Samakal:
2025-05-01@05:01:12 GMT

নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত

Published: 20th, February 2025 GMT

নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত

‘জাকাত’ একটি আরবি শব্দ। এর আভিধানিক অর্থ: পবিত্রতা, প্রবৃদ্ধি, পরিশুদ্ধ ও প্রশংসা। পারিভাষিক অর্থে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির মালিকানায় থাকলে নির্দিষ্ট সময় পর ওই সম্পদের একটি অংশ শরিয়াহ কর্তৃক নির্ধারিত খাতে বিতরণ ও বণ্টন করাকে ‘জাকাত’ বলে। পবিত্র রমজান নিকটবর্তী হলে বাংলাদেশে একটি ভিন্ন আবহ তৈরি হয়। ইসলাম প্রতিপালনে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। মসজিদগুলোতে যেমন নামাজির সংখ্যা বাড়ে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন পরিবেশ তৈরি হয়। রমজানে অর্থনীতিতে জাকাতের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও জাকাতের লেনদেন বছরের যে কোনো সময়ে করা যায়, তবুও অঘোষিতভাবে রমজানে দাতা ও গ্রহীতা জাকাত অনুশীলন বেশি করে থাকেন। ইসলামের জাকাত ব্যবস্থায় দারিদ্র্য দূরীকরণের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে, যা ইতিহাসে একটি সুফলদায়ক নীতি বলে প্রমাণিত। বাংলাদেশের অধিবাসীদের ৯০ শতাংশ মুসলমান হওয়া সত্ত্বেও এখানে জাকাত আদায় ও বিতরণ সঠিকভাবে হচ্ছে না। ব্যক্তি পর্যায়ে অনেকে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে জাকাত প্রদান করলেও দারিদ্র্য বিমোচনে জাকাতের কোনো ভূমিকা রয়েছে বলে প্রতিভাত হচ্ছে না। 

জাকাতের তাৎপর্য সবার কাছে তুলে ধরা এবং জাকাত তহবিল সংগ্রহ করে তা বঞ্চিত মানুষের প্রয়োজনে প্রাতিষ্ঠানিকভাবে বিতরণ ব্যবস্থাপনার কাজ করছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট-সিজেডএম।
ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জাকাত তহবিল দক্ষ ব্যবস্থাপনার সঙ্গে ব্যবহার করে উপযুক্ত ব্যক্তি ও পরিবারের কাছে পৌঁছে দিয়ে তাদের সার্বিক কল্যাণে কাজ করার জন্য সিজেডএমকে দায়িত্ব দিয়েছে। এ সংস্থা তাদের প্রদত্ত তহবিল ব্যবহার করে বিভিন্ন দরিদ্রবান্ধব প্রকল্প বাস্তবায়ন করছে। সিজেডএম ২০০৮ সাল থেকে বিগত ১৬ বছরে ১৭ লাখের অধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিভিন্ন সহযোগিতা প্রদান করতে পেরেছে। জাকাত ব্যবস্থাপনার ক্ষেত্রে সিজেডএম শরিয়াহ ও আধুনিক ব্যবস্থাপনার ধ্যান-ধারণাকে সমন্বিত করে নতুন কৌশল অনুসরণ করছে। জাকাত প্রাপকদের বাছাই করার জন্য ভিত্তিজরিপ পরিচালনা, গ্রুপভিত্তিক ঘূর্ণায়মান তহবিল গঠন, তত্ত্বাবধান ও মনিটরিং, কারিগরি প্রশিক্ষণ প্রদান, যৌথ ব্যবসা, উদ্যোক্তা তৈরি, ঋণমুক্ত করা, মানব সম্পদের উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ, স্বাস্থ্য পরিষেবা প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, জাকাত বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহি, জাতীয় নীতির সঙ্গে সমন্বয়করণ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিজেডএম প্রতিবছর জাকাত ফেয়ারের আয়োজন করে। বিগত বছরগুলোতে বহু দর্শক-শ্রোতার অংশগ্রহণ এবং তাদের আগ্রহ-উদ্দীপনা সিজেডএমকে এ আয়োজনে অনুপ্রাণিত করেছে। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনি ও রোববার ঢাকার গুলশান-তেজগাঁও লিঙ্ক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে এ জাকাত ফেয়ার অনুষ্ঠিত হবে। 
বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বিগত পাঁচ দশকে এ দেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি সাধন করলেও লাখ লাখ বঞ্চিত মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা রূপায়ণে জাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সে জন্য জাকাত ফেয়ারের এবারে প্রতিপাদ্য: নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত। নতুন বাংলাদেশ সেই স্বপ্নের দেশ, যেখানে অর্থনৈতিক বৈষম্য নেই এবং প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত। এ পরিবর্তনের অন্যতম চাবিকাঠি হতে পারে জাকাত। এখন দরকার দারিদ্র্য ও বৈষম্য নির্মূলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

বাংলাদেশে বর্তমানে এক লাখ কোটি টাকার জাকাত আদায়ের সুপ্ত সম্ভাবনা রয়েছে। এই টাকা বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের প্রায় ১২.

৫৫% এবং উন্নয়ন ব্যয়ের প্রায় ৩৬.১৪%। যদি এক লাখ কোটি টাকা জাকাত সঠিকভাবে ব্যবহৃত হতো, এই অর্থ দিয়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা যেত; কেউ না খেয়ে থাকত না। জাকাত সঠিকভাবে ব্যবহৃত হলে 
গৃহহীনদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা যেত, যাতে প্রত্যেকের মাথার ওপর ছাদ থাকবে। মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা যাবে, যাতে চিকিৎসার অভাবে কেউ কষ্ট পাবে না। 

ওয়েছ খান নূর সোহেল: সহকারী মহাব্যবস্থাপক, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) 
weis.khan@czm-bd.org  

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ তহব ল

এছাড়াও পড়ুন:

নোয়াখালীর কৃষকেরা কেন হাইব্রিড ধানবীজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন

দুই একর জমিতে জিংকসমৃদ্ধ ব্রি-৭৪ জাতের ধান চাষ করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা এলাকার কৃষক মো. মোস্তফা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি উদ্ভাবিত এই জাতের প্রতি হেক্টরে ফলন হয়েছে ৯ দশমিক ২৩ মেট্রিক টন, যা বাজারে থাকা যেকোনো হাইব্রিড ধানের চেয়ে বেশি।

নিজের খেতে চোখজুড়ানো সোনালি ধান দেখে অনেক বেশি উচ্ছ্বসিত কৃষক মোস্তফা। কারণ, বাজার থেকে কেনা হাইব্রিড ধান থেকে বীজ করা যায় না। কিন্তু ব্রি উদ্ভাবিত এই ধান থেকে অনায়াসে বীজ তৈরি করতে পারবেন তিনি। এতে থাকবে না বীজ কেনা নিয়ে দুশ্চিন্তা। সেই সঙ্গে ধানগুলো জিংকসমৃদ্ধ হওয়ায় পরিবারের জিংকের ঘাটতিও দূর হবে। মোস্তফা বলেন, আগামী দিনে তিনি আরও বেশি পরিমাণ জমিতে এই ধান চাষ করবেন।

মোস্তফার মতো একই এলাকার আরেক কৃষক ওমর ফারুকও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান ব্রি-৯২ চাষ করেছেন দুই একর জমিতে। বীজ ও সারসহ এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে ৬২ হাজার টাকা। খেতের ধান এরই মধ্যে পাকা শুরু করেছে। ফলনের যে অবস্থা দেখছেন, তাতে মনে হচ্ছে, একরে ফলন হবে কমপক্ষে ১৭০ মণ। যার বাজারমূল্য দেড় লাখ টাকার বেশি।

ওমর ফারুকের খেতে ব্রির এই উচ্চ ফলনশীল ধানের আবাদ দেখে এরই মধ্যে আশপাশের এলাকার অনেক কৃষক যোগাযোগ করেছেন বীজ নেওয়ার জন্য। কারণ, তাঁরা হাইব্রিড চাষ করে ঝুঁকিতে পড়তে চান না। নিজের বীজে নিজেই স্বয়ংসম্পন্ন হতে চান। তাই ওমর ফারুক ঠিক করেছেন, উৎপাদিত ধান থেকে ২৫ মণ রেখে দেবেন বীজের জন্য। এই বীজ বিক্রি করে বাড়তি আয় হবে তাঁর।

শুধু কৃষক হাজি মোস্তফা কিংবা ওমর ফারুকই নন, নোয়াখালীর সুবর্ণচরসহ জেলার বিভিন্ন উপজেলার কৃষকেরা চলতি বোরো মৌসুমে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে সফলতার মুখ দেখেছেন। পাচ্ছেন হাইব্রিড ধানের চেয়েও বেশি ফলন। এর মধ্যে মোহাম্মদপুর গ্রামের কৃষক মাহফুজা বেগম ও আশরাফ হোসেন দম্পতির খেতে চাষ করা ডায়াবেটিক রোগীদের সহনীয় ব্রি-১০৫ জাতের ধানের ফলন পাওয়া গেছে হেক্টরপ্রতি ৮ দশমিক ২ টন, যা বাজারের হাইব্রিড বীজের সমান। এই ধানেরও বীজ সংরক্ষণ করতে পারবেন কৃষকেরা।

চলতি বোরো মৌসুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহত্তর নোয়াখালী অঞ্চলে নতুন জাতের ব্রি ধানের ৪৯০টি প্রদর্শনী খামার করেছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে এসব প্রদর্শনীতে ব্রি উদ্ভাবিত ৮ জাতের ধান চাষ করা হয়েছে। এই জাতের ধানগুলো উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী এবং বিভিন্ন পুষ্টিগুণসমৃদ্ধ।

কৃষকেরা জানান, এত দিন তাঁরা বাজার থেকে বিভিন্ন কোম্পানির হাইব্রিড ও দেশীয় উফশী (উচ্চ ফলনশীল) জাতের ধানের বীজ কিনে আবাদ করে আসছেন। এবার এসবের বাইরে ব্রি উদ্ভাবিত উফশী ২৮, ২৯, ৫০ ও ৫৫ ধান আবাদ করেছেন অনেকে। এর মধ্যে হাইব্রিড বীজের প্রতি কেজির দাম ৩৫০ থেকে ৫০০ টাকা। আর ব্রির উফশী ধানের বীজ ৫০-১০০ টাকায় পাওয়া যায়। এর মধ্যে প্রতি একর জমিতে চাষ করতে হাইব্রিড ধানের বীজ লাগে ৬ কেজি এবং উফশী জাতের বীজ লাগে ১০ কেজি। এসব বীজের মধ্যে হাইব্রিড প্রতি একরে উৎপাদন হয় ৯০ মণ, উফশী (উচ্চ ফলনশীল) ব্রি-২৮, ২৯, ৫০ ও ৫৫ উৎপাদন হয় ৭০-৭৫ মণ।

পিকেএসএফের কৃষি ইউনিট পরিচালিত সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষিবিদ শিবব্রত ভৌমিক প্রথম আলোকে বলেন, নোয়াখালী অঞ্চলের ৯৫ শতাংশ কৃষক বোরো মৌসুমে মূলত বাজারের হাইব্রিড ধানের ওপর নির্ভর থাকেন। আর দেশীয় উদ্ভাবিত ব্রি ধান জাত আবাদ করেন মাত্র ৫ শতাংশ কৃষক। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, হাইব্রিড ধান রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে বেশি। এতে অনেক কৃষকই লোকসানের মুখে পড়ছেন। তবে এ ক্ষেত্রে ব্রি উদ্ভাবিত নতুন ব্রি-ধানগুলোর ফলন হাইব্রিডের মতো ফলন দেয় এবং কিন্তু রোগবালাই নেই বললেই চলে। এতে কৃষকের খরচ কমে। লাভ হয়, আর বীজও থাকে নিজের হাতে।

ব্রির উচ্চফলনশীল জাতের নতুন জাতের ধান চাষের কথা বলতে গিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মীরা রানী দাশ প্রথম আলোকে বলেন, ব্রি-উদ্ভাবিত বিভিন্ন পুষ্টিগুণসমৃদ্ধ ধানগুলো চাষাবাদে কৃষকদের মধ্যে তাঁরা ব্যাপক আগ্রহ লক্ষ করছেন। এর প্রধান কারণ হলো, এসব ধান চাষ করলে একদিকে পুষ্টির ঘাটতি পূরণ হবে, অন্যদিকে কৃষকেরা নিজেরা নিজেদের বীজ সংরক্ষণ করতে পারবেন। তা ছাড়া ব্রি উদ্ভাবিত এসব ধানে রোগবালাইয়ের আক্রমণ হাইব্রিডের তুলনায় কম এবং ফলন হাইব্রিডের সমান কিংবা ক্ষেত্রবিশেষে হাইব্রিড থেকেও বেশি।

এ বিষয়ে ব্রির ফেনীর সোনাগাজীর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্রি এ পর্যন্ত ১১৫টি জাত আবিষ্কার করেছে। আগে আমাদের উদ্দেশ্য ছিল খাদ্যের অভাব দূর করা, ফলন বাড়ানো। বর্তমানে আমাদের উদ্দেশ্য খাদ্য ও পুষ্টির নিরাপত্তা। খাবার যাতে পুষ্টিমানসম্পন্ন হয়। অধিকাংশই আমিষ ও ভিটামিনের উৎস মাছ, মাংস, ডিম এবং ফলমূল। কিন্তু এসব সবাই কিনে খেতে পারেন না। যেহেতু ভাত প্রধান খাদ্য, এখন আমাদের যে জাতগুলো, এগুলো উদ্ভাবনে পুষ্টির দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে।’ নতুন জাতগুলো পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করবে, সেই সঙ্গে হাইব্রিডের প্রতি নির্ভরতা কমাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করছেন।

সম্পর্কিত নিবন্ধ