বাংলাদেশ ম্যাচের আগে রোহিতের পা ভাঙার চেষ্টা করলেন যে বোলার
Published: 18th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে, তা সবার জানা।
টুর্নামেন্টে অংশ নিতে গত শনিবার মধ্যপ্রাচ্যের শহরটিতে পা রেখেছে ভারতীয় দল। আগামী বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান।
বাংলাদেশ ম্যাচ সামনে রেখে গত রবি ও সোমবার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করেছে ভারতীয় দল। যেহেতু নাজমুল–তাসকিন–মুশফিকদের বিপক্ষে ম্যাচটা দিবা–রাত্রির, তাই গতকালের অনুশীলন সেশন হয়েছে ফ্লাডলাইটের আলোয়।
সেই অনুশীলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বেশ ভুগিয়েছেন অখ্যাত এক ফাস্ট বোলার। নাম তাঁর আওয়াইস খান। স্থানীয় এই বোলার নেটে রোহিতকে এতটাই ঝামেলায় ফেলেছেন যে রোহিত তাঁর গুণমুগ্ধ হয়ে গেছেন। কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় ভারতকে তৃতীয়বারের মতো নেতৃত্ব দিতে যাওয়া রোহিত এটাও মজা করে বলেছেন, আওয়াইস তাঁর পা ভেঙে ফেলার চেষ্টা করেছেন।
অনুশীলন শেষে আওয়াইসের সঙ্গে দেখা করে রোহিত বলেছেন, ‘দারুণ বোলার। তুমি তো ইনসুইংগিং ইয়র্কার দিয়ে আমার জুতা.
এ সময় আওয়াইস বলেন, ‘আপনার বিপক্ষে বল করে আমিও মজা পেয়েছি।’
বৈশ্বিক টুর্নামেন্টে ইনসুইংগিং ইয়র্কারে রোহিতকে অতীতেও বেগ পেতে হয়েছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের মোহাম্মদ আমিরের এ ধরনের ডেলিভারিতে এলবিডব্লু হন রোহিত। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপেও শাহিন আফ্রিদির একই ধরনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন রোহিত শর্মাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫