চ্যাম্পিয়নস লিগে কেবল শেষ ষোলোর খেলা শুরু হতে যাচ্ছে। আর সেখানেই কিনা মুখোমুখি শিরোপার দুই বড় দাবিদার রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেতিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় মঙ্গলবার (৪ মার্চ, ২০২৫) দিবাগত রাত ২টায় মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদের এই দুই ক্লাব।

যে কোন ধরনের প্রতিযোগিতাতেই এই ম্যাচ ভিন্ন মাত্রা যোগ করে। আর চ্যাম্পিয়নস লিগের নক আউট হলে তো কথায় নেই। তবে প্রতিযোগিতাটা যখন ইউরোপের শ্রেষ্ঠত্ব নির্ধারণের এবং খেলাটা যখন সান্তিয়াগো বার্নাব্যুতে তখন যে কোন দলের বিপক্ষেই রিয়াল এগিয়ে।

এই ম্যাচটাতে ভিন্ন উত্তাপ যোগ করতে যাচ্ছে দুই মাদ্রিদেই দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও হুলিয়ান আলভারেজ। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর আবারও বড় আসরে মুখোমুখি এই দুই স্টাইকার।

আরো পড়ুন:

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

সোসিয়েদাদ দর্শকদের অসহিষ্ণুতা, ম্যাচের পার্থক্য গড়লেন এনদ্রিক 

রিয়াল এই মৌসুমে কোনো ম্যাচে দারুণ পারফরম্যান্স করছে তো আবার আরেক ম্যাচে পা হড়কাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলতিকোর বিপক্ষে নামার আগে তাই সতর্ক লস ব্ল্যাঙ্কসরা।

শনিবার লা লিগায় রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। তাতে লিগ শিরোপার লড়াইয়ে অ্যাটলাতিকো থেকে পিছিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ৫ লা লিগা ম্যাচে মাত্র ১ জয় কার্লো আনচেলত্তির দলের।

অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে এবারের লা লিগায় দুইবারের দেখায় রিয়ালের জয় মেলেনি। তবে চ্যাম্পিয়নস লিগে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বরাবরই রেকর্ড ভালো রিয়ালের। দিয়াগো সিমিওনি দাতিত্ব নেওয়ার পর অ্যাটলেতিকোর বিপক্ষে হেরে কখনও চ্যাম্পিয়নস লিগের নক আউট থেকে বাদ পড়তে হয়নি মাদ্রিদের সাদাদের।

তবে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়ালের। এই লেগে পা ফসকালে পরের সপ্তাহে দ্বিতীয় লেগে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাতলেটিকোর বিপক্ষে জত লাভটা দূরহ হয়ে যাবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়ালের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বলেন, “আমি মনে করি শেষ খেলায় আমরা খুব বেশি ভুল করেছি, খারাপভাবে ডিফেন্স সামলেছি। তবে আগামীকাল (মঙ্গলবার) আমরা কোনো ভুল করতে পারব না, কারণ এটি নক-আউট খেলা। যেখানে আপনি একটি ভুল করলে আসর শেষ হয়ে যাবে। আমরা এত তাড়াতাড়ি তা চাই না।”

এই মৌসুমে স্প্যানিশ লিগে রিয়ালের বিপক্ষে দুবার ড্র করলেও চ্যাম্পিয়নস লিগে নগরপ্রতিদ্বন্দ্বীদের এগিয়েই রাখছেন অ্যাটলেতিকোর আর্জেন্টাইন বস সিমিওনি, “চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস অসাধারণ এবং আগামীকাল আমাদের সামনে একটা বড় সুযোগ। দারুণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অনেক সম্মানের ম্যাচ এটা। আমি বুঝতে পারি যে, তারা আমাদের একইভাবে সম্মান করে। এটা যদি অন্য লিগের একটি দল হতো, তাহলে আমরা এই বিষয়গুলো বলতাম না।”  

সবশেষ মাদ্রিদ ডার্বির আগে রেফারিং নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটেছিল এই ম্যাচে সেই সম্ভাবনা নেই। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ফরাসি রেফারি ক্লেমেন ত্রুপিন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ আতল ত ক ম দ র দ চ য ম প য়নস ল গ এই ম য চ

এছাড়াও পড়ুন:

‘আমরা ভুগছি আর রাজনীতিবিদেরা ধনী হচ্ছেন, তাই ৪৮ ঘণ্টার মধ্যে সরকার ফেলে দিয়েছি’

নেপালে মাত্র ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে জেন–জিদের বিক্ষোভে সরকারের পতন ঘটেছে। তবে এ জয় এসেছে চড়া মূল্যে।

বিক্ষোভের সংগঠকদের একজন তনুজা পান্ডে। তিনি বলেন, ‘আমরা গর্বিত হলেও এর সঙ্গে মানসিক আঘাত, অনুশোচনা ও ক্ষোভের মিশ্র বোঝাও যোগ হয়েছে।’

হিমালয়ের দেশ নেপালে গত সপ্তাহের বিক্ষোভে ৭২ জন নিহত হয়েছেন। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিক্ষোভে সরকারি ভবন, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গত বছরের জুলাইয়ে চালু হওয়া হিলটনের মতো বিলাসবহুল হোটেলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়।

একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী এখনো জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল।

আন্তর্জাতিক সংকটবিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা আশীষ প্রধান বলেন, ‘এই বিক্ষোভ দশকের পর দশক ধরে নেপালের শাসনব্যবস্থার দুর্বলতা ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের বিরুদ্ধে বর্তমান রাজনৈতিক শ্রেণির প্রতি সম্পূর্ণ প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে।’

তবে আশীষ আরও উল্লেখ করেন, বিক্ষোভের কারণে সরকারি সেবার ক্ষয়ক্ষতির পরিমাণ ২০১৫ সালের ভূমিকম্পের সমান্তরাল হতে পারে। ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

শুধু রাজধানী কাঠমান্ডুতে এ ধ্বংসযজ্ঞ সীমাবদ্ধ থাকেনি। বিক্ষোভে সারা দেশে কমপক্ষে ৩০০টি স্থানীয় সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিক্ষোভ দশকের পর দশক ধরে নেপালের শাসনব্যবস্থার দুর্বলতা ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের বিরুদ্ধে বর্তমান রাজনৈতিক শ্রেণির প্রতি সম্পূর্ণ প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে।আশীষ প্রধান, জ্যেষ্ঠ উপদেষ্টা, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের কারণে প্রায় তিন লাখ কোটি নেপালি রুপির (২ হাজার ১৩০ কোটি মার্কিন ডলার) ক্ষয়ক্ষতি হয়েছে, যা দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেক। এ সময় নেপালের বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

৮ সেপ্টেম্বরের ভয়াবহ বিক্ষোভ শুরুর দুই দিন আগে ২৪ বছর বয়সী পরিবেশকর্মী তনুজা পান্ডে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি অঞ্চলটির অন্যতম সংবেদনশীল পর্বতশ্রেণি চুরেতে একটি খনি দেখান। তিনি লিখেছিলেন, ‘নেপালের সম্পদের মালিকানা শুধু জনগণের। রাজনীতিবিদদের প্রাইভেট লিমিটেড কোম্পানির নয়।’ এ সময় সমবয়সীদের প্রতি ‘দুর্নীতি ও জাতীয় সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে’ বিক্ষোভের আহ্বান জানান তিনি।

এশিয়ায় তরুণদের অন্যান্য আন্দোলনের মতো নেপালের জেন–জিদের বিক্ষোভও ছিল নেতৃত্বহীন। দীর্ঘদিন ধরে ‘নেপো বেবিজ’দের (ক্ষমতাবান রাজনীতিবিদদের সন্তানদের) বিরুদ্ধে জনগণের ক্ষোভ জমা হচ্ছিল। তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ সম্পদের আড়ম্বরপূর্ণ প্রদর্শনীর অভিযোগ আনা হয়।

সবচেয়ে ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে একটিতে প্রাদেশিক মন্ত্রীর ছেলে সৌগত থাপাকে দেখা গেছে। ছবিতে তাঁকে লুই ভুতোঁ, গুচি, কার্টিয়ারসহ বিলাসবহুল ব্র্যান্ডের বাক্স দিয়ে তৈরি একটি ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর জবাবে সৌগত দাবি করেন, ছবিটি নিয়ে ‘ভুল ব্যাখ্যা’ দেওয়া হচ্ছে। তাঁর বাবা ‘জনসেবা থেকে উপার্জিত প্রতিটি রুপি’ জনগণের কাছে ফেরত দিয়েছেন।

তনুজা পান্ডে বলেন, এটা দুঃখজনক যে শিক্ষিত তরুণেরাও দেশত্যাগে বাধ্য হচ্ছেন। কারণ, এখানে যে বেতন দেওয়া হয়, তা মর্যাদার সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় অর্থের তুলনায় অনেক কম।

নেপালের গণতন্ত্র খুব একটা পুরোনো নয়। মাওবাদীদের নেতৃত্বে এক দশকের গৃহযুদ্ধের পর ২০০৮ সালে নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সেই সময় ১৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন। কিন্তু এরপরেও প্রতিশ্রুত স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসেনি। ১৭ বছরে নেপালে ১৪টি সরকার গঠিত হয়েছে এবং কোনো নেতাই পূর্ণ পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেননি।

নেপালের কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভ ও কারফিউ চলাকালে পার্লামেন্ট ভবনের বাইরে মুঠোফোনে ছবি তুলছেন আন্দোলনকারীরা। ৯ সেপ্টেম্বর ২০২৫, নেপাল

সম্পর্কিত নিবন্ধ