মাত্র ৮ মাসের ব্যবধানে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী।

চলতি মাস ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। তার একটি মালদ্বীপের বিপক্ষে, অপরটি বাংলাদেশের। এই দুটি ম্যাচে তিনি খেলার ইচ্ছা পোষণ করেছেন। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের ‘এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে’ ছেত্রীর অবসর ভেঙে ফুটবলে ফেরার বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছে এবং তাকে ভারত স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

ফুটবল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে জানায়, ‘‘সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসবেন ফিফা মার্চ উইন্ডোর মাধ্যমে।’’

আরো পড়ুন:

এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ কোচ

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা, ফিরলেন নেইমার

৪০ বছর বয়সী ছেত্রী ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন। এরপর ২৫ মার্চ বাংলাদেশে বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবেন। দুইটি ম্যাচই শিলংয়ে অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের মে মাসে অবসরের ঘোষণা দিলেও ছেত্রী তার মত বদলে আবারো আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার এবং ২০০৭, ২০০৯, ২০১২ ও ২০২৩ সালে সাফ কাপসহ বিভিন্ন আন্তর্জাতিক শিরোপায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে খেলছেন।

মালদ্বীপ ও বাংলাদেশের বিপক্ষের ম্যাচে ভারতের স্কোয়াড:

গোলকিপার: অমরিন্দর সিং, গুরমিত সিং ও বিশাল কাইথ।

ডিফেন্ডার: আশীষ রাই, বরিস সিং থাঙ্গজাম, চিংলেনসানা সিং কনশাম, হ্মিংথানমাওইয়া, মেহতাব সিং, রাহুল ভেক, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান ও সুবাশীষ বোস।

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, আয়ুশ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফেরান্দেজ, ব্রিসন ফেরান্দেজ, জ্যাকসন সিং থৌনাওজাম, লালেংমাওইয়া, লিস্টন কলাকো, মহেশ সিং নওরেম ও সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানবীর সিং।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

আরো পড়ুন:

সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান

আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’

ঢাকা/সোহাগ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়