ভারতকে জিতিয়ে সবাইকে হাসালেন রোহিত
Published: 10th, March 2025 GMT
ট্রফি হাতে নিয়ে সাংবাদিকদের পেছনে রেখে ব্যাকড্রপের দিকে মুখ করে দাঁড়ালেন রোহিত শর্মা। সংবাদ সম্মেলন কক্ষের সবাই তৎক্ষণাৎ বুঝে গেল কী হতে চলেছে।
চ্যাম্পিয়ন রোহিত সবাইকে নিয়ে সেলফি তুললেন। এরপর ট্রফি হাতে নিজেই পোজ দিলেন ডায়াসে দাঁড়িয়ে, ফোন–ক্যামেরা এবার ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারের হাতে। পেছনে সংবাদ সম্মেলনে থাকা সাংবাদিকেরা। ওই দিক থেকে ছবি তোলা শেষ হলে পরে সাংবাদিকেরাও পাল্টা সেলফি তুললেন রোহিতকে পেছনে রেখে।
রোহিত শর্মার সংবাদ সম্মেলনে বরাবরই বাড়তি কিছু থাকে, তবে শর্ত হলো ভারতকে জিততে হবে। কাল তো দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হয়েই তিনি এলেন সংবাদ সম্মেলনে।
প্রায় ২৩ মিনিটের প্রশ্নোত্তর পর্ব যতটা সম্ভব মিঠে হলো। মিঠে মানে কোনো কড়া প্রশ্ন নেই, কোনো বাঁকা উত্তর নেই। কারণ রোহিতের হাতে করে নিয়ে আসা ওই ট্রফিটা। রোহিতের ভাষায় যেটাতে অধিকার গোটা ভারতের। যেটা তিনি উৎসর্গও করেছেন ভারতবাসীকে। এমন রাতে অধিনায়কেরা কলমের ডগায় তলোয়ার নিয়ে ঘোরা সাংবাদিকদেরও অনেক কাছে চলে আসেন। রোহিত তো আসেন বারবারই।
২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে একই অভিজ্ঞতা হয়েছিল কলম্বোতে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতে রোহিত শর্মা এসেছিলেন সংবাদ সম্মেলনে। বাইরে পটকা–বাজির আওয়াজ থামছেই না। ধুম–ধাম শব্দে সংবাদ সম্মেলনে কথা শুরু করেও ভারত অধিনায়ককে চুপ হয়ে যেতে হয়েছিল। একটু থেমে রোহিত পরে মজা করে বলেছেন, ‘আরে এখন ফোটাচ্ছ কেন, আমরা বিশ্বকাপ জেতার পর আতশবাজি ফোটাও!’
এক মাস পরই ভারতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। রোহিতের দল অবশ্য সেটা জিততে পারেনি। তবে গত বছর ওয়েস্ট ইন্ডিজে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং কাল দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি—পরপর দুটি আইসিসি ইভেন্টের শিরোপা উঠেছে রোহিতেরই হাতে। এমন রাতে তিনি দিলখোলা হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। যেকোনো প্রশ্নেই স্বভাবসুলব ধীরস্থির বাচনভঙ্গিতে বিস্তারিত উত্তর, সঙ্গে কখনো মিশিয়ে দিয়েছেন রসিকতা। মিডিয়া ম্যানেজার ২২–২৩ মিনিটের মাথায় সংবাদ সম্মেলনের ইতি টানলেও রোহিতকে দেখে মনে হচ্ছিল কথা বলায় তাঁর ক্লান্তি ছিল না।
সংবাদ সম্মেলন শেষ করার পরও যেমন তিনি দুই লাইন বাড়তি বলে গেলেন, ভারতকে চ্যাম্পিয়ন করার রাতে যে প্রসঙ্গ টানতে সম্ভবত অস্বস্তি হচ্ছিল সাংবাদিকদেরও। একবার শুধু একজন একটু ঘুরিয়ে পেঁচিয়ে রোহিতের ভবিষ্যত পরিকল্পনা জানতে চেয়েছিলেন।
রোহিতও সরাসরি প্রসঙ্গে না গিয়ে ঘুরিয়ে পেঁচিয়েই শেষে বলেছেন, ‘কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যেভাবে চলছে চলবে।’ কিন্তু সংবাদ সম্মেলন শেষে চেয়ার ছেড়ে ওঠার আগে তিনি নিজ থেকেই আবার পাড়লেন প্রসঙ্গটা। মুচকি হেসে বললেন, ‘একটা বিষয় আমি পরিস্কার করতে চাই। আমি কোথাও যাচ্ছি না। এই সংস্করণ থেকে আমি অবসর নিচ্ছি না।’ সবাই হো হো করে হেসে উঠল, হাততালির শব্দও শোনা গেল বোধহয় একটু।
ফাইনালের আগের দিন যে বিষয়টা নিয়ে মহাগুঞ্জনে কেটেছিল, সেটাকে রীতিমতো রসিকতা বানিয়ে সবার কৌতুহল মিটিয়ে চলে গেলেন রোহিত। যাওয়ার আগে ওই ছবি আর সেলফি তোলার পর্ব, তারও আগে মূল সংবাদ সম্মেলন।
ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যেখানে দলীয় প্রচেষ্টার কথাই বারবার বলেছেন রোহিত। দলের এক থেকে এগারো—বাদ দেননি কাউকেই। আর এটা শুধু গতকালের শিরোপা জয়েরই নয়, ভারতের ধারাবাহিক সাফল্যেরই সূত্র। রোহিতের ভাষায়, ‘যখন সবাই মিলে খেলবেন এবং একসঙ্গে দলের অনেকে অবদান রাখবে, আপনি ধারাবাহিকভাবে অনেক সাফল্য পাবেন। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত সেটাই হয়েছে।’
সর্বশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে রোহিতের ভারত হেরেছে কেবল ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। নইলে ওই বিশ্বকাপ, পরের বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং এবারের চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে ২৪ ম্যাচের ২৩টিতেই জিতেছে ভারত।
রোহিতের কাছে এটা অনেক বড় অর্জন, ‘দুটি আইসিসি টুর্নামেন্ট পরপর জেতাই একটা বড় অর্জন এবং সেগুলো অপরাজিত থেকে জেতাটা তো সোনায় সোহাগা। আমার জানা মতে খুব কম দলই পরপর দুটি বড় টুর্নামেন্ট অপরাজিত থেকে জিতেছে।’ এর জন্য রোহিত ভারতের দর্শকদেরও কৃতিত্ব দিয়েছেন। পাঁচটি ম্যাচই দুবাইয়ে খেলা ভারত প্রবাসী ভারতীয়দের বিপুল সমর্থন পেয়ে রীতিমতো হোম কন্ডিশনের সুবিধাই ভোগ করেছে চ্যাম্পিয়নস ট্রফিতে। কথাটা স্বীকার করেছেন রোহিতও।
অধিনায়ক রোহিত ভারতের এই সাফল্যে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। কালও তাঁর ৭৬ রানের ইনিংসই জয়ের পথ দেখাতে শুরু করে ভারতকে। যদিও রোহিতের কথা, এটা বাড়তি কিছু নয়। আগের ম্যাচগুলোতে যা যা করে আসতে চেয়েছেন বা করেছেন, ফাইনালের ৭৬ রানের ইনিংসও সেরকমই কিছু, ‘পাওয়ার প্লেতে রান করাটা গুরুত্বপূর্ণ আমি জানি। এক–দুটি নয়, পাঁচটি ম্যাচেই দেখেছি ১০ ওভারের পর ফিল্ডিং ছড়িয়ে পড়লে এবং স্পিনাররা এলে রান করা কঠিন হয়ে যায়। কারণ এখানে উইকেট এমনিতেই একটু মন্থর।’
রোহিতের কাছে ৩০–৪০ রানের ইনিংসও অনেক গুরুত্বপূর্ণ যদি তা দলকে জেতাতে সাহায্য করে, ‘২০১৯ বিশ্বকাপেও আমি অনেক অবদান রেখেছিলাম, কিন্তু আমরা বিশ্বকাপ জিতিনি। ওটাতে তাই আনন্দও পাইনি। আপনি যদি ৩০–৪০ রানও করেন আর দল জিতে, তাতেই বরং অনেক বেশি সন্তুষ্টি ও আনন্দ আসে।’
রোহিত নিজেই অবশ্য একবার বলেছেন, আইসিসি বিশ্বকাপ মানে ওয়ানডে বিশ্বকাপ; যেটা এখনো তাঁর জেতা হয়নি। টি–টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। তবে চ্যাম্পিয়নস ট্রফিটা যেহেতু ওয়ানডে টুর্নামেন্টই, তাতে ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারার অতৃপ্তি কি কিছু কমল তাঁর? সেটা জানতে গিয়েই ভারতের এক সাংবাদিকের প্রশ্ন, ‘আপনি কি বলবেন যে দুটোই সমান, নাকি এখনো বলবেন ওয়ানডে বিশ্বকাপই বড়?’
প্রশ্ন শুনে রোহিত শুরুতে একটু যেন খেই হারালেন। তবে মুহুর্তেই সামলে নিয়ে যেটা বললেন, মনে হতেই পারে আসলে চ্যাম্পিয়নস ট্রফিও বিশ্বকাপের চেয়ে কোনো অংশে কম নয়। তার আগে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তাঁর আগের বলা কথার ব্যাখ্যা দিতে গিয়ে ভারত অধিনায়ক ফিরে গেলেন ছোট বেলায়, ‘দেখুন সামনে যে আইসিসি ট্রফিই আসবে, সেটা জিততে চেষ্টা করতে হবে। ওয়ানডে বিশ্বকাপ হলো ওয়ানডে বিশ্বকাপ। ছোট বেলা থেকে ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই তো বড় হয়েছি। তখন টি–টোয়েন্টি বিশ্বকাপ ছিল না, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়নস ট্রফিও হতো না। সে জন্যই বলছি, এটা আমাদের কাছে ৫০ ওভারের বিশ্বকাপ জেতার মতো।’
এরপরই পাশে রাখা ট্রফিটা দেখিয়ে আবার রসিকতা, ‘আরে ভাই, এটার মধ্যেও কোনো কমতি নেই…।’ শ্রোতাকূলে আবার হাসি। ওদিকে রোহিত বলে যান, ‘ট্রফি তো ট্রফিই। যে কোনো ফাইনাল জেতাই গৌরবের। শুধু আমি নই, পুরো দল, আমাদের পুরো জাতিই আজ খুশি কারণ, কোনো টুর্নামেন্টের ফাইনাল জেতা অনেক বড় অর্জন।’
সেরকম বড় অর্জনের পর রোহিত যখন চনমনে বড় মন নিয়ে সংবাদ সম্মেলনে আসেন, সেখানে থাকাটাও তাঁর ব্যাটিং দেখার মতোই চরম বিনোদনমূলক এক ব্যাপার।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বল ছ ন ফ ইন ল আইস স ভ রতক
এছাড়াও পড়ুন:
রাজধানীতে পরপর তিন দিনে তিন জনসমাবেশ
আগামীকাল বৃহস্পতিবার ১ মে থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকারি ছুটি। এই তিন দিনে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথক জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচি ঘিরে ছুটির তিন দিনে রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।
১ মে বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। পরদিন ২ মে শুক্রবার আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে। ৩ মে শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল বেলা দুইটায় ঢাকার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি থাকবেন। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। এই সমাবেশ আয়োজনে যুক্ত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। ঢাকা মহানগরের বাইরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশে অংশ নেবেন।
নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি, সমাবেশটি অনেক বড় করার। আশা করি, আপনারা সেদিন উপস্থিত থাকলে দেখতে পাবেন।’
পরদিন শুক্রবার বেলা তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি। দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গতকাল প্রথম আলোকে বলেন, এই কর্মসূচি থেকে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, এর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং নিবন্ধন বাতিল করার দাবি জোরালোভাবে জানানো হবে। একই সঙ্গে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুম-খুনের মাধ্যমে হত্যাকাণ্ডের পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই-আগস্ট গণহত্যা ও ২০২১ সালে নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মতো বড় হত্যাকাণ্ডগুলোর বিচারও দাবি করা হবে।
২১ এপ্রিল থেকে দলগতভাবে আওয়ামী লীগের বিচার, দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বিক্ষোভ, সমাবেশ ও মশালমিছিলের মতো কর্মসূচি করছে এনসিপি। শুক্রবারের সমাবেশে ১০ থেকে ১৫ হাজার মানুষের জমায়েত হতে পারে বলে জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।
এনসিপির সমাবেশের পরদিন শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশের দিকে অনেকের দৃষ্টি। এক মাস ধরে সংগঠনটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।
সংগঠনটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের’ দাবিতে এই মহাসমাবেশ ডাকা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সভা হয়।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টায় মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে নেতারা সংবাদ সম্মেলন করেন।
হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এই মহাসমাবেশে তাঁদের মুখ্য দাবি হবে মূলত চারটি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে, অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। কারণ, বিগত আওয়ামী লীগ সরকার এই মামলাগুলোকে পুঁজি করে হেফাজতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ভবিষ্যতে যে সরকার আসবে, তারাও একই কাজ করতে পারে। তাই মামলা প্রত্যাহার হচ্ছে তাঁদের মুখ্য দাবি। সংগঠনটির হিসাবমতে, সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টি মামলা রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এরপর যথাক্রমে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো থাকবে।
উল্লেখ্য, এক যুগ আগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে যৌথ বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের ঘটনা ঘটে।
আগামী ৫ মে সোমবার সরকারি কর্মদিবস। সপ্তাহের মাঝখানে রাজধানীতে সমাবেশ করলে বড় ধরনের জনদুর্ভোগে সৃষ্টি হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সে জন্য হেফাজতে ইসলাম ছুটির দিনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া হেফাজত ৫ মে বিশেষ দিবস হিসেবে পালন করে না। এ ধরনের দিবস পালন ইসলামের নীতিবিরোধী। তাই সবকিছু বিবেচনা করে ৩ মে মহাসমাবেশ করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংগঠনের নেতাদের নামে থাকা অতীতের মামলা-মোকদ্দমাগুলো প্রত্যাহারে সরকারের ওপর চাপ তৈরি, একই সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক প্রভাব দৃষ্টিগ্রাহ্য করারও একটি লক্ষ্য রয়েছে।