ভালোবাসা পরিমাপ করা কঠিন। ভালোবাসা গতিশীল, সুন্দর, বিপজ্জনক, তিক্ত, পরিবর্তনশীল এবং বিমূর্ত। ভালোবাসা আপনাকে সুখের শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার অন্ধকার গহ্বরেও নিমজ্জিত করতে পারে। জীবনের নানা পর্যায়ে নানা ধরনের ভালোবাসার মুখোমুখি আমরা হই। তবে একটিমাত্র ভালোবাসা আছে, যা মুমিনের জীবনে কখনো ফুরায় না, তা হলো আল্লাহর রাসুল (সা.

)-কে ভালোবাসা।

রাসুল (সা.)-কে ভালোবাসার অজস্র কারণ আছে, কিন্তু কখন বুঝব যে, আমরা তাকে সত্যিকারের ভালোবাসি, তা-ই আজ আলোচনা করব। তার আগে আসুন, একটি হৃদয়স্পর্শী বর্ণনা স্মরণ করি।

আয়েশা (রা.) বলেছেন, একবার আমি রাসুল (সা.)-কে হাস্যোজ্জ্বল দেখে বললাম, ‘আল্লাহর রাসুল, আমার জন্য দোয়া করুন।’ তিনি বললেন, ‘আল্লাহ, আয়েশার (রা.)অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করুন; যা সে গোপনে করেছে এবং যা প্রকাশ্যে করেছে সব।’ তার দোয়া শুনে আমি এত হাসলাম যে, আমার মাথা আল্লাহর রাসুল (সা.)-এর গা থেকে ঢলে পড়ল। রাসুল (সা.) বললেন, ‘তোমার জন্য যে দোয়া করেছি, তা কি তোমাকে আনন্দিত করেছে?’ আমি বললাম, ‘হ্যাঁ, কীভাবে আপনার দোয়া আনন্দিত না করে পারে?’ তিনি বললেন, ‘আল্লাহর শপথ, উম্মতের জন্য এই দোয়া আমি প্রতি নামাজে করি।’ (ইবনে মাজাহ, হাদিস: ৩,৮৩০)

আরও পড়ুনমহানবী (সা.)-এর শুভাগমন২৩ ফেব্রুয়ারি ২০২৫

রাসুল (সা.)-এর এই দোয়া প্রমাণ করে, তিনি আমাদের চেয়েও বেশি আমাদের প্রতি খেয়াল রাখতেন; তিনি আমাদের চেয়েও বেশি ভালোবাসতেন আমাদের। আমরা যখন রাসুল (সা.)-কে ভালোবাসার দাবি করি, তখন আমাদেরও উচিত ভালোবাসার কিছু প্রমাণ দাখিল করা, যেন কিছু নিদর্শন খুঁজে পাওয়া যায়। তেমন ৭টি আলামত বা নিদর্শন হলো:

১. তাঁর অনুকরণ করা

আমরা চারপাশের মানুষকে দেখি, তারা প্রিয় খেলোয়াড়, চলচ্চিত্র তারকা, ক্ষমতাশালী ব্যক্তি কিংবা অন্যান্য সেলিব্রিটির অনুকরণ করে তাদের ব্যক্তিত্ব, চুলের ধরন, পোশাক, আচরণ বা ভাষণ থেকে প্রভাবিত হয়। এটা তাদের ভালোবাসার একটি আলামত। রাসুল (সা.)-কে ভালোবাসলে আমাদের জীবনযাপন এমনভাবে সাজানো উচিত, যাতে প্রতিটি সিদ্ধান্তই রাসুল (সা.)-এর অনুসরণে পরিচালিত হয়। তাকে অনুকরণ মানে হলো, তার সুন্নাহ অনুসরণ করা, তার আচার-ব্যবহার এবং নীতিবোধে মেনে নেওয়া। শুধু বিধান নয়, তার সুন্দর চরিত্রে নিজেকে চিত্রায়িত করা। পরিবার, সহকর্মী, মুসলিম ও অমুসলিমদের সঙ্গে আমার আচরণ কেমন, একবার যাচাই করে দেখি।

২. নবী জীবনী অধ্যয়ন করা

যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হন—তার কাজ, কথা, ইতিহাস জানতে চান। সাহাবিরা তাদের সন্তানদের শৈশব থেকে রাসুল (সা.) জীবনের গল্প শোনাতেন। রাসুল (সা.) দয়া, ভালোবাসা, সহানুভূতি, নিষ্ঠা, ভাষণ, উচ্চ মর্যাদা, উম্মতের প্রতি তার উদ্বেগ এবং যে-সকল কষ্ট পেরিয়ে আল্লাহর বার্তা তিনি পৌঁছে দিয়েছেন—সেই পাঠ প্রতিটি মুসলমানের থাকা উচিত। সিরাতে রাসুল বা নবী জীবনী অধ্যয়ন রাসুল (সা.)-কে ভালোবাসায় আরো উৎসাহ দেবে আপনাকে। এখনো সীরাহ কোনো সিরাত গ্রন্থ না পড়ে থাকলে এই রমজানেই শুরু করুন, অথবা তার জীবনীর ওপর নির্মিত ভিডিও সিরিজ আলোচনা শুনুন।

আরও পড়ুনমহানবী (সা.)-র হাঁটাচলার ধরন২০ ফেব্রুয়ারি ২০২৫

৩. কোরআন পাঠ করা

রাসুল (সা.)-কে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন তা হলো কোরআন। তিনিই আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন। তাই তার প্রতি ভালোবাসার অন্যতম নিদর্শন হলো কোরআন পাঠ, তার গূঢ় অর্থ বোঝা এবং কোরআন-অনুসারে জীবন পরিচালনা করা। রাসুল (সা.)-কে ভালোভাবে জানতেও কোরআন পাঠের বিকল্প নেই। আমাদের আখিরাতের সাফল্যও নির্ভর করে কোরআনের পথ অনুসরণের ওপর। রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা যদি সত্যিই গভীর হয়, তাহলে আপনি কোরআন প্রতিদিন পাঠ করবেন এবং তার শিক্ষা জীবনে প্রয়োগ করবেন।

৪. দরুদ পড়া

দরুদ পাঠ করার মানে হলো, আপনি আল্লাহর কাছে রাসুল (সা.)-এর জন্য শান্তি, বরকত ও রহমত প্রার্থনা করছেন। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি দরুদ পাঠ করবে, আল্লাহ তাকে ১০ গুণ বরকত ও রহমত প্রদান করবেন। উম্মতের সালাম আল্লাহ তার কাছে পৌঁছে দেন এবং তিনিও দোয়া করেন। দরুদ পাঠ করার মধ্য দিয়ে রাসুল (সা.)-এর আরও কাছাকাছি আসা যায় এবং তার শাফাআত লাভের প্রেরণা তৈরি হয়। প্রতিদিন সকালে ও রাতে অন্তত ১০ বার দরুদ পাঠ করার অভ্যাস গড়তে পারি। তাঁর নাম শুনলে বা তাঁকে স্মরণ হলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি।

আরও পড়ুনমহানবী (সা.)–র রাজনীতির মূল বৈশিষ্ট্য২৪ ফেব্রুয়ারি ২০২৫

৫. তিনি যা ভালোবাসতেন তা ভালোবাসা

এটি শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, তার অভ্যাসের বেলায়ও প্রযোজ্য। যেমন সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন, গাছের ডাল দিয়ে মেসওয়াক করতেন, তেমন সাদা পোশাক পরতে পছন্দ করতেন, হাসিমুখে কথা বলতেন, পেট পূর্তি খেতেন না ইত্যাদি। সাহাবিরাও এসব কাজের অনুকরণ করতেন। এটা ভালোবাসার একটি অমোঘ নীতি, প্রিয়জনের সবকিছু আমাদের ভালো লাগে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি রাসুল (সা.)-এর প্রিয় সুন্নাহগুলো অনুসরণ করি?

৬. তাঁর সঙ্গে সাক্ষাতের প্রার্থনা করা

কাউকে ভালোবাসলে তাকে বারবার স্মরণ হয়, তাকে দেখতে ইচ্ছা করে। রাসুল (সা.)-কে ভালোবাসলে আপনি তার জীবনের প্রতিটি দিক সম্পর্কে ভাববেন এবং পরকালে তার সঙ্গে মিলনের প্রার্থনা করবেন আল্লাহর কাছে। তার কাছে যেতে অন্তর আকুল থাকবে সব সময়।

৭. সুন্নাহর প্রচার করা

যখন আমরা কাউকে ভালোবাসি, চাই অন্যরাও তার সম্পর্কে জানুক এবং তার শিক্ষা গ্রহণ করুক। রাসুল (সা.)-কে ভালোবাসলে আমাদের কর্তব্য হলো, বন্ধু, পরিবার ও সমাজের সদস্যদের কাছে তার জীবন, তার সুন্নাহ এবং তার শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং অন্যদের তা অনুসরণ করতে উৎসাহিত করা।

কথায় আছে, আমাদের কাজ আমাদের কথার চেয়ে শক্তিশালী। তা-ই রাসুল (সা.)-কে ভালোবাসা শুধু দাবি নয়, কর্মের মাধ্যমে আমাদের প্রমাণ দেওয়া উচিত। অন্যায় কাজের মুখোমুখি হলে প্রতিবার নিজেকে বারবার প্রশ্ন করা উচিত, সত্যিই কি আমি তাকে ভালোবাসি?

আরও পড়ুনমহানবী (সা.)–র কোন জীবনী পড়বেন১৬ সেপ্টেম্বর ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র ক প ঠ কর র ক রআন প জ বন র আল ল হ র জন য র জ বন করব ন

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্কের কারণে ক্রয়াদেশ কম

তৃতীয় দফা আনুষ্ঠানিক আলোচনা চলমান থাকা অবস্থায় আজ শুক্রবার থেকে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে। বাড়তি শুল্কহার শেষ পর্যন্ত কত শতাংশে স্থির হয় সেটি ফয়সালা না হওয়ায় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান আগামী মৌসুমে তৈরি পোশাকের ক্রয়াদেশ ২০ শতাংশ পর্যন্ত কম দিচ্ছে। আবার কিছু ক্রেতা প্রতিষ্ঠান চূড়ান্ত ক্রয়াদেশ না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পাল্টা শুল্ক কার্যকরের সময় চলে এলেও তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা আগের মতো উদ্বিগ্ন নন। কারণ, দুই-তিন দিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মার্কিন বড় ক্রেতা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কাছ থেকে যে ইঙ্গিত পাচ্ছেন তাতে বাংলাদেশের পাল্টা শুল্ক ভিয়েতনামের কাছাকাছি চলে আসতে পারে। এ ছাড়া প্রতিযোগী দেশ ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, বর্তমানে বসন্ত ও গ্রীষ্মের ক্রয়াদেশ আসার মৌসুম। তবে পাল্টা শুল্কের কারণে পণ্যের দাম বাড়বে। তাতে তৈরি পোশাকের বিক্রি কমবে। সেটি অনুমান করে মার্কিন বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতির চেয়ে ১০-২০ শতাংশ কম ক্রয়াদেশ দিচ্ছে। অনেক ক্রেতা প্রতিষ্ঠান চূড়ান্ত ক্রয়াদেশ দিতে আরও কিছুদিন অপেক্ষা করার কথা জানিয়েছে। শেষ পর্যন্ত পাল্টা শুল্ক ভিয়েতনাম, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কাছাকাছি নামিয়ে আনা গেলে বাংলাদেশের ভালো সম্ভাবনা তৈরি হবে। তার কারণ চীন থেকে ব্যাপক হারে ক্রয়াদেশ সরবে।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘পাল্টা শুল্ক নিয়ে আমরা খুব বেশি ভয় পাচ্ছি না এখন। তবে বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের চাহিদা কমবে। তাতে স্বাভাবিকভাবেই ক্রয়াদেশও কিছুটা কমতে পারে। বাড়তি শুল্ক কার্যকর ও শুল্কহার নিয়ে অনিশ্চয়তা থাকলে আগামী ৩-৪ মাস হয়তো ক্রয়াদেশ কম থাকতে পারে। শেষ পর্যন্ত পাল্টা শুল্ক ভিয়েতনামের কাছাকাছি নামিয়ে আনতে পারলে ক্রয়াদেশ বাড়বে।’

যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে, সেসব দেশের ওপর গত ২ এপ্রিল পাল্টা শুল্ক বা রেসিপ্রোক্যাল ট্যারিফ আরোপ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের ৫৭টি দেশের ওপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয়। তখন বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক ছিল ৩৭ শতাংশ। তিন মাসের জন্য এ সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হবে ৩৫ শতাংশ, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিকারকেরা বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করেন। নতুন হার কার্যকর হলে তা ৫০ শতাংশে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কহার কমাতে তৃতীয় দফার আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে রয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল। এই দলটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা শেষ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করে। তাদের মোট তৈরি পোশাক রপ্তানির ২৫ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র।

জানতে চাইলে ইভিন্স গ্রুপের পরিচালক শাহ রাঈদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ক্রয়াদেশ আসার গতি বর্তমানে কিছুটা ধীর। পাল্টা শুল্ক শেষ পর্যন্ত কত দাঁড়ায় তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে বাড়তি এই শুল্ক শেষ পর্যন্ত মার্কিন ক্রেতাদের দিতে হবে। ফলে বাড়তি শুল্ক কার্যকর হলে দেশটিতে বেসিক বা নিত্য ব্যবহার্য তৈরি পোশাকের বিক্রি কমবে। আমরা এসব সস্তা পোশাকই বেশি রপ্তানি করি। ফলে আমাদের রপ্তানি কমতে পারে।’

দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গত অর্থবছরে রপ্তানি করে ৩০ কোটি ডলারের তৈরি পোশাক। তার একটি বড় অংশই যায় যুক্তরাষ্ট্রের বাজারে।

স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শোভন ইসলাম বলেন, ‘মার্কিন বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক সোর্সিং অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিশ্রুত ক্রয়াদেশ ১০-২০ শতাংশ কমিয়ে দিচ্ছে। এপ্রিলে আমরা যেসব ক্রেতা প্রতিষ্ঠানকে ৫ শতাংশের মতো মূল্যছাড় দিয়েছিলাম, সেটি বসন্ত ও গ্রীষ্ম মৌসুম পর্যন্ত অব্যাহত রাখতে অনুরোধ করছে।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক শীর্ষ বড় বাজার। গত ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ১৮ শতাংশের কিছু বেশি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৫ শতাংশের বেশি তৈরি পোশাক। এ ছাড়া মাথার টুপি বা ক্যাপ, চামড়ার জুতা, হোম টেক্সটাইল, পরচুলা ইত্যাদি বেশি রপ্তানি হয়।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘শুল্ক নিয়ে অনিশ্চয়তা থাকায় বর্তমানে ক্রয়াদেশ কিছুটা কম। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রতিযোগী দেশের পণ্যে শুল্ক কত দাঁড়াচ্ছে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। এ ছাড়া আমাদের পাল্টা শুল্ক কমবে বলে আমরা আশাবাদী।’

সম্পর্কিত নিবন্ধ