Samakal:
2025-09-18@01:01:43 GMT

মানছেন ইন্টারনেটের ব্যাকরণ?

Published: 1st, March 2025 GMT

মানছেন ইন্টারনেটের ব্যাকরণ?

মানুষ জন্মস্বাধীন প্রাণী। তার মনের ভাবনা অপরিসীম। চাইলেই সেসব ভাবনা নিজের মধ্যে লালন করা যায় না। ভাবনা পর্যন্ত সীমাবদ্ধ থাকা যে শ্রেয়, একজন সাধারণ মানুষও সেটি বোঝেন। ধরুন আপনার মনে জাগতেই পারে, ডোনাল্ড ট্রাম্পের স্থানে আপনিই হবেন আমেরিকার প্রেসিডেন্ট। কিংবা আপনার মনে হতেই পারে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যথাযোগ্য প্রেসিডেন্ট নন। তাই তাঁকে সরিয়ে দি য়ে আপনি বা আপনার যোগ্য ব্যক্তিকে সেখানে বসাবেন। এই ভাবনার পক্ষে আপনি যুক্তি দেখাতে পারেন। রাজ্যের যুক্তি থাকতেই পারে আপনার কাছে। তাই বলে এর বাস্তবায়নে কোনো অনৈতিক কাজ আপনার ধারা হতে পারে না। শুধু তাই নয়, আপনার লেখার মাধ্যমে অন্যকেও উস্কানি দেওয়া যাবে না। 
ফেসবুক ও অবস্থান: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়, আলোচিত বা সমালোচিত যাই বলি না কেন, সবচেয়ে সেরা সোশ্যাল নেটওয়ার্ক যে ফেসবুক তা একবাক্যে সবাই স্বীকার করবে। ১৩ বছরের বেশি যে কেউ ফেসবুকে নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। নিজের ভাবনা শেয়ার করতে পারে। অন্যের ভাবনার ব্যাপারে মতামত দিতে পারে। কিন্তু আপনি পারেন না অন্যের মতামতের বিরুদ্ধে মারামারি করতে। অন্যের মতামত যদি আপনার পছন্দ না হয় তবে আপনি সেটি অস্বীকার করতে পারেন, বা সেই মতামত কেন আপনার পছন্দ নয়, সেই যুক্তি দিতে পারেন। এমনও হতে পারে, ওই ব্যক্তির জানা কম তাই সে অমনটাই ভাবছে। আপনি যদি তাঁকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে পারেন, তিনি আপনার যুক্তি মেনেও নিতে পারেন। তাই বলে প্রকাশ্যে হানাহানি নয়। ফেসবুকে একটি সংবাদ পেলেই এটির তথ্যসূত্র নিশ্চিত না হয়ে সেটি শেয়ার করা থেকে বিরত থাকাই শ্রেয়। তেমনি কোনো ঘটনা পুরোপুরি না জেনে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়াও উচিত নয়।
ব্লগিং: আপনি হয়তো শখের বশেই ব্লগিং শুরু করেছিলেন। কিন্তু সেটি এখন আপনার অস্তিত্বের প্রধান হাতিয়ার। তাই বলে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন না আপনার ব্লগের পাতায়। সুনির্দিষ্ট যুক্তি ছাড়া কিছু বলা কখনোই সেটি বুদ্ধিমানের কাজ হতে পারে না। 
সন্তুষ্টির পথে: অনলাইন জগতের ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কে আমাদের হতে হবে স্বাধীন, স্বেচ্ছাচারী নয়। আমাদের হতে হবে স্মার্ট, কিন্তু অযৌক্তিক কিছু নয়। জীবন সুন্দর আর উপভোগ্য করতে হলে আপনাকে থাকতে হবে নির্মল। u

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক আপন র মত মত

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ