চাকরি বিধিমালা প্রণয়নের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ডিএমটিসিএল কর্মীদের
Published: 20th, February 2025 GMT
চাকরি বিধিমালার (সার্ভিস রুলস) দাবিতে কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা। তবে কর্তৃপক্ষের আশ্বাসে সেই কর্মসূচি প্রত্যাহার করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত প্রেস রিলিজ অনুযায়ী, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর কয়েক দফায় বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার ত্রুটিবিচ্যুতি সংশোধন সাপেক্ষে অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৫ হতে পরবর্তী ৩০ পঞ্জিকা দিনের (২২ মার্চ ২০২৫) মধ্যে আধুনিক ও বাস্তবসম্মত চাকুরিবিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দেন।’
সেখানে আরও বলা হয় ‘২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের প্রতি সম্মান প্রদর্শন করে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজটির কর্মসূচি স্থগিত করা হলো।’
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ‘আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিরবিচ্ছিন্নভাবে মেট্রোরেল সেবা চলমান থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে চাকরি বিধিমালা প্রণয়ন না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ২০২৫ ত র খ প রণয়ন
এছাড়াও পড়ুন:
বাবার মামলায় ছেলে গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারায় বাবা নুরুল ইসলামের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ছেলে বিপ্লব হোসেন (৩৫)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ভেড়ামারা থানায় মামলা করেন তিনি।
মামলায় নুরুল ইসলাম অভিযোগ করেছেন, জুয়ার টাকার জন্য বিপ্লব হোসেন তাকে শারীরিক নির্যাতন ও একাধিকবার হত্যার চেষ্টা করেছেন।
নুরুল ইসলাম বলেন, ‘‘বিপ্লব আমার বড় ছেলে। সে মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত। জুয়ার টাকার জন্য দীর্ঘদিন ধরে সে আমাকে ও আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে আসছিল।’’
আরো পড়ুন:
‘মরণ রাস্তার মোড়ে’ সড়ক দুর্ঘটনা, বিক্ষোভ গরম রাজশাহী
গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
‘‘গত বছরের ২ নভেম্বর বিপ্লব আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এছাড়া, প্রতারণার মাধ্যমে সে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। পরবর্তীতে সেই টাকা আমাকেই পরিশোধ করতে হয়েছে। সর্বশেষ গত সোমবার বিপ্লব আমাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।’’- যোগ করেন তিনি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘‘বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব