিল হয়, যার মধ্যে ৭৯ দশমিক ২২ শতাংশ ছিল বেসরকারি ব্যাংকে। আর ১ হাজার ৩৯১ কোটি টাকা বা ১২ দশমিক ৮৪ শতাংশ ছিল রাষ্ট্রীয় ব্যাংকে। বিশেষায়িত ব্যাংকে ছিল ৮৮০ কোটি টাকা বা ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। বছরের প্রথম ত্রৈমাসিকে মাত্র ২ হাজার ৪৪৮ কোটি টাকার ঋণ নিয়মিত হয়েছিল, যার মধ্যে ২ হাজার ৩২ কোটি টাকা হয় বেসরকারি ব্যাংকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন পুনঃতপশিল হয়েছে ২০২৪ সালের প্রথম ৯ মাসে, যার পরিমাণ ২০ হাজার ৭৩২ কোটি টাকা। ভোটের আগে রেকর্ড খেলাপি ঋণ পুনঃতপশিল করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২২ সালে ঋণ পুনঃতপশিলের নীতিমালা শিথিল করেন কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এরপর ঋণ নিয়মিত করার প্রবণতা যেন লাফিয়ে বাড়ে।
প্রাপ্ত তথ্যমতে, এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ৯১ হাজার ২২১ কোটি টাকার ঋণ নিয়মিত করা হয় ২০২৩ সালে। এর আগের বছর পুনঃতপশিল হয় ৬৩ হাজার ৭২০ কোটি টাকা। ২০২১ সালে ২৬ হাজার ৮১০ কোটি এবং ২০২০ সালে নিয়মিত হয় ১৯ হাজার ৮১০ কোটি টাকার ঋণ। ২০২২ সালের বিশেষ শিথিলতার আগে কোনো এক বছরে সর্বোচ্চ পুনঃতপশিল হয় ২০১৯ সালে। ওই বছর পুনঃতপশিলের পরিমাণ ছিল ৫২ হাজার ৩৭০ কোটি টাকা। আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণ কমাতে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট নিয়ে বিশেষ ব্যবস্থায় ১২ বছরের জন্য পুনঃতপশিলের সুযোগ দেওয়া হয়। এই সুবিধা নিয়ে অনেকেই ঋণ পুনঃতপশিল করেন। বেশির ভাগ ক্ষেত্রে সেসব ঋণই এখন খেলাপি হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঋণ প ন তপশ ল র প স প ট ম বর র ড স ম বর গত বছর র র পর ম ণ ট ক র ঋণ ব সরক র র প রথম দশম ক

এছাড়াও পড়ুন:

প্রতিবেশী দেশগুলো অস্থির, ভারত এখন কী করবে

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অস্থিতিশীলতা নতুন কিছু নয়। তবে এখন যে অস্থিরতা এ অঞ্চলে চলছে তা ভারতের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ভারতকে আগের চেয়ে বেশি ঝুঁকির মুখে ফেলছে।

সাম্প্রতিক নেপালের সহিংস অস্থিরতা তারই উদাহরণ। শুধু নেপালের ঘটনা নয়। ভারতের পূর্বদিকে বাংলাদেশে ২০২৪ সালে যে টানাপোড়েন শুরু হয়েছিল এবং তার জের ধরে সেখানে সরকার পতন হয়েছিল; সেই সংকটের মীমাংসা এখনও হয়নি।

অন্যদিকে ভারতের দক্ষিণ-পূর্বে থাইল্যান্ড নতুন করে অশান্ত হয়ে উঠেছে। কারণ সেখানে আদালতের রায়ে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে ও সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে তাদের একাধিক সংঘর্ষ হয়েছে।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রকল্পের হিসাব অনুযায়ী, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের গৃহযুদ্ধে অন্তত ৮০ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি যোদ্ধারাও আছেন।

আরও পড়ুনভারত ও চীনের টানাটানিতে পড়েছে নেপাল৩১ জুলাই ২০২০

ভারতের পশ্চিমে পাকিস্তান এখনও অতীতের ‘ভূতদের’ সঙ্গে লড়াই করছে। উগ্র ইসলামপন্থী গোষ্ঠী, দুর্বল অর্থনীতি আর অকার্যকর শাসনব্যবস্থা পাকিস্তানকে অস্থির করে রেখেছে। ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা তিন বছর আগে প্রেসিডেন্টকে সরানোর পর আপাত শান্ত হয়েছে। কিন্তু দেশটির অর্থনীতি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। আর উত্তরে চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টাও এই অস্থিরতার বড় কারণ হয়ে আছে।

ভারতের জন্য এসব সংকট মোটেও দূরের কোনো ব্যাপার নয়। বাংলাদেশের ঘটনাপ্রবাহ ইতিমধ্যেই পূর্ব ভারতের রাজ্যগুলোতে অস্বস্তি তৈরি করছে। পাকিস্তানের সীমান্তপারের সন্ত্রাসের হুমকি এ গ্রীষ্মে কাশ্মীরে প্রায় যুদ্ধ বাঁধিয়ে ফেলেছিল। আর এখন নেপালের অস্থির রাজনীতি চীনের জন্য নতুন করে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। এত বড় এক অস্থিরতার বলয়কে উপেক্ষা করার সুযোগ নেই।

এখন কীভাবে এই ধাক্কাগুলো সামলানো যায় এবং কীভাবে গোটা অঞ্চলে স্থিতিশীলতা আনা যায়, সেটিই ভারতের নেতৃত্বের সামনে মূল প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

সাদা চোখে থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা আর কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষকে ততটা গুরুতর মনে নাও হতে পারে। কিন্তু ভারত তার ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অধীনে দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত ১০ দেশ ও তাদের ৬০ কোটিরও বেশি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ছে।

নেপাল দিয়েই শুরু করা যাক। দেশটি দুই দশক আগে দীর্ঘ মাওবাদী বিদ্রোহের অবসান ঘটাতে যে উচ্চাভিলাষী সংবিধান প্রণয়ন করেছিল, তা টিকিয়ে রাখতেই তারা হিমশিম খাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল, বিতর্কিত ও ভঙ্গুর অবস্থায় আছে। পক্ষপাত, দুর্নীতি আর রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে স্থিতিশীলতার আশা বারবার ভেঙে পড়েছে। সম্প্রতি যেসব ভয়াবহ সহিংসতা ঘটেছে, তা আসলে এই গভীর অস্থিরতার লক্ষণ।

বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা আইনশৃঙ্খলা ঠিক রাখতে বা মানবাধিকারের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। যে অর্থনীতি কয়েক দশক ধরে বাংলাদেশের সাফল্যের গল্প ছিল, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্কনীতির কারণে সেটিও এখন টালমাটাল।

আরও পড়ুনভারত ‘তুমি রিয়েলিটি মাইন্যে ন্যাও’০৪ ডিসেম্বর ২০২৪

সাদা চোখে থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা আর কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষকে ততটা গুরুতর মনে নাও হতে পারে। কিন্তু ভারত তার ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অধীনে দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত ১০ দেশ ও তাদের ৬০ কোটিরও বেশি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ছে।

এই অঞ্চলের যে কোনো অশান্তি সেই প্রচেষ্টাকে জটিল করে তুলবে। তাছাড়া থাইল্যান্ড বহুদিন ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে। যদি এর প্রতিষ্ঠানগুলো দুর্বল হয় কিংবা বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শান্তি-প্রচেষ্টা সত্ত্বেও কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের বিরোধ আরও বেড়ে যায়, তাহলে ভারতের ইন্দো-প্যাসিফিক করিডরের স্বপ্নই ভেঙে পড়তে পারে।

পাকিস্তানকে ‘চিরকালীন সংকটে থাকা দেশ’ বলা হয়তো কঠিন শোনায়, কিন্তু দুঃখজনকভাবে এটিই বাস্তবতা। সেখানে বারবার বেসামরিক সরকারকে দুর্বল করা হয়েছে। যেমন, ২০২২ সালে ইমরান খানের নির্বাচিত সরকার সেনাবাহিনীর ইশারায় ক্ষমতাচ্যুত হয়েছে। রাজনীতি রক্তক্ষয়ী খেলায় পরিণত হলে চরমপন্থীরা মাথা তোলে, আর নাজুক অর্থনীতি সেই প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। পাকিস্তানে সেটিই দেখা গেছে।

আরও পড়ুননেপালের গণ–অভ্যুত্থান ভারতের মাথাব্যথা বাড়াল১২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের দৃষ্টিতে পাকিস্তানের এই সংকট শুধু অভ্যন্তরীণ নয়। এগুলো প্রায়ই কাশ্মীর সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ায়, আঞ্চলিক শান্তির সম্ভাবনা নষ্ট করে, এমনকি পারমাণবিক সংঘাতের শঙ্কাও তৈরি করে। ভারত যখন বাইরের দিকে তাকাতে চায়, এই স্থায়ী অস্থিতিশীলতা তখন ভারতকে উপমহাদেশের দাবার ছকে আটকে রাখে। এর সঙ্গে পাকিস্তান-চীন জোট মিলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এটি নিকট ভবিষ্যতে বদলানোর সম্ভাবনা কম।

এসব ঘটনা মিলিয়ে যে বড় প্রবণতা স্পষ্ট হচ্ছে, তা হলো: ভারতের চারপাশে গণতন্ত্র পিছিয়ে পড়েছে। প্রতিবেশি দেশগুলোতে সংবিধান বারবার বদলানো হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদালতকে ব্যবহার হচ্ছে। দুর্বলতার সুযোগ নিয়ে অনেক সেনাপ্রধান রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। রাজনৈতিক নেতাদের কখনো কারাগারে পাঠানো হচ্ছে, কখনো নির্বাসনে ঠেলে দেওয়া হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে ভারতের জন্য এ প্রবণতা মোকাবিলা করা জরুরি। আর এখন আরও দৃঢ় আঞ্চলিক কৌশল ছাড়া উপায় নেই। বাস্তবে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে সংকট দেখা দিলে ভারতই প্রথম ভরসা। তবে যখন কোনো দেশ মনে করে তাদের ভারতের সাহায্য দরকার নেই, তখন তারা ভারতের নিরাপত্তা উদ্বেগকেও গুরুত্ব দেয় না।

আরও পড়ুননেপালের অভ্যুত্থান নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যা বয়ান হাজির করছে১৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতের চারপাশের অশান্ত পরিস্থিতিই যথেষ্ট কঠিন। তার ওপর বৈশ্বিক প্রেক্ষাপট আরও অনিশ্চয়তা যোগ করছে। ট্রাম্পের দক্ষিণ এশিয়া নীতি এতটাই খামখেয়ালি যে, ছোট দেশগুলো এখন নিরাপদ থাকতে বিকল্প পথ খুঁজছে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় পর্যন্ত প্রশ্ন উঠছে—চীন যখন শক্তি প্রদর্শন করছে আর মার্কিন নিরাপত্তার ছাতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে, তখন কি তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটা উচিত না?

ভারত যদিও এ ঝড়ের মুখে দৃঢ় থেকেছে, তবুও আঞ্চলিক টানাপোড়েন আর ট্রাম্পসৃষ্ট অস্থিরতা ভারতের বহুদিনের কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রাখাকে কঠিন করে তুলছে। এখন ভারতের কাজ শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করা নয়, বরং সম্পর্কের কৌশলগত, প্রযুক্তিগত ও অর্থনৈতিক মূল ভিত্তি ধরে রাখা। পাশাপাশি আচমকা মার্কিন নীতি পরিবর্তনের ধাক্কা সামলানোর প্রস্তুতি নেওয়াও দরকার।

ভারত দক্ষিণ এশিয়ায় আধিপত্য চায় না। তার লক্ষ্য হলো এমন একটি অন্তর্ভুক্তিমূলক, নীতিনির্ভর ও সংযুক্ত অঞ্চল গড়ে তোলা যেখানে অতীতের বারবারের সংকট সরে যাবে এবং সে জায়গায় ভবিষ্যতের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।

নিরুপমা রাও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব এবং চীন ও যুক্তরাষ্ট্রে ভারতের সাবেক রাষ্ট্রদূত

সত্ত্ব: প্রজেক্ট সিন্ডিকেট। ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: সারফুদ্দিন আহমেদ

সম্পর্কিত নিবন্ধ

  • প্রতিবেশী দেশগুলো অস্থির, ভারত এখন কী করবে