চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে, তা সবার জানা।

টুর্নামেন্টে অংশ নিতে গত শনিবার মধ্যপ্রাচ্যের শহরটিতে পা রেখেছে ভারতীয় দল। আগামী বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান।

বাংলাদেশ ম্যাচ সামনে রেখে গত রবি ও সোমবার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করেছে ভারতীয় দল। যেহেতু নাজমুল–তাসকিন–মুশফিকদের বিপক্ষে ম্যাচটা দিবা–রাত্রির, তাই গতকালের অনুশীলন সেশন হয়েছে ফ্লাডলাইটের আলোয়।

সেই অনুশীলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বেশ ভুগিয়েছেন অখ্যাত এক ফাস্ট বোলার। নাম তাঁর আওয়াইস খান। স্থানীয় এই বোলার নেটে রোহিতকে এতটাই ঝামেলায় ফেলেছেন যে রোহিত তাঁর গুণমুগ্ধ হয়ে গেছেন। কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় ভারতকে তৃতীয়বারের মতো নেতৃত্ব দিতে যাওয়া রোহিত এটাও মজা করে বলেছেন, আওয়াইস তাঁর পা ভেঙে ফেলার চেষ্টা করেছেন।

অনুশীলন শেষে আওয়াইসের সঙ্গে দেখা করে রোহিত বলেছেন, ‘দারুণ বোলার। তুমি তো ইনসুইংগিং ইয়র্কার দিয়ে আমার জুতা.

..পা ভাঙার চেষ্টা করেছ। এটা অনেক বড় ব্যাপার। তোমরা আমাদের প্রস্তুতি নিতে অনেক সাহায্য করেছ। খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।’

এ সময় আওয়াইস বলেন, ‘আপনার বিপক্ষে বল করে আমিও মজা পেয়েছি।’

বৈশ্বিক টুর্নামেন্টে ইনসুইংগিং ইয়র্কারে রোহিতকে অতীতেও বেগ পেতে হয়েছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের মোহাম্মদ আমিরের এ ধরনের ডেলিভারিতে এলবিডব্লু হন রোহিত। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপেও শাহিন আফ্রিদির একই ধরনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন রোহিত শর্মা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ