সেইম সেইম বাট ডিফারেন্ট—বাক্যটি শুনেছেন নিশ্চয়! সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল পেজগুলোতে হরহামেশা পড়ছেনও। দুটি বিষয়ের মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও অনেক দিক থেকে মিল আছে বা ‘রিমেক’ করা হয়েছে, সাধারণত এ রকম কিছু বোঝাতে কথাটি ব্যবহার করা হয়।

২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউডের হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘বোম্বে টু ব্যাংকক’-এ ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নামে একটি গান আছে। পরের বছর একই নামে মুক্তি পায় একটি জার্মান চলচ্চিত্র। এ বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশে এই নামে মোশাররফ করিমের একটি নাটকও প্রচারিত হয়েছে।

তবে বেশির ভাগ ভাষাবিজ্ঞানীর ধারণা, বাক্যটি এসেছে থাইল্যান্ড থেকে। থাইয়েরা কথা বলার সময় এ ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করে থাকে, যেটিকে বলা হয় ‘টিংলিশ’। কারও কারও মতে, ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ কথাটির উৎপত্তি ভিয়েতনাম থেকে।

সে যা–ই হোক, খেলার খবরে ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নিয়ে এত আলোচনার কারণ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আরও স্পষ্ট করে বললে আইসিসি আয়োজিত চলমান ও সর্বশেষ ওয়ানডে টুর্নামেন্ট। এই দুই প্রতিযোগিতা ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপর পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে এই চার দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ