ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতি বরখাস্ত
Published: 3rd, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং ইরানি রিয়ালের ব্যাপক দরপতন রোধে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রী আবদোলনাসের হিম্মাতিকে অব্যাহতি দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
হিম্মাতি দেশের অর্থনীতির পদে থাকবেন কি না- এ প্রশ্নে রোববার (২ মার্চ) ভোট হয় ইরানের পার্লামেন্টে। তাতে হিম্মাতির বিপক্ষে ভোট দেন ১৮২ জন ও পক্ষে ভোট দেন ৮৯ এমপি। ফলে ভোটের পরেই কার্যত নিশ্চিত হয়ে যায় হিম্মাতির বিদায়, যিনি ৭ মাস আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গঠিত মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর পদে ছিলেন।
বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও কালো তালিকায় থাকার কারণে ইরানি রিয়াল বর্তমানে পৃথিবীর সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর মধ্যে একটি। আবদোলনাসের হিম্মাতি অর্থমন্ত্রী হওয়ার পর রিয়ালের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছায়।
গত বছর যখন তিনি মন্ত্রী হন, সে সময় এক ডলারের বিপরীতে পাওয়া যেতো ৫ লাখ ৯৫ হাজার ৫০০, বর্তমানে ডলারের বিপরীতে রিয়ালের মান নেমে পৌঁছেছে ৯ লাখ ২৭ হাজারে। অর্থাৎ হিম্মাতি মন্ত্রী হওয়ার পর ইরানি রিয়ালের মান কমেছে প্রায় ৫০ শতাংশ।
মুদ্রার মান ব্যাপকভাবে নেমে যাওয়ায় গত এক বছরে মূল্যস্ফীতিও তীব্র আকার নিয়েছে ইরানে। রোববার পার্লামেন্টে ভোটের সময়ে একাধিক এমপি বলেন, খাবার, ওষুধ এবং আবাসনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য-পরিষেবার মূল্য নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছেন হিম্মাতি।
হিম্মাতি অবশ্য বরাবরই বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ফ্রান্সভিত্তিক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কালো তালিকা থেকে মুক্তি না মিললে ইরানের অর্থনীতির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। নিজ মেয়াদে গৃহীত বিভিন্ন পরিকল্পনায় এ বিষয়টিকে অগ্রাধিকারও দিচ্ছিলেন তিনি।
তবে বিরোধী এমপিরা মনে করতেন, হিম্মাতির উচিত ছিল নিষেধাজ্ঞা-কালো তালিকা থেকে মুক্তি নয়, বরং এগুলোকে অকার্যকর করে দিতে পারে- এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া।
অব্যাহত মূল্যস্ফীতির কারণে ২০১৭ সাল থেকেই ব্যাপক চাপে আছেন ইরানের নিম্ন ও মধ্যবিত্ত লোকজন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক চাপও বাড়ছে তাদের ওপর। এই মুহূর্তে ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি শাসকের সমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশটির ভঙ্গুর ও টালমাটাল অর্থনীতি।
সূত্র: রয়টার্স
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: মন ত র
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫