চ্যাম্পিয়নস লিগ বলেই মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল
Published: 4th, March 2025 GMT
চ্যাম্পিয়নস লিগে কেবল শেষ ষোলোর খেলা শুরু হতে যাচ্ছে। আর সেখানেই কিনা মুখোমুখি শিরোপার দুই বড় দাবিদার রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেতিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় মঙ্গলবার (৪ মার্চ, ২০২৫) দিবাগত রাত ২টায় মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদের এই দুই ক্লাব।
যে কোন ধরনের প্রতিযোগিতাতেই এই ম্যাচ ভিন্ন মাত্রা যোগ করে। আর চ্যাম্পিয়নস লিগের নক আউট হলে তো কথায় নেই। তবে প্রতিযোগিতাটা যখন ইউরোপের শ্রেষ্ঠত্ব নির্ধারণের এবং খেলাটা যখন সান্তিয়াগো বার্নাব্যুতে তখন যে কোন দলের বিপক্ষেই রিয়াল এগিয়ে।
এই ম্যাচটাতে ভিন্ন উত্তাপ যোগ করতে যাচ্ছে দুই মাদ্রিদেই দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও হুলিয়ান আলভারেজ। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর আবারও বড় আসরে মুখোমুখি এই দুই স্টাইকার।
আরো পড়ুন:
ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল
সোসিয়েদাদ দর্শকদের অসহিষ্ণুতা, ম্যাচের পার্থক্য গড়লেন এনদ্রিক
রিয়াল এই মৌসুমে কোনো ম্যাচে দারুণ পারফরম্যান্স করছে তো আবার আরেক ম্যাচে পা হড়কাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলতিকোর বিপক্ষে নামার আগে তাই সতর্ক লস ব্ল্যাঙ্কসরা।
শনিবার লা লিগায় রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। তাতে লিগ শিরোপার লড়াইয়ে অ্যাটলাতিকো থেকে পিছিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ৫ লা লিগা ম্যাচে মাত্র ১ জয় কার্লো আনচেলত্তির দলের।
অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে এবারের লা লিগায় দুইবারের দেখায় রিয়ালের জয় মেলেনি। তবে চ্যাম্পিয়নস লিগে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বরাবরই রেকর্ড ভালো রিয়ালের। দিয়াগো সিমিওনি দাতিত্ব নেওয়ার পর অ্যাটলেতিকোর বিপক্ষে হেরে কখনও চ্যাম্পিয়নস লিগের নক আউট থেকে বাদ পড়তে হয়নি মাদ্রিদের সাদাদের।
তবে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়ালের। এই লেগে পা ফসকালে পরের সপ্তাহে দ্বিতীয় লেগে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাতলেটিকোর বিপক্ষে জত লাভটা দূরহ হয়ে যাবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়ালের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বলেন, “আমি মনে করি শেষ খেলায় আমরা খুব বেশি ভুল করেছি, খারাপভাবে ডিফেন্স সামলেছি। তবে আগামীকাল (মঙ্গলবার) আমরা কোনো ভুল করতে পারব না, কারণ এটি নক-আউট খেলা। যেখানে আপনি একটি ভুল করলে আসর শেষ হয়ে যাবে। আমরা এত তাড়াতাড়ি তা চাই না।”
এই মৌসুমে স্প্যানিশ লিগে রিয়ালের বিপক্ষে দুবার ড্র করলেও চ্যাম্পিয়নস লিগে নগরপ্রতিদ্বন্দ্বীদের এগিয়েই রাখছেন অ্যাটলেতিকোর আর্জেন্টাইন বস সিমিওনি, “চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস অসাধারণ এবং আগামীকাল আমাদের সামনে একটা বড় সুযোগ। দারুণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অনেক সম্মানের ম্যাচ এটা। আমি বুঝতে পারি যে, তারা আমাদের একইভাবে সম্মান করে। এটা যদি অন্য লিগের একটি দল হতো, তাহলে আমরা এই বিষয়গুলো বলতাম না।”
সবশেষ মাদ্রিদ ডার্বির আগে রেফারিং নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটেছিল এই ম্যাচে সেই সম্ভাবনা নেই। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ফরাসি রেফারি ক্লেমেন ত্রুপিন।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ আতল ত ক ম দ র দ চ য ম প য়নস ল গ এই ম য চ
এছাড়াও পড়ুন:
ফেসবুকে বিদ্বেষপূর্ণ মন্তব্য না করার নির্দেশনা সিলেট জেলা বিএনপির
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা তথ্য শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। দলের কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
গতকাল রোববার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
এদিকে দলের একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার–বহিভূর্ত মন্তব্য করায় গতকাল রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমানকে (আছকির) সাময়িক বহিষ্কারের পাশাপাশি সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে জেলা বিএনপি। এ ছাড়া অনলাইন গণমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামকে (ফারুক) সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রচারিত হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।
বিএনপি সব সময় সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কখনোই কাম্য নয়। অতএব জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, যেন ভবিষ্যতে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।
যোগাযোগ করলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্প্রতি ফেসবুকে কিছু নেতা-কর্মীকে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গেছে। এ অবস্থায় জেলা বিএনপি একটি নির্দেশনা দিয়েছে। তা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।