আট বছর পর ফিরেছে ‘চ্যাম্পিয়নস ট্রফি’। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে পাকিস্তান ও দুবাইয়ে বসবে তারার মেলা। আজ বুধবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টটির নবম আসর চলবে ৯ মার্চ ২০২৫ পর্যন্ত। এবার অংশ নিচ্ছে আটটি দেশ—বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এ উপলক্ষে প্রথম আলো ডটকম এবং টাইম জোনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ আয়োজন ‘ক্রিডেন্স ক্রিকেট জিনিয়াস’। যেখানে আটটি দেশের অসংখ্য তারকা–ক্রিকেটারের ভিড়ে উদীয়মান ও সম্ভাবনাময় পাঁচজন ক্রিকেটারের উত্থান এবং ক্রিকেটীয় জীবনের জানা-অজানা চমকপ্রদ তথ্য নিয়ে নির্মিত হবে পাঁচটি ভিডিও।

যেগুলো প্রকাশ হবে credencecricketgenius.

com ওয়েবসাইট, প্রথম আলো ডটকম, প্রথম আলো এবং টাইম জোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। পর্বগুলোর সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

আয়োজনটিতে থাকবে পাঠক–দর্শকদের অংশগ্রহণের সুযোগ। প্রতিটি পর্বের ওপর থাকবে পাঁচটি করে কুইজ। credencecricketgenius.com ওয়েবসাইটে ভিডিও প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে কুইজের উত্তর দিতে হবে। দ্রুততম সময়ে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে স্কোরের ভিত্তিতে প্রতি পর্বে ছয়জন করে বিজয়ী নির্বাচিত করা হবে। তাঁদের মধ্যে একজন পাবেন টাইম জোনের পক্ষ থেকে ক্রিডেন্সের আকর্ষণীয় হাতঘড়ি এবং বাকি পাঁচজন পাবেন আকর্ষণীয় গিফট ভাউচার।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলি—

১. ১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিক কুইজে অংশ নিতে পারবেন।

২. কুইজে অংশ নিতে credencecricketgenius.com ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার প্রোফাইল তৈরি করুন।

৩. অংশগ্রহণকারীর নাম অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে। অন্যথায় বিজয়ী হলেও পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

৪. কুইজের উত্তর দিতে হবে প্রতিটি পর্ব প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে।

৫. একটি প্রোফাইল দিয়ে প্রতিদিন একবারই কুইজে অংশ নেওয়া যাবে এবং একজন প্রতিযোগী পুরো আয়োজনে একবারই বিজয়ী হতে পারবেন।

৬. কুইজের উত্তর দেওয়ার সময় অন্য ট্যাবে গেলে স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যাবে, এবং পরবর্তী সময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না।

৭. চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫ চলাকালীন অনুষ্ঠিত হবে এ কুইজ প্রতিযোগিতা।

৮. প্রতিযোগিতা–সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

উল্লেখ্য, যে পাঁচ ক্রিকেটারের ওপর ভিডিও নির্মিত হবে, তাঁরা হলেন ভারতের শুভমান গিল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, আফগানিস্তানের নাভিন-উল-হক, ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং বাংলাদেশের নাহিদ রানা। পর্বগুলো গ্রন্থনা করছেন আরমান বিন কামাল।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: রিসার্চ ইন্টার্ন

পদসংখ্যা: একাধিক

যোগ্যতা: অর্থনীতি বা ডেভলপমেন্ট ইকোনোমিকসে ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।

বেতন: ১৫,০০০ টাকা

আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল১০ ঘণ্টা আগে

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ

৮ মে, ২০২৫।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
  • বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০