মাত্র দুই কোয়া কমলার জন্য পিঠজুড়ে ক্ষত
Published: 6th, March 2025 GMT
অপরের বাড়িতে কাজ করলেও ছেলেকে পড়াশোনা করাচ্ছেন মধুমালা খাতুন। এ জন্য বিভিন্ন জনের সহায়তায় নিতে হয়। একমাত্র ছেলে মোহাম্মদ সাগর (১৬) ঝিনাইদহ সদরের মথুরাপুর আদর্শ এতিমখানার আবাসিক ছাত্র। সেখানেই বুধবার সাহ্রির পর এই কিশোর নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক শিক্ষকের হাতে। দু’দিন আগে ইফতারের সময় বেঁচে যাওয়া দুই কোয়া কমলা খাওয়ায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। সেই অভিযোগে পেটানো হয় সাগরকে।
জানা গেছে, সাগর সোমবার অন্য নিবাসীদের সঙ্গে এতিমখানায় ইফতার করে। এ সময় ডাইনিংয়ে দুই কোয়া কমলা বেঁচে যায়। সাগর সবার সামনেই ওই কমলা খেয়ে ফেলে। কিন্তু কয়েকজন শিক্ষার্থী সহকারী শিক্ষক ইমরান হাওলাদারকে জানায়, সাগর চুরি করে কমলা খেয়েছে। বুধবার সাহ্রির পর সাগরের কক্ষে গিয়ে এ বিষয়ে দোষারোপ করা হয় তাকে। পরে সহকারী শিক্ষক ইমরান হাওলাদার কাঠ দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। কিছুক্ষণ পর মাদ্রাসা থেকে বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেঝেতে বুধবার দুপুরে ছেলের পাশে বসে ছিলেন সাগরের মা মধুমালা খাতুন। তিনি বলেন, ‘খুব কষ্ট করে মানুষের সহায়তা নিয়ে ছেলেকে পড়াশোনা শেখাচ্ছি। কিন্তু আমার ছেলেকে খুব মারধর করেছে। কোনো জায়গা বাকি রাখেনি। ঘটনার পর আমরা বেরিয়ে দেখি, এতিমখানার শিক্ষক আব্দুল মান্নান মোটরসাইকেলে করে ইমরান হাওলাদারকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন।’ এ সময় তারা প্রধান শিক্ষককে বারবার কল দিলেও ইমরান হাওলাদারকে আটকাননি।
এলাকাবাসী জানান, ১০ বছর আগে সাগরের বাবা মারা যান। একমাত্র বড় বোনের বিয়ে হয়ে গেছে। সাত বছর ধরে এই এতিমখানায় রেখে সাগরকে পড়াছেন মা মধুমালা।
এতিমখানার প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, ‘প্রথমে আমি (ঘটনা) জানতাম না, সাগরের মা ফোনে জানিয়েছেন। ইমরান হাওলাদার সাগরকে মারধর করে খুবই অন্যায় করেছেন।’ তিনি বলেন, এই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তবে ইমরান হাওলাদারকে কোনো শিক্ষক পালাতে সহায়তা করেননি বলেও দাবি করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি