ক্যানসারের রোগীরা কি রোজা রাখতে পারবেন
Published: 10th, March 2025 GMT
পবিত্র রমজান মাসে ক্যানসারের কোনো কোনো রোগী রোজা পালন করতে চাইতে পারেন। তবে তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ, এ সময় খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে, যা তাঁদের শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।
রোজা রাখা নিরাপদ কি না
ক্যানসারের রোগীদের রোজা রাখা উচিত কি না, তা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসাপ্রক্রিয়ার ওপর। যেসব রোগী কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন, এ সময় তাঁদের শরীর দুর্বল থাকে, বমিভাব, ডিহাইড্রেশন, রক্তস্বল্পতা ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এ ক্ষেত্রে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।
যদি রোগী রেমিশনে থাকেন বা চিকিৎসা শেষ হয়ে থাকে, তবে শরীর ভালো থাকলে চিকিৎসকের পরামর্শে রোজা রাখতে পারেন।
যদি রোগী মেটাস্ট্যাটিক (স্টেজ ফোর) বা জটিল অবস্থায় থাকেন, তবে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর আরও খারাপ হতে পারে।
আরও পড়ুনরোজা রেখেও কাদের ওজন কমে না০৫ মার্চ ২০২৫খাদ্যাভ্যাস ও পুষ্টি ব্যবস্থাপনা
সাহ্রিতে সহজপাচ্য কার্বোহাইড্রেট (ভাত, গমের রুটি), প্রোটিন (ডিম, মাছ, মুরগি), স্বাস্থ্যকর চর্বি (বাদাম, অলিভ অয়েল) খাওয়া ও প্রচুর পানি পান করা উচিত।
ইফতারে প্রোটিনযুক্ত খাবার, পর্যাপ্ত শাকসবজি, ফলমূল ও পানীয় গ্রহণ করা জরুরি। অতিরিক্ত চিনি ও প্রসেসড ফুড এড়িয়ে চলতে হবে।
ডিহাইড্রেশন এড়াতে ইফতার থেকে সাহ্রি পর্যন্ত অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা দরকার।
ওষুধ ও চিকিৎসা ব্যবস্থাপনা
রোগী কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসা গ্রহণ করে থাকলে, ওষুধের সূচি ঠিক রাখতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।
কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার (বমি, ডায়রিয়া, মুখে ঘা) কারণে অনেক রোগীর জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কষ্টকর হতে পারে।
ব্যথানাশক বা অন্যান্য নিয়মিত ওষুধ ইফতার ও সাহ্রির মধ্যে কীভাবে গ্রহণ করা যাবে, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে।
আরও পড়ুনডায়াবেটিসে রোজা রাখা কাদের জন্য ঝুঁকিপূর্ণ২৮ ফেব্রুয়ারি ২০২৫বিশ্রাম ও শারীরিক কার্যক্রম
ক্যানসারের রোগীদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি, বিশেষ করে যদি তাঁরা দুর্বল থাকেন।
হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করা যেতে পারে। তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা উচিত।
চিকিৎসকের পরামর্শ গ্রহণ
রোজা রাখার আগে অবশ্যই অনকোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
চিকিৎসক যদি মনে করেন যে রোজা রাখা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে, তবে ইসলামিক বিধান অনুযায়ী, অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.
) ডা. মো. কুদরত-ই-ইলাহী, প্রফেসর অব মেডিসিন ও সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অনকোলজি, আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল, উত্তরা
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।