নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশিদের সঙ্গে সংঘর্ষে কামাল বেপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। নিহত কামাল ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং বর সুমন বেপারীর চাচা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী গান বাজনা করতে নিষেধ করেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয়, একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হয়।

এ ব্যাপারে চেষ্টা করেও অভিযুক্ত সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারীর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ স ঘর ষ

এছাড়াও পড়ুন:

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।

সম্পর্কিত নিবন্ধ