রশিদ খান হাসছেন! আনন্দে নয়, সেটি ছিল অবিশ্বাসের হাসি। এই সহজ ক্যাচও তিনি ছাড়তে পারলেন! যেন নিজেও বিশ্বাস করতে পারছেন না। তা–ও যেনতেন কারও নয়, মিড অনে রশিদের হাত থেকে পড়েছে ট্রাভিস হেডের ক্যাচ। মানে, পরিণাম ভয়ংকর।

হয়েছেও সেটাই। পেসার ফজলহক ফারুকির করা পরের বলটিতেই হেড মেরেছেন ছক্কা। ৬ রানে জীবন পাওয়া হেড ৩৪ বলে করেছেন ফিফটি। তাঁর ঝড়ে প্রথম পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া করেছে ৯০ রান, যা টুর্নামেন্টের ইতিহাসেই সর্বোচ্চ।

২৭৪ রানের লক্ষ্য এমন শুরু করলে স্বাভাবিকভাবেই জয়ের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। ১২.

৫ ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেটে ১০৯ রান তুলে সেই পথেই ছিল। তবে সেই সময়ই নামা বৃষ্টি পরে আর ম্যাচের বাকিটা হতেই দেয়নি।

দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। তাতে অবশ্য অস্ট্রেলিয়ার কোনো ক্ষতি হয়নি। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে  পৌঁছে গেছে স্মিথের দলই।

কাল ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে তখন আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে সমান ৩। তবে রান রেটে দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশ পিছিয়ে থাকায় রশিদরাই হয়তো বাদ পড়ে যাবেন।আফগানিস্তানকে সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে কাল কমপক্ষে ২০৭ রানে হারতে হবে, যা প্রায় অসম্ভবই বলা যায়।

অথচ লাহোরে আজকের ম্যাচটা ছিল আফগানদের জন্য প্রতিশোধের মঞ্চ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার বড় সম্ভাবনা জাগিয়েও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসের কাছে হেরে গিয়েছিল আফগানিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফিতে আরও একটি ম্যাচ পরিত্যক্ত হলো

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’

মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।

দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ