কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোট ১ হাজার ৩০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী। 

সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন পড়েছে ৩২ হাজার ৬৫৮টি, ‘বি’ ইউনিটে (কলাও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২টি। 

গত ২৮ ফেব্রুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয় এবং ফি প্রদান প্রক্রিয়া চলে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ১ হাজার ৩০টি সিটের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন পরীক্ষার্থী ফি প্রদানের মাধ্যমে আবেদন নিশ্চিত করেন। ফলে প্রতিটি সিটের বিপরীতে লড়বেন ৬৪ জন পরীক্ষার্থী। 

‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০টি। ‘বি’ ও ‘সি’ ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০ টি। ‘এ’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন, ‘বি’ ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ জন এবং ‘সি’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ৪১ জন লড়বেন ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.

মুজিবুর রহমান মজুমদার বলেন, “৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছে। এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এর ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেব। আমরা আগামীকাল সেন্ট্রাল কমিটির সঙ্গে বসে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করব।”

তিনি বলেন, “এবার আবেদন বেশি পড়েছে। কোটবাড়িতে যদি কেন্দ্র সংকুলান না হয়, তাহলে আমরা কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়ে সেখানে কেন্দ্র স্থাপন করব।”

আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

ঢাকা/এমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আসন র ব পর ত ইউন ট র পর ক ষ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ