Samakal:
2025-08-01@23:48:05 GMT

কঠোর হস্তে দমন করুন

Published: 6th, March 2025 GMT

কঠোর হস্তে দমন করুন

সাম্প্রতিক সময়ে ‘মব’ তথা সংঘবদ্ধ উচ্ছৃঙ্খলতা এমন উদ্বেগজনক পর্যায়ে উপনীত, অতীতের সকল মাত্রা অতিক্রম করিয়াছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এতটা অসহায় হইয়া পড়িয়াছে, অনেক সময় দেখিয়াও না দেখিবার ভান করিতেছে। আবার পুলিশের ঔদাসীন্য ও নিষ্ক্রিয়তার সুযোগে অনেকে দলবদ্ধ হইয়া আইন স্বহস্তে তুলিয়া লইতেছে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থে যদ্রূপ এহেন অরাজকতা চলিতেছে, তদ্রূপ এই অবকাশে ব্যক্তিগত বিরোধেও মব উন্মাদনার মাধ্যমে অনেকেরই প্রতিশোধ গ্রহণের ঘটনা উড়াইয়া দেওয়া যায় না। বৃহস্পতিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, নিরপরাধ ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনী– এমনকি বিদেশি নাগরিকরাও ইহা হইতে রক্ষা পাইতেছে না। আমরা মনে করি, এই প্রকার পরিস্থিতি আইনশৃঙ্খলার জন্য অশনিসংকেত। মব সহিংসতা থামাইতে না পারিলে সাধারণ নাগরিক নিরাপত্তার হুমকির মুখে পড়িবে।

সমকালের প্রতিবেদনে প্রকাশ, অন্তর্বর্তী সরকারের সাত মাসে দেশে গণপিটুনির শতাধিক অঘটনে প্রায় সোয়াশত মানুষ প্রাণ হারাইয়াছে, যেইখানে এক দশকে মারা গিয়াছেন প্রায় আটশত মানুষ। মব সহিংসতা অনেকটা সংক্রামক ব্যাধির ন্যায়; এক স্থানে হইলে অন্যত্র উহার প্রভাব পড়িয়া থাকে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করিতে না পারিলে দ্রুত বিস্তার ঘটে। সংবাদমাধ্যমের কল্যাণে সাম্প্রতিক এইরূপ কতিপয় মবের সাক্ষী আমরা হইয়াছি, যেইগুলি হতাশাব্যঞ্জক। মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়া মব তৈয়ার করিয়া দুই ইরানি নাগরিকসহ তিনজনকে বেদম প্রহার করা হইয়াছে। একই দিবসের মধ্যরাত্রিতে গুলশানে সাবেক এক সংসদ সদস্যের সাবেক স্ত্রীর বাসায় প্রবেশ করিয়া তল্লাশির নামে মালপত্র তছনছ, ভাঙচুর ও লুটপাট চালানো হইয়াছে। গত সোমবার চট্টগ্রামের সাতকানিয়ায় লুটপাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া গণপিটুনিতে দুইজনকে হত্যা করা হয়। একই দিবসে গাজীপুরে যাত্রীবাহী বাসকে জায়গা ছাড়িয়া দেওয়া লইয়া বাগ্‌বিতণ্ডার জেরে এক অটোরিকশাচালকের হাত ও পায়ের রগ কাটিয়া হত্যা করা হইয়াছে। চুরির অভিযোগে বর্বরোচিত হামলা কিংবা সন্দেহের বশে গণপিটুনির অঘটন উল্লেখযোগ্য হারে বাড়িয়াছে, যাহা যে কাহাকেও নিরাপত্তা লইয়া শঙ্কিত করিবে। 

আমরা জানি, গণপিটুনি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। কোনো অপরাধের তথ্য বা কাহারও বিরুদ্ধে মামলা অথবা অভিযোগ থাকিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করাই নাগরিক দায়িত্ব। ইহার বিপরীতমুখী আচরণ রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। যে কোনো অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করিলে তাহারাই ন্যায়ানুগ ব্যবস্থা লইতে তৎপর থাকে। তাহা না করিয়া, আইন স্বহস্তে লইবার এই প্রবণতা কেন? ইহাতে নাগরিকগণ আইনের প্রতি ভরসা হারাইবে। আবার অত্যুৎসাহী বা ক্রুদ্ধ হইয়া কাহারও বিরুদ্ধে দলবদ্ধভাবে সহিংসতা করিবার পরও তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা না লইলে আইন ভঙ্গকারীরা আরও প্রশ্রয় পাইবে।

আমরা মনে করি, জননিরাপত্তা রক্ষার স্বার্থে মব সহিংসতা কঠোর হস্তে দমন করিতে হইবে। এই ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার বিকল্প নাই। সরকারের দিক হইতেও তাহাদের প্রতি কঠোর হইবার বার্তা দিতে হইবে। কোনো সভ্য সমাজে এই প্রকার বেআইনি কর্মকাণ্ড চলিতে পারে না।
গত বৎসর ৫ আগস্ট হইতে মব নামক উচ্ছৃঙ্খল আচরণ চলিতেছে। মধ্যখানে এই প্রবণতা হ্রাস পাইলেও সাম্প্রতিক সময়ে উহা পুনরায় বৃদ্ধির দায় অন্তর্বর্তী সরকার পরিহার করিতে পারে না। ইতোমধ্যে মবসৃষ্ট যেই সকল হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে, সেইগুলির বিচার হইলেও সকলের নিকট কঠোর বার্তা যাইবে। বস্তুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনয়নে ইহার বিকল্প নাই। কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা থাকিলে উহাও খতাইয়া দেখা দরকার। নাগরিকদিগকেও উৎকর্ণ থাকিতে হইবে। কোথাও মব সহিংসতা দেখিলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিতকরণ কিংবা সুসংগঠিত হইয়া উহাকে রুখিয়া দিতে হইবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণপ ট ন হইয় ছ

এছাড়াও পড়ুন:

ফেস্টুন অপসারণ করায় ইউএনওকে শাসালেন বিএনপি নেতা 

ফেস্টুন অপসারণ করায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদকে শাসিয়েছেন এক বিএনপি নেতা। তিনি ইউএনওকে আগের স্থানেই ফেস্টুন লাগিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, “তা না হলে যেটা করা দরকার, সেটাই করব।”

এই বিএনপি নেতার নাম কে এম জুয়েল। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। গোদাগাড়ী উপজেলার রিশিকুলে তার বাড়ি। 

গত মঙ্গলবার (২৯ জুলাই) গোদাগাড়ী উপজেলা সদরের সড়ক বিভাজকে থাকা বিভিন্ন দলের ফেস্টুন অপসারণ করেন ইউএনও ফয়সাল আহমেদ। বিষয়টি জানতে পেরে ইউএনওকে ফোন করে ধমকান জুয়েল।

কে এম জুয়েলের ফোনকল রেকর্ড পাওয়া গেছে। এতে শোনা গেছে, কে এম জুয়েল বলেছেন- “আজকে একটা ঘটনা ঘটেছে, আমি শুনেছি। আমি ইঞ্জিনিয়ার কে এম জুয়েল বলছি, সম্ভাব্য ক্যান্ডিডেট। আপনার গোদাগাড়ী থানার প্রোপারে যে পোস্টার সরিয়েছেন, এই বিষয়ে কিছুক্ষণ আগে আমাকে ইনফর্ম করা হয়েছে। সেখানে আমার পোস্টার ছিল। জামায়াত-বিএনপির পোস্টার ছিল। আপনি যে হটাইছেন, এর কারণ কী? কোনো পরিপত্র আছে, না ইচ্ছে করেই?”

ইউএনও তখন বলেন, “জনগণ অভিযোগ দিয়েছে।” জুয়েল বলেন, “জনগণ তো অনেক অভিযোগ দিয়েছে। সমগ্র গোদাগাড়ী থানাতে ভর্তি হয়ে আছে পোস্টার। তোলেন, সব তোলেন।”

এ সময় ইউএনও কিছু বলতে চাইলে তাকে থামিয়ে দিয়ে জুয়েল বলেন, “শোনেন, আমি যেটা বলছি লিগ্যাল রাইট নিয়ে বলছি, সেটার সঠিক অ্যানসার করবেন। আপনি কেন ওই জায়গার পোস্টার তুলেছেন, আর অন্য জায়গার তুলছেন না কেন? আমি ঢাকাতে আছি, আমি আসতেছি।”

ইউএনও বলেন, “আচ্ছা ঠিক আছে।” জুয়েল বলেন, “না, আপনি যেখান থেকে পোস্টার তুলেছেন, সেখানে আপনি সাবমিট করবেন পোস্টার।” কথা না বাড়িয়ে ইউএনও বলেন, “ঠিক আছে।”

এ সময় আরো ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা জুয়েল বলেন, “কালকে যেন আমরা ওখানে দেখতে পাই, পোস্টার যেখানে ছিল। ঠিক আছে মানে কী? অবশ্যই করবেন। না হলে যেটা করা দরকার সেটাই করব। আপনার এগেইনেস্টে যেরকম স্টেপ নেওয়া দরকার, সেটাই আমি করব। বিশেষ করে আমরা করব। আমার নেতার ছবি তুলেছেন আপনি ওখান থেকে। জাস্ট রিমেম্বার ইট।”

জুয়েল বলতে থাকেন, “নরসিংদী বাড়ি দেখান আপনি, না? কোন দল থেকে আসছেন আপনি? কোন দল থেকে এসেছেন? কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনি? কালকে পোস্টার ভদ্রলোকের মতো লাগাবেন। ফাইজলামি! এহ, বিশাল ব্যাপার। উনি টিএনও হয়ে গোদাগাড়ীতে আসছেন।”

বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “ডাইংপাড়া মোড়ে ব্যানার-ফেস্টুন এরকম পর্যায়ে ছিল যে, যান চলাচলে সমস্যা হচ্ছিল। পাশাপাশি পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছিল বলে অভিযোগ ছিল। স্থানীয় জনগণ এ ব্যাপারে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছে সরানোর জন্য। দুই-তিনবার মৌখিকভাবে ও লিখিত আকারে জানানো হয়েছিল। না সরানোর কারণে ব্যানার-ফেস্টুন সরিয়ে পৌরসভায় রাখা হয়েছে।”

তিনি জানান, বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভাতেও আলোচনা হয়েছিল। সেখান থেকে সকল রাজনৈতিক দলের পোস্টারই পৌরসভার পক্ষ থেকে সরানো হয়েছে। তবে, বিএনপি নেতা কে এম জুয়েলের ফোনে শাসানোর বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কে এম জুয়েল বলেন, “ইউএনওর কাছে জনগণ অভিযোগ করেছে, আর আমরা কি মানুষ না? আমরা জানোয়ার? আমার ছবি তুলে ফেলুক আপত্তি নাই। আমার নেতার ছবিতে হাত দিয়েছে কেন? তার কাছে কি নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে পোস্টার তুলে ফেলতে? তিন মাসের মধ্যে কি নির্বাচন? উনি জাস্টিস করতেন, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু গরু-ছাগলের মতো আচরণ করবেন, তা তো হয় না।”

বিষয়টি নিয়ে কোথাও আলোচনা হয়নি, ইউএনও কোনো চিঠিও দেননি, দাবি করে এই বিএনপি নেতা বলেন, “গতকাল আমার এক লোককে ডেকে ইউএনও বলেছেন, যেখানে পোস্টার ছিল, দয়া করে আপনারা লাগিয়ে নেন। কিন্তু, আমরা তো লাগাব না। ইউএনওকেই লাগাতে হবে।”

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একজন সদস্য জানান, প্রায় দুই মাস আগে উপজেলা সদরের এসব ব্যানার-ফেস্টুন ও পোস্টারের বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেন এক ব্যক্তি। এক মাসেও সেগুলো অপসারণ না হওয়ায় পরবর্তী মাসের সভাতেও বিষয়টি আলোচনায় ওঠে। ওই সভায় ট্রাফিক পুলিশ আপত্তি করেছিল যে, ফেস্টুনের কারণে রাস্তার একপাশ থেকে অন্যপাশ দেখা যায় না। এতে দুর্ঘটনা ঘটছে। এ দুটি সভার মধ্যে প্রথম সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল ছিলেন না। দুই সভার মাঝে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হলে তিনি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন।

তবে, কোনো আলোচনা হয়নি দাবি করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, “আমি আইনশৃঙ্খলা কমিটির সদস্য। পোস্টার নিয়ে কোনো আলোচনা সভায় হয়নি। ইউএনও আমাদের না জানিয়ে এভাবে ফেস্টুন অপসারণ করে ঠিক করেননি। সেখানে আমাদের নেতার ছবি ছিল।”

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে: আইএসপিআর
  • রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদাল
  • সারা দেশে সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৮৮
  • জুলাইয়ে মব তৈরি করে ১৬ জনকে হত্যা, অজ্ঞাতনামা ৫১ লাশ উদ্ধার
  • শৈলকুপায় ইউপি কার্যালয়ে তালা, বিএনপি নেতাসহ আটক ৬
  • ইউনিয়ন পরিষদে তালা দেয়ায় বিএনপি নেতা আটক
  • গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবননাশের হুমকি ছিল, আত্মরক্ষার্থে বলপ্রয়োগ করা হয়েছে
  • ‘ভূমিকম্পে ছিন্নভিন্ন হওয়া দেশকে স্থিতিশীলতায় ফিরিয়েছে অন্তর্বর্তী সরকার’
  • ফেস্টুন অপসারণ করায় ইউএনওকে শাসালেন বিএনপি নেতা 
  • কক্সবাজারে ৩৫ পুলিশ সদস্যের পোশাকে থাকবে ‘বডি ওর্ন ক্যামেরা’