মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। কিন্তু চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর চীনবিরোধী আন্দোলনের তথ্য সংগ্রহ করার অভিযোগে চীনে ব্যবহৃত একাধিক চ্যাটজিপিটি অ্যাকাউন্ট বন্ধ করেছে ওপেনএআই।

ওপেনএআইয়ের তথ্যমতে, নিষিদ্ধ অ্যাকাউন্টগুলো চ্যাটজিপিটি ছাড়া মেটার লামা মডেলসহ অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলও ব্যবহার করে। পাশাপাশি অ্যাকাউন্টগুলো ‘চিয়ান্যু ওভারসিজ পাবলিক ওপিনিয়ন এআই অ্যাসিস্ট্যান্ট’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে। সফটওয়্যারটি চীনের বিভিন্ন সংস্থা ও দূতাবাসের কর্মীদের কাছে সংগ্রহ করা নজরদারি তথ্য নিয়মিত পাঠিয়ে থাকে।

আরও পড়ুনচ্যাটজিপিটির দুই কোটি ব্যবহারকারীর লগইন তথ্য সংগ্রহের দাবি করেছে এক হ্যাকার১৪ ফেব্রুয়ারি ২০২৫

ওপেনএআইয়ের নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে কোনো দেশের বা সংস্থার পক্ষে নজরদারি বা অনুমোদন ছাড়া পর্যবেক্ষণ করা নিষিদ্ধ। আর তাই চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর চীনবিরোধী আন্দোলনের তথ্য সংগ্রহ করায় অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

আরও পড়ুনচ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে২১ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সহজলভ্যতা বাড়ছে। তবে এআই মডেলগুলোও খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। চীন ইতিমধ্যে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচিতে বিপুল বিনিয়োগ করছে এবং দেশটির প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো মার্কিন প্রতিষ্ঠানগুলোর মতো দ্রুতগতিতে নিজস্ব উন্মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করছে।

সূত্র: লাইভমিন্ট

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ব যবহ র কর

এছাড়াও পড়ুন:

কড়া নজরদারি সুন্দরবন সীমান্তে

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জলসীমানা প্রায় দেড়শো কিলোমিটার। ভারতীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ সীমানা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি তৎপরতা নেওয়া হচ্ছে। খবর আনন্দবাজারের।

খবরে বলা হয়েছে, নদী ও বনভূমি এলাকায় সীমান্ত বরাবর বিএসএফ মোতায়েন আছে। ভাসমান বর্ডার আউটপোস্ট, বঙ্গোপসাগর অংশে কোস্ট গার্ডের নজরদারি চলছে। ড্রোন, সেন্সর ও ক্যামেরা, কিছু জায়গায় নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, পুলিশের তরফেও উপকূল এলাকায় দিনরাত নজরদারি চলছে।

উপকূল থানাগুলোর পক্ষ থেকে নদীপথে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। রাতেও উপকূলবর্তী এলাকাগুলিতে নজর রাখা হচ্ছে। নদীপথে কোনো জলযান দেখলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৎস্যজীবীদের পরিচয়পত্রও খতিয়ে দেখা হচ্ছে। নদী বা সমুদ্রে এখন মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা চলছে। মৎস্যজীবীদের জলযান চলাচল করার কথা নয়। তাই জলযান দেখলেই তল্লাশি চলছে। বাংলাদেশি জাহাজগুলোতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট বলেন, আগেও উপকূলবর্তী এলাকায় পুলিশের নজরদারি চলত। এখন বাড়তি জোর দেওয়া হচ্ছে। দু’বেলা নদী ও স্থলপথে পুলিশের টহল বৃদ্ধি পেয়েছে। নাকা চেকিং হচ্ছে। চলছে তল্লাশিও।

উত্তর ২৪ পরগনাতেও উপকূল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বেড়েছে জল ও স্থলসীমান্তে। জল, ভূমি ও আকাশে অত্যাধুনিক ইজ়রাইল রাডারের মাধ্যমে নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।

ইতোমধ্যে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতর জানিয়েছে, বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে পারে সশস্ত্র সংগঠনগুলো। ফলে সুরক্ষা বাড়াতে বিএসএফের তৎপরতা শুরু হয়েছে। বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত ৯৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে ৫০ কিলোমিটার জলসীমান্ত। স্থলসীমান্ত ৪৪ কিলোমিটার। সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদ
  • আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান
  • দ্বিপাক্ষিক কাজ করবে বেসিস-কোরিয়া
  • বৈদেশিক ব্যবসায় কাজ করবে বেসিস-কোরিয়া
  • বৈদেশিক ব্যবসায় বেসিস-কোরিয়া ডেস্ক
  • পাকিস্তানের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
  • চ্যাটজিপিটির এআই মডেল কি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ডেস্ক চালু করল বেসিস
  • ‘বিশ্বের নজরদারির মধ্যেই ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’
  • কড়া নজরদারি সুন্দরবন সীমান্তে