Risingbd:
2025-11-03@14:04:14 GMT

এসইউবিতে নবীন বরণ অনুষ্ঠিত

Published: 28th, February 2025 GMT

এসইউবিতে নবীন বরণ অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) ফল-২০২৪ ও স্পিং-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ ‘মিট এ্যান্ড গ্রিট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউবি উপাচার্য প্রফেসর (মনোনীত) অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ সুচরিতা আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.

নওজিয়া ইয়াসমিন এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের এসইউবির মিশন, ভিশন, একাডেমিক নীতিমালা, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব কার্যক্রম, পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রক্টর সহকারী অধ্যাপক শাহ রেজা এম ফাহাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কবি আবদুল হাই বলেন, “সফলতা সহজে ধরা দেয় না। তার পেছনে দৌড়াতে হয়। অনেক কষ্টে তাকে আয়ত্তে আনতে হয়। সাফল্যের পেছনে ছুটতে ছুটতে এক সময় ক্লান্ত হয়ে যাবে, কিন্তু হার মানা যাবে না। দেখবে একটা সময় সাফল্য নিজে এসে তোমার দরজায় কড়া নাড়বে। নিজের ওপর বিশ্বাস রাখো, তা হলে তোমরা যা কিছু করতে চাও তাই করতে পারবে। এ সময় তিনি উদাহরণস্বরূপ শিক্ষার্থীদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফলতার গল্প তুলে ধরেন।’’

উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খান তার বক্তব্যে বলেন, “দেশের উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতীয় দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি শিক্ষার্থীদেরও সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গানসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’-এর সংগীত পরিবেশনা। অনুষ্ঠানের শেষ পর্বে সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হাসান কাউসার।

নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে, সকল বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন পর ব শ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • এ সপ্তাহের রাশিফল (১-৭ নভেম্বর)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত