ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর। আজ রোববার (০৯ মার্চ, ২০২৫) রাতে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।
ভারতের শিরোপা জয়ের ক্ষেত্রে ফাইনালে দারুণ ভূমিকা পালন করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। তাতে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তিনি টুর্নামেন্টে মাত্র ৪ ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে রান করেন ২৬৩টি। পাশাপাশি উইকেট নেন ৩টি। তাতে সিরিজ সেরার পুরস্কার ওঠে তার হাতে।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন ভারত
যে কাজের পর নাঈম শেখের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে রোহিত বলেছেন, ‘‘এটা দারুণ অনুভূতি। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফল আমাদের পক্ষে আসায় আনন্দটা আরও বেড়ে গেছে।’’
নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, ‘‘আক্রমণাত্মক খেলার ধরণ আমার স্বাভাবিক নয়, কিন্তু এটা আমি সত্যিই করতে চেয়েছিলাম। যখন কিছু ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তখন দলের ও ম্যানেজমেন্টের সমর্থন থাকা খুব জরুরি। আমি আগে রাহুল (রাহুল দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন গৌতি (গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গেও আলোচনা করেছি। এটা আমি সত্যিই করতে চেয়েছিলাম। এত বছর ধরে আমি ভিন্নভাবে খেলেছি, আর এখন এই নতুন ধরনে ভালো ফল আসছে।’’
দুবাইর উইকেট ও নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, ‘‘পিচের স্বাভাবিক বৈশিষ্ট্য বুঝতে হয়, আর আমি শুরুতে প্রথম পাঁচ-ছয় ওভার কিভাবে খেলতে চাই, সে ব্যাপারে একদম পরিষ্কার ছিলাম। আগে কখনো কখনো আউটও হয়েছি, তবে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করাটাই মূল বিষয়। ব্যাটিং লাইনআপের গভীরতা আমাকে স্বাধীনতা দেয়, যা আমার জন্য সহায়ক।’’
ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে রাচিন বলেছেন, ‘‘এটা অবশ্যই মিশ্র অনুভূতি। ফাইনালটা ছিল দারুণ। ব্যক্তিগত স্বীকৃতি পাওয়া ভালো লাগে, তবে দলের হয়ে খেলা আরও বড় ব্যাপার।’’
আইসিসি টুর্নামেন্টে এত ভালো খেলার পেছনের রহস্য জানিয়ে সিরিজ সেরা এই অলরাউন্ডার বলেন, ‘‘সম্ভবত ভালো পিচে খেলার সুযোগ পাই। টুর্নামেন্ট ক্রিকেট খেলতে ভালো লাগে। কারণ, এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আমার অতীত পারফরম্যান্স নিয়ে গর্বিত। অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই। যদি ট্রফি জেতা যেত, তাহলে সবকিছু আরও সুন্দর হতো, কিন্তু ক্রিকেট আসলেই নির্মম খেলা।’’
‘‘দলের প্রতিটি সদস্যের ভূমিকা থাকে। এখানে কেউ অভিজ্ঞ বা নতুন বলে আলাদা নয়। আমরা সবাই একসঙ্গে খেলি, দল হিসেবেই এগিয়ে যাই।’’ যোগ করেন তিনি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা১. পরিসংখ্যানবিদ: ৫টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৪. স্টোরকিপার: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. গাড়িচালক: ৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. অফিস সহায়ক: ১০টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা
ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফিক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫