আজ খতমে তারাবিহতে কোরআনের সুরা ইউসুফের ৫৩ নম্বর আয়াত থেকে সুরা ইবরাহিম পুরোটা তিলাওয়াত করা হবে। ১৩তম পারা পড়া হবে।
আজকের তিলাওয়াতে হজরত ইউসুফ (আ.)-এর জীবনের চমকপ্রদ ঘটনার শেষাংশ, একাত্ববাদ, স্তম্ভহীন আকাশে আল্লাহর নিদর্শন, কোরআনের মাহাত্ম্য, আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি লাভ, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, জীবন-মরণ তাঁর হাতে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য, কিয়ামত, জাহান্নামের শাস্তি, নবী-রাসুলদের সঙ্গে অবিশ্বাসীদের আচরণ ও পরিণতি এবং হক-বাতিলের পরিচয় ইত্যাদি বিষয়ের কথা রয়েছে।
কারাবন্দী থেকে অর্থমন্ত্রী
সুরা ইউসুফে হজরত ইউসুফ (আ.
সে সময় মিসর ও এর আশপাশে দুর্ভিক্ষ চলছিল। অভাবে পড়ে তাঁর ভাইয়েরা বিশেষ দান পেতে মিসরে আসেন। ইউসুফ ভাইদের চিনতে পেরেও নিজের পরিচয় গোপন রাখেন। ভাইয়েরা অবশ্য কয়েকবার সাক্ষাতের পরও তাঁকে চিনতে পারেননি।
হজরত ইউসুফ (আ.) একবার শর্ত দিয়ে বললেন, ত্রাণ পেতে হলে তোমাদের ছোট ভাইকে আনতে হবে। ছোট ভাইয়ের নাম বেনিয়ামিন। বেনিয়ামিন ইউসুফ (আ.)-এর সহোদর ভাই। বাবা ইয়াকুব (আ.) এ কথা জেনে বেঁকে বসেন। কিন্তু অভাবের সংসার আর ছেলেদের অনুনয়ে শেষে দিলেন। পরে ভাইয়েরা বেনিয়ামিনকে সঙ্গে করে মিসর আসেন।
আরও পড়ুনতারাবির নামাজে কোন দিন কোন সুরা পড়া হবে২৮ ফেব্রুয়ারি ২০২৪ইউসুফ (আ.) ছোট ভাইকে দেখে আত্মতৃপ্ত হন। কৌশলে নিজের কাছে রেখে দেন। ভাইদের কাছে বাবা ইয়াকুবের জন্য নিজের পরনের জামা দিয়ে বলেন, ‘এটা আমার আব্বার চেহারার ওপর রেখো।’ পুত্রশোকে অন্ধ হওয়া ইয়াকুব (আ.) পুত্রের জামার বদৌলতে দৃষ্টি ফিরে পান। পরে সপরিবার মিসরে চলে এসে এখানেই বসতি স্থাপন করেন।
জুলেখার সঙ্গে ইউসুফ (আ.)-এর প্রেম বিষয়ে নানা কথাবার্তা সমাজে চালু রয়েছে। জুলেখার একপক্ষীয় প্রেম ছিল। ইউসুফ তাঁকে কখনো সেভাবে দেখেননি। তবে মুফাসসিররা বিচ্ছিন্ন সনদে উল্লেখ করেছেন, জুলেখার স্বামী কিতফিরের মৃত্যুর পর এবং তওবা করার পর ইউসুফ (আ.)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দুটি ছেলে সন্তানও হয়েছিল তাঁদের (তাফসিরে ইবনে আবি হাতিম: ৮/৩৯০; তাফসিরে তবারি: ১৬/১৫১)। তবে এ বিষয়ে কোরআন-হাদিস থেকে স্পষ্ট কিছুই জানা যায় না।
আরও পড়ুননারীর মর্যাদা ও অধিকার এবং অলৌকিক তিন ঘটনা১২ মার্চ ২০২৪বজ্রের নামে সুরার নামকোরআনের ১৩ নম্বর সুরা রাদ। ৪৩টি আয়াতবিশিষ্ট সুরাটি মক্কায় অবতীর্ণ। রাদ অর্থ বজ্র। বজ্রও আল্লাহর তাসবিহ পাঠ করে, এ সুরায় বজ্রের আলোচনা থাকায় এর নাম রাখা হয়েছে সুরা রাদ। এ সুরার শুরুতে তিনটি মৌলিক আকিদা তথা তাওহিদ, রিসালাত ও আখিরাতের কথা এসেছে।
সত্য-অসত্যের উদাহরণ
সুরা রাদের ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্য-মিথ্যার তুলনা বোঝাতে চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। মিথ্যা ও বাতিল জিনিসের উপমা হলো, ঢেউয়ের ওই বুদ্বুদের মতো, যা সাময়িকভাবে সবকিছু ঢেকে দেয়। কিন্তু অবশেষে বিলুপ্ত যায়। সত্যপন্থীদের উপমা হলো, সেই সোনা-রুপার মতো, যা ঢেউয়ের সঙ্গে ভেসে যায় না; বরং জমিনে থেকে যায়। আগুনের সুষম তাপে খাঁটি সোনায় পরিণত হয়।
আরও পড়ুনইসলাম যাদেরকে বিয়ে করতে নিষেধ করেছে১৩ মার্চ ২০২৪বুদ্ধিমানের ৮ গুণআল্লাহ তাআলা সুরা রাদের ২০ থেকে ২৪ নম্বর আয়াতে সত্যিকারের বুদ্ধিমান ও বিশ্বাসীদের ৮টি গুণের কথা বলেছেন। এ গুণের অধিকারীদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। গুণগুলো হলো:
১. তারা প্রতিশ্রুতি রক্ষা করেন।
২. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন।
৩. আল্লাহকে ভয় করেন।
৪. পরকালের হিসাব ভয় করেন।
৫. ধৈর্যধারণ করেন।
৬. নামাজ প্রতিষ্ঠা করেন।
৭. গোপনে ও প্রকাশ্যে ব্যয় করেন।
৮. উত্তম ব্যবহারের মাধ্যমে দুর্ব্যবহারের জবাব দেন।
আরও পড়ুনকোরআনের আয়াত ও দাম্পত্য সম্পর্কে সমঝোতা১৪ মার্চ ২০২৪দুর্ভাগাদের ৩ চিহ্নএ সুরার ২৫ নম্বর আয়াতে দুর্ভাগা ও আল্লাহর অভিসম্পাতের অন্তর্ভুক্ত তিন শ্রেণির লোকের কথা এসেছে। ১. তারা আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। ২. আল্লাহ যে সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলেছেন, তা ছিন্ন করে। ৩. পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে।
সুরা ইবরাহিমে ইবরাহিম (আ.)-এর কথা
৫২ আয়াতবিশিষ্ট সুরা ইবরাহিম মক্কায় অবতীর্ণ। কোরআনের ১৪তম সুরা এটি। এ সুরা নাজিল হওয়ার কিছুদিন পরই রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরত করেন। এতে ইবরাহিম (আ.)-এর সম্পর্কে বিশদ আলোচনা থাকায় এর নাম রাখা হয়েছে সুরা ইবরাহিম।
আরও পড়ুনহালাল খাবার গ্রহণ ও অসিয়তের গুরুত্ব১৫ মার্চ ২০২৪পবিত্র বাক্য পবিত্র বৃক্ষের মতোসুরা ইবরাহিমের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কালেমা তাইয়েবায় বিশ্বাসী মানুষ ও তার কাজের উদাহরণ একটি গাছের সঙ্গে দিয়েছেন, যার কাণ্ড মজবুত, সুউচ্চ এবং শিকড় মাটির গভীরে প্রোথিত। গাছটি এত শক্ত যে দমকা বাতাসে ভূমিসাৎ হয় না। এর ফল ময়লা ও আবর্জনা থেকে মুক্ত। এর শাখা উচ্চতায় আকাশপানে ধাবমান, ফল সব সময় খাওয়া যায়।
তাফসিরবিশারদেরা বলেন, এটি খেজুরগাছ। এ বৃক্ষের উপমায় মুমিনের উদাহরণ দেওয়ার কারণ হলো, কালিমায়ে তাইয়েবার মধ্যে ইমান হচ্ছে মজবুত ও অনড় শিকড় বিশিষ্ট, দুনিয়ার বিপদ একে টলাতে পারে না।
সব যুগেই খাঁটি মুসলমানরা ইমানের মোকাবিলায় জীবন-সম্পদ ও কোনো কিছুর পরোয়া করেনি। মুমিনরা দুনিয়ার নোংরামি থেকে সব সময় দূরে থাকেন। মুমিনের সৎকর্ম আকাশের দিকে উত্থিত হয়। তাদের আমল সব ঋতুতে অব্যাহত রয়েছে। তাদের কথাবার্তা, ওঠাবসা সমগ্র বিশ্বের জন্য ফলদায়ক। (তাফসিরে মারেফুল কোরআন, পৃষ্ঠা: ৭১৬-৭১৭)
ইবরাহিম (আ.)-এর প্রার্থনায় মানুষ
এ সুরার ৩৫ থেকে ৪১ নম্বর আয়াতে আল্লাহর কাছে ইবরাহিম (আ.)-এর বিশেষ দোয়ার কথা আছে। যে দোয়া ইবরাহিম (আ.) করেছেন দেশ, নিজের সন্তানসন্ততি, পরবর্তী বংশধরদের জন্য সুকল্যাণ, তাদের মধ্যে বিশ্বাসী মুসলমান ও নামাজি সন্তানের জন্য। সন্তানদের জন্য চেয়েছেন উত্তম রিজিক, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নিজ ও সন্তান যেন ইবাদতকারী হয়, সে কথার প্রার্থনা করেছেন। ক্ষমা চেয়েছেন নিজের জন্য, পিতার জন্য ও সব মুমিন-মুসলমানের জন্য। এ সুরার শেষ দিকে কিয়ামত দিবসের ভয়াবহতা এবং জাহান্নামের ভয়ংকর শাস্তির বর্ণনা রয়েছে।
আরও পড়ুনপ্রাচীন ৬ জাতি ধ্বংসের কাহিনি১৬ মার্চ ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রআন র র আয় ত কর ছ ন র জন য আল ল হ ইউস ফ
এছাড়াও পড়ুন:
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ ১৬০ দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। সকাল থেকেই ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।
সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস। ছাতা মাথায় দল বেঁধে ছুটছেন ক্লাসরুমের দিকে। কখনো এক ছাতার নিচে দু-তিনজন। কারও সঙ্গে অভিভাবকও এসেছেন। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষাবর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্লাসে যোগ দেন। নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগ ঘুরে শ্রেণি কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী দীপ্ত বলেন, ‘আমাদের প্রায় এক সেমিস্টার নষ্ট হয়ে গেছে। এই সময়টা খুব অস্বস্তিতে কেটেছে। ক্ষতি যা হওয়ার হয়েছে, তবে এখন আবার ক্লাস শুরু হওয়াটা ইতিবাচক দিক। আমরা আশাবাদী।’ একই ব্যাচের শিক্ষার্থী আম্মান বলেন, ‘অনেক দিন জীবনটা থেমে ছিল। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। ঠিক যেন স্কুলজীবনের প্রথম দিনের মতো। সব হতাশা কাটিয়ে আমরা অনেকটা নতুন করে শুরু করছি।’
হুমায়ুন কবির নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে। পাঁচ মাস ধরে ক্লাস বন্ধ থাকায় ও মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিল। একসময় অসুস্থও হয়ে পড়ে। কুয়েটে এমন পরিস্থিতি আগে দেখিনি। কর্তৃপক্ষ দায়িত্ব ঠিকভাবে পালন করলে হয়তো আগেই খুলে যেত। তারপরও এখন অন্তত খুলেছে, এটা বড় স্বস্তি।’
কুয়েটের ছাত্র পরিচালক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আজ থেকে কুয়েটে ক্লাস শুরু হয়েছে। তবে এখনো সব শিক্ষার্থী আসেননি। যাঁদের কেবল ক্লাস রয়েছে, তাঁরা অংশ নিচ্ছেন। যাঁদের পরীক্ষা ছিল, তাঁরা প্রস্তুতির জন্য কিছুটা সময় চেয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে অব্যাহতি দেয়। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এরপর কোনো শিক্ষকই ক্লাসে ফেরেননি। শিক্ষক সমিতির বিরোধিতার মুখে হজরত আলী দায়িত্ব পালন করতে না পেরে ২২ মে পদত্যাগ করেন।
এরপর ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার ক্লাস শুরুর নোটিশ জারি করা হয়।