Prothomalo:
2025-05-01@09:45:42 GMT

উদ্যানের আয়তন ২.৬ বর্গফুট

Published: 2nd, March 2025 GMT

ইট-পাথরের শহুরে জীবনে প্রকৃতির কাছে গিয়ে খানিকটা স্বস্তির নিশ্বাস নিতে উদ্যানের বিকল্প আর কী হতে পারে। উদ্যানের বেঞ্চে বসে বা হাঁটাচলা করে দারুণ কিছু সময় কাটিয়ে দেওয়া যায়। কিন্তু সেই উদ্যানের আয়তন যদি হয় মাত্র ২ দশমিক ৬ বর্গফুট!

ঠিকই শুনেছেন, জাপানের একটি আস্ত উদ্যানের আয়তন এমনই। মধ্য জাপানের শিজুওকা অঞ্চলের এই উদ্যান এখন বিশ্বের ক্ষুদ্রতম উদ্যান। উদ্যানটিতে বসার জন্য পাতা আছে একটি টুল। পাথরের ওপর কাঠের মোটা তক্তা দিয়ে টুলটি বানানো হয়েছে। টুলের চারপাশে আছে ক্ষুদ্র একটি ঝোপ। দূর থেকে ঝোপটিকে দেখে বনসাই মনে হবে। গাছকে বিশেষ প্রক্রিয়ায় ক্ষুদ্র রূপ দেওয়াকে বনসাই বলে। জাপানে বনসাই খুবই জনপ্রিয়।

জাপানের রাজধানী টোকিও থেকে ৬৮ মাইল দক্ষিণ-পশ্চিমের শহর নাগাইজুমি। শহরটির টাউন হল থেকে উদ্যানটি হাঁটাপথের দূরত্বে।

গত মঙ্গলবার নাগাইজুমির ওই খুদে উদ্যানের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠে।

এর আগে এই রেকর্ডের মালিক ছিল যুক্তরাষ্ট্রের অরিগনের পোর্টল্যান্ডের ‘মিল এন্ডস পার্ক’। নাগাইজুমির এক বাসিন্দা ছুটিতে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র উদ্যান সম্পর্কে জানতে পারেন। তখনই তাঁর মাথায় মিল এন্ডস পার্ক থেকেও ছোট উদ্যান তৈরির চিন্তা আসে।

ওই ব্যক্তির নাম শুজি কোয়ামা। তিনি নাগাইজুমির অবকাঠামো নির্মাণ বিভাগের একটি দলের প্রধান।

১৯৮৮ সালে উদ্যানটি তৈরি করা হয়। স্থানীয়রা তখন থেকেই সেটিকে সবচেয়ে ক্ষুদ্র উদ্যান বলতেন, কিন্তু সেটির আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি ছিল না।

পরে কর্তৃপক্ষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠাতে আনুষ্ঠানিকভাবে পার্কটির আয়তন মাপার ব্যবস্থা করেন।

কোয়ামা পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন, শেষ পর্যন্ত উদ্যানটি স্বীকৃতি পেয়েছে জেনে তিনি স্বস্তি বোধ করছেন। তিনি বলেন, ‘আমরা এলাকাবাসীর সঙ্গে মিলে এই উদ্যানের রক্ষণাবেক্ষণ চালিয়ে যেতে চাই। আমরা উদ্যানটিকে এমনভাবে সাজাতে চাই যেন সেটা আরও বেশি সামাজিক যোগাযোগবান্ধব হয়। আমরা চাই, এই উদ্যান দেখতে আরও অনেক মানুষ আমাদের শহরে আসুক।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন গ ইজ ম র কর ড

এছাড়াও পড়ুন:

জয়পুরহাটে পুকুর নিয়ে প্রভাবশালীদের সঙ্গে গুচ্ছগ্রামের বাসিন্দাদের দ্বন্দ্ব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গুচ্ছগ্রামের বাসিন্দারা প্রায় সাত বিঘা আয়তনের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। এ থেকে পাওয়া আয়ে তাঁদের সংসার চলে; গুচ্ছগ্রামের একমাত্র মসজিদ পরিচালনার ব্যয়ভারও বহন করা হয়। কিন্তু সম্প্রতি স্থানীয় ১১ জন প্রভাবশালী পুকুরটির মালিকানা দাবি করে সেখানে মাছ চাষে বাধা দিচ্ছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।

গুচ্ছগ্রামের লোকজনের দাবি, পুকুরটি খাস খতিয়ানভুক্ত। প্রভাবশালী ব্যক্তিরা ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরটি নিজেদের বলে দাবি করছেন। পুকুরের দখল না ছাড়লে লাশ পড়বে বলেও তাঁদের হুমকি দিয়েছেন। পুকুর নিয়ে ‘যন্ত্রণায়’ আছেন বলে জানিয়েছেন তাঁরা।

রায়কালী গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতির সদস্য আবদুল আলীম বলেন, ১৯৮৮ সালে গুচ্ছগ্রামটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় ১৯টি ভূমিহীন পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হয় এবং ২৪৪ শতক আয়তনের একটি খাস খতিয়ানভুক্ত পুকুর বন্দোবস্ত দেওয়া হয় মাছ চাষের জন্য। বর্তমানে সেখানে তিন শতাধিক মানুষ বাস করছেন। পুকুর থেকে আয় করা অর্থের একটি অংশ মসজিদের খরচে ব্যয় করা হয়।

আবদুল আলীম অভিযোগ করেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকার প্রভাবশালী মোজাহার আলী, মতিউর রহমান, আফের আলীসহ ১১ জন পুকুরটি নিজেদের দাবি করে মাছ চাষে বাধা দিচ্ছেন। তাঁরা ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরের মালিকানা দাবি করছেন এবং হুমকি দিচ্ছেন।

সমিতির সভাপতি রায়হান আলী সরদার বলেন, ‘আমাদের পুকুরটি ২৪৪ শতক। কিন্তু তাঁরা এখন এটিকে ৩৪৪ শতক দেখিয়ে মালিকানা দাবি করছেন। আমাদের গুচ্ছগ্রামের একজন বেঁচে থাকা পর্যন্ত পুকুর ছাড়ব না।’

অন্যদিকে মালিকানা দাবিদার রায়কালী গ্রামের বাসিন্দা মতিউর রহমান বলেন, ‘পুকুরটিতে আমার মালিকানা রয়েছে। আমি সেখানে মাছ চাষ করতাম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় আমাকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। এ নিয়ে মামলা চলছে।’

আক্কেলপুরের সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, পুকুরটি রায়কালী গুচ্ছগ্রামের দখলে আছে। এটি আগে এমআরআরসি হিসাবে খাসজমি ছিল। এখন ৭৬ শতক খাস রয়েছে। কীভাবে বাকি অংশ খাস থেকে বাদ পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, গুচ্ছগ্রামে ভূমিহীন লোকজন বাস করেন। তাঁদের জীবনমান উন্নয়নে খাস পুকুরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • জয়পুরহাটে পুকুর নিয়ে প্রভাবশালীদের সঙ্গে গুচ্ছগ্রামের বাসিন্দাদের দ্বন্দ্ব