বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) সৈয়দ জামিল আহমেদের পদত্যাগপত্র গতকাল রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পৌঁছেছে। পদত্যাগপত্র নথিতে উপস্থাপন করা হলেও এ বিষয়ে গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, শিগগির তাঁর পদত্যাগপত্রে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুমোদন দেবেন। আজ সোমবার সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবে, পরে তা কার্যকর হতে পারে।

এদিকে, সৈয়দ জামিলের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সংস্কৃতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ডিজির অভিযোগ শুধু অসত্য নয়, তা ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ।
গত ৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে সৈয়দ জামিলকে দু’বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি গত শুক্রবার শিল্পকলা একাডেমির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ সময় তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার বিষয়ে কিছু অভিযোগ করেন। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৈয়দ জামিল পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করেননি। পরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু কারণ তুলে ধরেন। সেই বিজ্ঞপ্তিতে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের বিষয়ে কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য দেন। উপদেষ্টার বিষয়েও অসত্য, মনগড়া ও ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি ভিডিও নির্মাণের বিষয়ে চিঠিপত্র ছাড়া টাকা দেওয়ার জন্য চাপের বিষয়ে মহাপরিচালকের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানানো। গত ২০ থেকে ২১ ফেব্রুয়ারি প্যারিসের ইউনেস্কো সদরদপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠান হয়। সেখানে বিশেষ আমন্ত্রিত হয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশের পক্ষে ওই অনুষ্ঠানে মাতৃভাষা দিবসের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশের অবদান তুলে ধরে বিশেষভাবে নির্মিত একটি ১৫ মিনিটের ভিডিও ও একটি লাইভ প্রোগ্রাম উপস্থাপন করা হয়। ভিডিওটি নির্মাণের জন্য গত ২ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিকে একটি চিঠি দেওয়া হয়। চিঠির ২ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, মন্ত্রণালয়ের ৩৮ কোডের ‘সাংস্কৃতিক মঞ্জুরি-৩৮২১১১৫’ খাত থেকে বর্ণিত খরচের জন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দ করা হবে। উন্নত কারিগরি সহায়তা ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে ভিডিওটি নির্মাণের জন্য নিয়ম অনুযায়ী অগ্রিম কিছু টাকা নির্মাতাকে দেওয়ার অনুরোধ করা হলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক অসৌজন্যমূলক আচরণ করেন। বাজেট বরাদ্দ না দিলে টাকা দেওয়া হবে না মর্মে সংস্কৃতি উপদেষ্টার অনুরোধ নাকচ করেন মহাপরিচালক। অথচ মহাপরিচালক এর আগে সাধুমেলা অয়োজনের জন্য শুধু উপদেষ্টার মুখের কথায় প্রায় ৩৩ লাখ টাকার অনুষ্ঠান বাস্তবায়নের উদ্যোগ নেন। পরে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। সাধারণত জরুরি বিবেচনায় মন্ত্রণালয় তার দপ্তর সংস্থাগুলোর এ রকমভাবে কাজ এগিয়ে নেয়। তবে এবার আগেই চিঠি দেওয়া হয়েছিল। আগে এ ভিডিও নির্মাণের জন্য যথোপযুক্ত চিঠি পাঠানো হলেও মহাপরিচালকের প্রতি সম্মান ও তাঁর একগুঁয়েমির জন্য গত ১০ ফেব্রুয়ারি ফের বাজেট বরাদ্দের বিষয় উল্লেখ করে চিঠি দেওয়া হয়। মহাপরিচালক এমনভাবে বিষয়টি অবতারণা করেছেন, প্রাথমিকভাবে মনে হতে পারে উপদেষ্টা তাঁর ব্যক্তিগত কাজের জন্য অনৈতিক টাকা দাবি করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির কোনো কাজে হস্তক্ষেপ করেনি। মন্ত্রণালয় একাডেমির কোনো কাজ বন্ধ করতে বলেছে– এ রকম নজির নেই; বরং সব সময় শিল্পকলার কাজকে উৎসাহিত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কর্মসূচিতে শিল্পকলা একাডেমির অনুরোধে মন্ত্রণালয় থেকে সাধারণ বাজেটের বাইরেও বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। 
জুলাই বিপ্লবের পর শিল্পকলা একাডেমির নিয়মিত বাজেট বরাদ্দের বাইরেও সংস্কৃতি উপদেষ্টা ব্যক্তিগত আগ্রহে সাধুমেলা, জুলাই বিপ্লবের ওপর বিশেষ নাটক প্রযোজনাসহ নানা অনুষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়। কোনো আর্থিক বছরে বাজেট বরাদ্দের বিষয়টি নিতান্তই অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। তাই অপর্যাপ্ত বাজেট বিষয়ে অভিযোগ নিতান্তই অমূলক ও প্রশাসনিক অদক্ষতার বহিঃপ্রকাশ।

বিক্ষুব্ধ নাগরিক সমাজের মানববন্ধন     
একাডেমির জাতীয় নাট্যশালার সামনে গতকাল বিকেলে সৈয়দ জামিলকে ডিজি পদে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থী-শিল্পী-নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে। এ ছাড়া মানববন্ধন থেকে শিল্পকলার স্বায়ত্তশাসন নিশ্চিতের দাবিও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাঈম, মহিউদ্দিন রনি, আলোকচিত্রী মরিয়ম রুপা, মামদুদুর রহমান মুক্ত, ইব্রাহিম এলিন প্রমুখ।
রাগিব নাঈম বলেন, শিল্পকলার মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এসেও তারা নির্দেশনা জারি করছে। কোনো চিঠি না দিয়ে টাকা চেয়ে বসছে। আমলাতন্ত্রের পোষ্যতা উল্লেখ করে আলোকচিত্রী মরিয়ম রুপা বলেন, গণঅভ্যুত্থানের পরে যদি আমলাতন্ত্রের পোষ্য হতে হয়, তাহলে এই বাংলাদেশ আমরা চাই না।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জামিল যে অভিযোগগুলো করেছে, সেগুলো পরিষ্কার হওয়া দরকার। এ ধরনের প্রতিষ্ঠান যাতে চলতে পারে, সে জন্য স্বায়ত্তশাসনের ব্যাপারটাও গুরুত্ব দেওয়া উচিত। 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল পকল এক ড ম পদত য গপত র ব জ ট বর দ দ উপদ ষ ট র অন ষ ঠ ন এক ড ম র শ ল পকল র জন য গতক ল

এছাড়াও পড়ুন:

শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরের শিবচরে জামিনে থাকা আসামি রাকিব মাদবরকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বাদী হয়ে ‍শিবচর থানায় মামলাটি করেন।

এর আগে গত রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে রাকিব মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। রাকিব শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।

দুই দিন পার হয়ে গেলেও এই ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আজ দুপুরে শিবচর পৌর বাজারের সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা সভ্য স্বাধীন দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড হতে পারে না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেবেন তাঁরা।

মামলার বাদী নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বলেন, ‘রাকিবরে এতগুলো মানুষের সামনে কুপাইয়া মাইরা ফালাইলো। কেউ বাঁচাতে এগিয়ে আসলো না। যারা খুন করছে, তারা রাকিবের পূর্বশত্রু। আবুল কালাম সরদারের নির্দেশে তার লোকজন এই খুন করেছে। পুলিশ এ ঘটনায় কোনো আসামি এখন অবধি গ্রেপ্তার করে নাই। আসামিগো গ্রেপ্তার চাই, ফাঁসি চাই।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে নিহত রাকিব মাদবরের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব সম্প্রতি জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন। রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের একটি সড়কে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে হত্যার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজন মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুনশিবচরে হত্যা মামলায় জামিনে থাকা আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না সাত কলেজের শিক্ষকেরা
  • দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের
  • বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, তদন্তে পিবিআই
  • শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন
  • সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে ৫টি পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
  • ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন