সান সেবাস্তিয়ানে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে থেমে গেল খেলা। রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজই খেলা থামালেন। কারণ, রিয়াল মাদ্রিদ অধিনায়ক ভিনিসিয়ুস জুনিয়র তাঁকে জানান, গ্যালারি থেকে রাউল আসেনসিওকে উদ্দেশ্য করে ‘আসেনসিও মরো’ স্লোগান শুনতে পেয়েছেন খেলোয়াড়েরা।

রেফারিকে তাই বাধ্য হয়েই স্পেনের ‘অ্যান্টি হেট প্রটোকল’ নিয়মের অধীনে খেলা থামাতে হলো। এরপর স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল একটি বার্তা, যেটা লাউডস্পিকারেও পাঠ করে শোনানো হলো দর্শকদের, ‘বর্ণবাদী, জাতিগত বিদ্বেষী ও অসহিষ্ণু স্লোগান দেওয়া যাবে না। দলকে সমর্থন দিন, প্রতিপক্ষকে সম্মান করুন।’

আরও পড়ুনপ্রতিপক্ষ কোচের ঘাড় ধরে জরিমানা গোনার পর গোল করে দলকে জেতালেন মেসি২৬ ফেব্রুয়ারি ২০২৫

রিয়ালের ২২ বছর বয়সী সেন্টারব্যাক আসেনসিও সাম্প্রতিক সময়ে স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে তাঁর বিরুদ্ধে দর্শকদের স্লোগান শুনছেন। কিন্তু সে জন্য ম্যাচে খেলা থামানোর ঘটনা এই প্রথম। তাঁর বিরুদ্ধে দর্শকদের খেপে ওঠার কারণ একটি পুলিশি মামলা। রিয়ালের বয়সভিত্তিক দলের দুজন খেলোয়াড় অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের আপত্তিকর ভিডিও করেছিলেন, যেটা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অভিযোগে মামলা এবং তদন্ত চলছে স্পেনের আদালতে আসেনসিওর বিরুদ্ধে।

এনদ্রিকের গোলে জিতেছে রিয়াল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ