Risingbd:
2025-05-01@09:56:09 GMT

ঢাবিতে ইফতারে ভিন্ন আমেজ

Published: 4th, March 2025 GMT

ঢাবিতে ইফতারে ভিন্ন আমেজ

চলছে পুণ্য ও পবিত্রতার মাস মাহে রমজান। রমজানের পবিত্রতা বিরাজ করছে সর্বত্র। এই আমেজ থেকে বাদ যায়নি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ও। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে ইফতারের আয়োজন করছেন মলচত্বর, টিএসসি, বটতলাসহ হলের মাঠ ও গার্ডেনগুলোতে।

বিভিন্ন জেলা সংগঠন, হলভিত্তিক নানা সংগঠন, হলের বিভাগকেন্দ্রিক গ্রুপ, বিভাগগুলোর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হচ্ছে ইফতার মাহফিল।

মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন, বিজয় ৭১, জিয়াউর রহমান, রোকেয়া হলসহ সাতটি হল এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি হলের গেট এবং গেটের ভেতরে পবিত্র মাহে রমজানকে উপলক্ষে করা হয়েছে আলোকসজ্জা। গেটগুলোতে দেওয়া হয়েছে শুভেচ্ছা বার্তাও।

ছোলা, পেঁয়াজু, বেগুনি, শরবত, কলা, পেয়ারাসহ বিভিন্ন ইফতারসামগ্রী থাকছে শিক্ষার্থীদের এ আয়োজনে। কেউ ছবি তুলে পোস্ট করছেন ‘ইফতারি ডান’, কেউ বা লিখছেন হ্যাশট্যাগ দিয়ে ‘মাহে রমাদান’।

শিক্ষার্থীরা একসঙ্গে মিলেমিশে করছেন এ ইফতার আয়োজন। কারো দায়িত্ব হলপাড়া থেকে ভাজাপোড়া কেনার, কেউ বা দায়িত্ব নিয়েছেন শরবত তৈরির, আবার কারো ওপর পড়েছে ছুরি দিয়ে ফলমূল কেটে প্লেটে সাজানোর।

ঢাবির প্রায় সব বিভাগে ক্লাস থাকায় বাড়িতে যেতে পারছেন না শিক্ষার্থীরা। তাই মা-বাবা-স্বজনকে দূরে রেখে বন্ধু-বান্ধব-সহপাঠী মিলেই যেন পরিবারের অভাব পূরণ করছেন তারা।

বিকালের পরই উৎসবমুখর পরিবেশে শুরু হয়ে যায় ইফতার তৈরি ও বাজারের কার্যক্রম। দলবেঁধে শিক্ষার্থীরা তাদের পছন্দের নির্ধারিত জায়গায় জড়ো হয়ে একসঙ্গে বসে ইফতার প্রস্তুতের ফাঁকে সবাই মিলে ভাববিনিময় করেন। বিভিন্ন হলের টিভিরুম বা অডিটোরিয়ামেও আয়োজিত হচ্ছে ইফতার মাহফিল।

শিক্ষার্থীরা বলছেন, গত ১৭ বছরে রমজানকে ঘিরে তারা নানা পরিকল্পনা নিলেও ফ্যাসিবাদীরা ইসলামের যেকোন আয়োজনকে বিভিন্ন ট্যাগ দিয়ে পণ্ড করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মন খুলেই ইসলামের ঐতিহ্যগত অনুষ্ঠান আয়োজন করতে পারছে। ইফতার মাহফিল উপলক্ষে আলোকসজ্জা হয়েছে। নারীদের হলেও হচ্ছে আযান। হলগুলোতে এবার অন্যরকম পরিবেশ দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে।

তবে এবারের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের গণইফতার কর্মসূচি এবং ইসলামী ছাত্রশিবিরের ইফতার বিতরণ কর্মসূচি।

প্রথম রোজায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণইফতার কর্মসূচি পালন করেছে সদ্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখা। এ আয়োজনে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। 

এছাড়া প্রতিদিনই ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে ইফতার বিতরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির। প্রতিদিন প্রায় ১ হাজার শিক্ষার্থীকে ইফতার দিচ্ছেন শিবির নেতাকর্মীরা। এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলে দাবি করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় ইফতার সামগ্রী বিক্রি করছেন রহিম উদ্দিন। তিনি বলেন, “রমজান মাসকে কেন্দ্র করে আমাদের একটা আলাদা লক্ষ্য থাকে। আলহামদুলিল্লাহ, এবার অন্য যে কোন দোকানেরর চেয়ে বেশি বেচাকেনা হচ্ছে। এবার খাবারের আইটেমও বাড়িয়েছি। এবার দোকানের সংখ্যা বৃদ্ধি পেলেও আমার বেচাকেনা বেড়েছে।”

এ বিষয়ে ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “গত বছর বা এর আগে গণইফতার কর্মসূচি, সাজসজ্জার মতো আয়োজনকে মৌলবাদি, জঙ্গিসহ, শিবিরের কার্যক্রম আখ্যা দিয়ে হামলা চালাতো ছাত্রলীগ। গত বছর রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের ইফতার কর্মসূচি করতে হয়েছিল। আজ আমরা শহীদদের রক্তের বিনিময়ে সুন্দরভাবে রমজানকে উদযাপন করতে পারছি।”

ইসলামী স্টাডিজ বিভাগের মাজহারুল ইসলাম বলেন, “আমরা দেখলাম রমজানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ চলছে। যা পূর্বে সম্ভব হয়নি। এ বছর প্রথম আমরা জসীমউদ্দিন হলকে শিক্ষকদের অনুমতি নিয়ে সাজাই। রমজানের একদিন আগেই আমরা যখন হলগুলোকে সাজিয়ে গ্রুপগুলোতে দেই, তখন তা খুব সাড়া ফেলে। এরপর শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে সেজেছে হলগুলো। বাকি যেসব হল রয়েছে, তারাও নিজেরা উদ্যোগ নিয়ে সাজাবে “

শুধু ইফতার নয়, সেহরিতে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। হলের কোন কোন কক্ষে বন্ধুরা মিলে প্রস্তুত করেন সেহরি। আবার দলবদ্ধভাবে হল ক্যান্টিন বা নিকটস্থ মামা হোটেলেও যান কেউ কেউ। রমজানের এ পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধন বিরাজ করুক সারা বছর জুড়ে- এমনটাই প্রত্যাশা ঢাবি শিক্ষার্থীদের।

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ব শ করছ ন ইসল ম রমজ ন

এছাড়াও পড়ুন:

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে শাহবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমানসহ ১৩ জন আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শাহাব উদ্দিন ও প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি নড়াইল সদর উপজেলার তুজরডাঙ্গা এলাকার মুজিবুর রহমান, সদস্য একই এলাকার জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুল।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কাটা ও চুরি করে বিক্রির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উপস্থিত হয়ে দেখেন, কাটা গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী। তখন ঘটনাস্থলে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে জানতে পারেন, মামলার আসামিরা কোনো ধরনের অনুমতি ছাড়াই খাসজমি থেকে গাছ কেটে বিক্রি করেছেন। এর আগেও একবার তাঁরা ওই জমি থেকে গাছ বিক্রি করেছিলেন। জব্দ করা গাছের লগ, ডালপালা এবং আগে কাটা গাছের অবশিষ্ট ভূমিসংলগ্ন গুঁড়ি পর্যবেক্ষণ করে বোঝা গেছে, ওই স্থান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার অধিক গাছ চুরি করে কাটা ও বিক্রি হয়েছে।  

প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন বলেন, ২০০৯ সালে প্রশিকা, ইউনিয়ন পরিষদ ও প্রভাতী যুব সংঘের যৌথ উদ্যোগে একটি চুক্তির মাধ্যমে সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিল। সে সময় সড়কটি খাস খতিয়ানভুক্ত ছিল না। বর্তমানে তা সরকারের আওতায় পড়ায় গাছ কাটার অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন করা হয়েছিল, তবে প্রশাসন কোনো সিদ্ধান্ত দেয়নি।  কিছুদিন আগে ইউপি সদস্য ইব্রাহিম তাঁকে ফোনে জানান, বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালা বিক্রি করতে চান চেয়ারম্যান। বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালাগুলো পড়ে থেকে নষ্ট হবে ভেবে তিনি বিক্রিতে সম্মতি দেন। পরে গাছ কীভাবে বা কারা কেটেছে, তা তিনি জানেন না।

মামলা করার আগে অবৈধভাবে গাছ কাটার অভিযোগের ব্যাপার জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিকার সঙ্গে চুক্তির একটি পক্ষ ছিল ইউনিয়ন পরিষদ। সেই হিসেবে গাছ কাটার অনুমতি নিতে ইউএনও বরাবর প্রশিকার আবেদন তিনি চেয়ারম্যান হিসেবে সুপারিশ করেছিলেন। তবে গাছ কেটেছে প্রশিকা আর তাদের সংগঠন। এখানে চেয়ারম্যান-মেম্বরের কিছু নেই।

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল, পরে ২০১৫ সালে এটি খাস খতিয়ানভুক্ত হয়। খাসজমি থেকে গাছ কাটা বেআইনি। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ