ভারতের অধিনায়কত্ব পেয়েছেন ২০২১ সালে। এ চার বছরে জিতেছেন আইসিসি ইভেন্টের দুটি বড় শিরোপা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবার চ্যাম্পিয়নস ট্রফি। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই গুঞ্জন উঠেছিল, এই টুর্নামেন্ট খেলেই হয়তো ওয়ানডে ছেড়ে দিতে পারেন রোহিত। রোহিতের বয়স তো আর কম হলো না! এপ্রিলে ৩৮-এ পা দিতে যাচ্ছেন ভারত অধিনায়ক।

আরও পড়ুনঅ্যান্ডি রবার্টসের কাছে আইসিসি মানে ‘ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড’৪ ঘণ্টা আগে

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিত যেভাবে এ সংস্করণ থেকে সরে দাঁড়িয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতেও তেমন কিছু দেখা যেতে পারে, এ ভাবনাও ছিল অনেকের। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল জয়ের পর রোহিত সে সম্ভাবনা উড়িয়ে সংবাদ সম্মেলনে শেষ দিকে বলে গেছেন, ‘আমি এ সংস্করণ (ওয়ানডে) থেকে অবসর নিচ্ছি না। আর কোনো গুঞ্জন যেন না হয়, তা নিশ্চিতের জন্য বলছি।’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং রোহিতের এ বিবৃতির অন্তর্নিহিত বার্তাটা ধরার চেষ্টা করেছেন। আইসিসি রিভিউয়ে সঞ্চালক ক্রিস্টাল আর্নল্ডকে পন্টিং এ নিয়ে নিজের ভাবনাটা বলেছেন। তাঁর মতে, রোহিতের এ ঘোষণার পেছনে নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে। আর সে লক্ষ্যটা হলো ২০২৭ বিশ্বকাপে খেলা।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ

স্বল্প মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর কাজে আস্থা দেখে মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

শুরু থেকে হিসেব করলে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন দেশসেরা এই কোচ। শুধু তাই নয়, বেতন বেড়ে প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড মিটিংয়ে চুক্তি কার্যকর করে পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে কাজ শুরু করেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল চলতি বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত।

আরো পড়ুন:

বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট

সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন।

এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধা পাবেন এই কোচ।

নতুন চুক্তিতে বছরে সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে ৪০ দিন। ৩০ দিনের নোটিশে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। এমনিতে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ডেরায় থাকবেন এই কোচ।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ