সড়কের পাশের একটি বাড়ির দেওয়াল ঘেঁষা ফুটপাতে দুই নারী–পুরুষকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে এক যুবক। কোপ থেকে বাঁচতে পুরুষ বাঁ দিকে এবং নারী ডান দিকে সরে যান। হামলাকারী এবার বাম দিকে ছুটে গেলে পুরুষটি আবার পেছনে ফিরে আসেন। এবার নারী গিয়ে তাঁর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে কোপ থেকে বাঁচানোর চেষ্টা চালান। দুজনের ভয়ার্ত চিৎকার শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় এই দৃশ্য। পুরো সময় এক যুবক হামলাকারীকে সহায়তা করেন। ভয়ংকর এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরায়।

পরে জানা যায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রিকশাকে ধাক্কা দেওয়া এক যুবককে ‘ঝামেলা’ করতে নিষেধ করায় ওই দম্পতির ওপর এমন আক্রমণ চালায় সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন মেহেবুল হাসান ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার ইপ্তি। তাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে প্রকাশ্যে সন্ত্রাসীদের এমন বেপরোয়া কর্মকাণ্ড দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন, উত্তরার মতো অভিজাত এলাকার সড়কে যদি নিরাপত্তার এই হাল হয়, তাহলে মানুষ চলাফেরা করবে কীভাবে? এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নগরে নিরাপত্তা ব্যবস্থায় কতটা ফাঁক–ফোকর রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.

) জাহাঙ্গীর আলম চৌধুরী এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। কেউ অপরাধ করার পর যদি আমরা অ্যাকশনে না যায়, তখন বলতে পারতেন যে আমরা কাজ করছি না। কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য, ছিনতাই আগের চেয়ে কমেছে। তবে সহনীয় পর্যায়ে আসেনি।
 
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, দম্পতির ওপর হামলার ঘটনায় অন্তত সাতজন জড়িত ছিল। তাদের মধ্যে দুজনকে উপস্থিত লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলো– মোবারক মিয়া ও রবি রায়। পরে গতকাল আলফাজ নামে আরেকজনকে রাজধানীর আবদুল্লাহপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই আলফাজই দম্পতিকে কুপিয়েছিল। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। সোমবার গ্রেপ্তার দুজনকে গতকাল এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এজাহারের বর্ণনা থেকে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উত্তরার আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা সেরে বাসায় ফিরছিলেন মেহেবুল ও ইপ্তি। পথে উত্তরা–৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ১০ নম্বর বাসার সামনে পৌঁছালে ঘটনার সূত্রপাত হয়। তখন তিনজন দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে দ্রুতগতিতে এলোমেলোভাবে চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে মোবারক হোসেনের মোটরসাইকেল সামনে থাকা রিকশাকে ধাক্কা দিলে যাত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। রিকশার পেছনে থাকা ভুক্তভোগী দম্পতি তাদের ঝামেলা করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত সন্ত্রাসীরা তাদের মারধর শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত সজিব মোবাইল ফোনে কল করে তার সহযোগীদের ঘটনাস্থলে আসতে বলে। আনুমানিক ১০ মিনিট পর ৪–৫ জন সন্ত্রাসী রামদাসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে ধারাল অস্ত্র দিয়ে মেহেবুলকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় ইপ্তি তাঁর স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে।
 
আহত দম্পতি ভাটারার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তারা বাড্ডার আফতাবনগর এলাকায় থাকেন।

ঘটনাস্থলের পাশে থাকা ফ্লেক্সিলোড ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসীদের মোটরসাইকেল একটি রিকশায় ধাক্কা দিলে আরোহী দুই নারী–পুরুষ নেমে প্রতিবাদ করেন। তখন পাশে মোটরসাইকেলে থাকা অপর দম্পতিও এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সন্ত্রাসীরা ফোন করে তাদের সহযোগীদের ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে পথচারীসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই সন্ত্রাসীকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে তারা পুলিশের হাতে সন্ত্রাসীদের তুলে দিতে রাজি হননি। পরে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

অবশ্য কয়েকজন অভিযোগ করেছেন, জনতা সন্ত্রাসীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলেও প্রথমে পুলিশ তাদের নিতে গড়িমসি করেছে। 

ঘটনাস্থলের অদূরে ভ্যানে সবজি বিক্রি করেন রাসেল। তিনি বলেন, শুরুতেই সন্ত্রাসীদের আটক করলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। আশপাশের বাড়ির দারোয়ানরা এ দৃশ্য দেখেও প্রথমে এগিয়ে আসেননি। এ ঘটনায় উত্তরার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।

এদিকে ভাইরাল হওয়া ভিডিও দেখে লোকজন উত্তরাসহ দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেইসঙ্গে প্রশংসায় ভাসছেন সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের মুখে স্বামীকে বাঁচানোর চেষ্টা চালানো ইপ্তি। সবাই তাঁর সাহসকে সাধুবাদ জানিয়েছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর উপস থ ত ল কজন

এছাড়াও পড়ুন:

জুমার দিনের করণীয় ও বর্জনীয়

জুমার দিন—মুসলমানদের জন্য এক বিশেষ বরকতময় দিন।

এটি শুধু সাপ্তাহিক নামাজের দিন নয়, বরং আত্মশুদ্ধি, সামাজিক সংহতি ও আল্লাহর সান্নিধ্য লাভের মহান সুযোগ।

নবীজি (সা.) বলেছেন—“জুমার দিনই দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এ দিনেই আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এ দিনেই জান্নাতে প্রবেশ করেছেন, এবং এ দিনেই পৃথিবীতে প্রেরিত হয়েছেন।” (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)

অতএব, জুমা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি ইসলামি সভ্যতার একটি কেন্দ্রবিন্দু।

এই দিনে কিছু কাজকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে, আবার কিছু কাজ থেকে কঠোরভাবে বারণ করা হয়েছে।

আরও পড়ুনইসলামোফোবিয়া মোকাবিলায় মুসলিম নারীর করণীয়২৬ আগস্ট ২০২৫জুমার দিনের করণীয়

১. গোসল করা

নবীজি (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তমভাবে পবিত্রতা অর্জন করে, তারপর মসজিদে আসে, নীরবে খুতবা শোনে ও নামাজ পড়ে, তার এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)

জুমার দিনের এই গোসল বিশেষ ইবাদত হিসেবে গণ্য হয়।

২. পরিচ্ছন্ন পোশাক ও সুগন্ধি ব্যবহার

জুমার নামাজে যাওয়ার আগে মুসলমানকে সুন্দর পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে।

নবীজি (সা.) বলেছেন, “জুমার দিনে তোমাদের জন্য সুন্দর পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা উত্তম।” (মুসনাদে আহমদ, হাদিস: ১৫২৪৮)

এটি সামাজিক মর্যাদা ও আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক।

৩. তাড়াতাড়ি মসজিদে যাওয়া

জুমার নামাজে আগে পৌঁছানোর জন্য বড় ফজিলত রয়েছে।

নবীজি (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রথম ঘণ্টায় জুমার জন্য যায়, সে যেন উট কোরবানি করল; দ্বিতীয় ঘণ্টায় গেলে গরু কোরবানি করল; তৃতীয় ঘণ্টায় গেলে ভেড়া কোরবানি করল; চতুর্থ ঘণ্টায় গেলে মুরগি কোরবানি করল; আর পঞ্চম ঘণ্টায় গেলে ডিম দান করল।” (সহিহ বুখারি, হাদিস: ৮৮১)

অর্থাৎ, যত আগে যাবে, তত বেশি সওয়াব।

৪. খুতবা মনোযোগ দিয়ে শোনা

নবীজি (সা.) বলেছেন, “যে ব্যক্তি খুতবা চলাকালীন তার সঙ্গীকে বলে ‘চুপ করো’, সে-ও অনর্থক কথা বলল।” (সহিহ বুখারি, হাদিস: ৯৩৪)

খুতবা চলাকালীন কথা বলা, ফোন ব্যবহার করা বা অমনোযোগ হওয়া নিষিদ্ধ।

৫. সুরা কাহফ তেলাওয়াত করা

জুমার দিনে সূরা কাহফ পড়ার বিশেষ ফজিলত রয়েছে।

নবীজি (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত হয়ে যাবে।” (মুসতাদরাকে হাকিম, হাদিস: ৩৩৯২)

৬. দোয়া করা ও দরুদ পাঠ করা

জুমার দিনে এমন একটি সময় আছে, যখন দোয়া কবুল হয়।

নবীজি (সা.) বলেন, “জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যেখানে কোনো মুসলমান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই কবুল করেন।” (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫)

অনেক আলেমের মতে, এই সময়টি আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

এছাড়া, জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার নির্দেশও এসেছে, “তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়।” (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৩১)

আরও পড়ুনপ্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল২২ আগস্ট ২০২৪জুমার দিনের বর্জনীয়

১. জুমার নামাজ ত্যাগ করা

নবীজি (সা.) কঠোরভাবে সতর্ক করেছেন, “যে ব্যক্তি অলসতা বা উদাসীনতার কারণে তিনটি জুমা ত্যাগ করে, আল্লাহ তার হৃদয় সিল করে দেন।” (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৫২)

অর্থাৎ, ইচ্ছাকৃতভাবে জুমা বাদ দেওয়া ইমানের জন্য ভয়ংকর বিপদ।

২. জুমা বাদ দিয়ে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকা

কোরআনে আল্লাহ বলেন, “হে মুমিনগণ! যখন জুমার আহ্বান দেওয়া হয়, তখন আল্লাহর স্মরণে ছুটে যাও এবং ক্রয়-বিক্রয় বন্ধ করো।” (সুরা আল-জুমা, আয়াত: ৯)

জুমার সময় ব্যবসা-বাণিজ্য, অনলাইন কেনাকাটা বা অন্য ব্যস্ততা বড় গোনাহ।

৩. উচ্চৈঃস্বরে কথা বলা

মসজিদে অন্যদের বিরক্ত করা, ফোনে কথা বলা, এমনকি নামাজের আগে অপ্রয়োজনে গল্প করা জুমার আদববিরোধী কাজ।

৪. খুতবার সময় চলাফেরা করা

খুতবা চলাকালে যেকোনো অযথা নড়াচড়া বা সামনে যাওয়া, নবীজি (সা.) বলেছেন, এতে “সওয়াব নষ্ট হয়।” (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৭)

৫. নামাজ শেষে গাফেল থাকা

জুমার পরপরই নামাজ বা দোয়া না করে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া উচিত নয়। আল্লাহ বলেন, “যখন নামাজ শেষ হবে, তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, কিন্তু আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো।” (সুরা জুমা, আয়াত: ১০)

অর্থাৎ, কাজ করবে ঠিকই, কিন্তু মনে যেন আল্লাহর স্মরণ থাকে।

জুমার দিনের তাৎপর্য

জুমা মুসলমানদের জন্য সামাজিক ঐক্যের প্রতীক। এদিনে মসজিদগুলোতে ধনী-গরিব, নেতা-জনতা, শিক্ষিত-অশিক্ষিত সবাই এক কাতারে দাঁড়ায়।

নবীজি (সা.) বলেছেন, “জুমার দিনে একবার নামাজ আদায় করা সাত দিনের গোনাহ মাফের সমান।” (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৬)

জুমার দিন আমাদের আত্মার পরিশুদ্ধি, সমাজের ঐক্য এবং আল্লাহর রহমত লাভের সোনালি সুযোগ।

এই দিনে গোসল, পরিষ্কার পোশাক, সময়মতো নামাজে যাওয়া, খুতবা শোনা, সূরা কাহফ পাঠ ও দোয়া করা—সবই মুসলিম জীবনের সৌন্দর্য বাড়ায়।

অন্যদিকে অলসতা, ব্যবসা, ও অমনোযোগিতা আমাদের ইমানকে দুর্বল করে।

অতএব, প্রতিটি মুসলমানের উচিত জুমাকে কেবল ছুটির দিন নয়, বরং “আত্মার নবজাগরণের দিন” হিসেবে পালন করা।

আরও পড়ুনসাহাবিদের প্রতি মহানবী (সা.)-এর শেষ উপদেশ০৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ