আইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়
Published: 13th, March 2025 GMT
ইংরেজি ভাষায় দক্ষতা মাপার আন্তর্জাতিক পরীক্ষা আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম)। এই পরীক্ষায় ভালো করতে সঠিক ও স্পষ্টভাবে ইংরেজি ভাষায় কথা বলা জরুরি। আপনার উচ্চারণ স্পষ্ট না হলে স্পিকিং অংশে নম্বর কমে যেতে পারে। এ ছাড়া সঠিক উচ্চারণ না জানলে উচ্চারণ ভুলের কারণে আরেকজনের কাছে ভুল বার্তা যায়। সঠিক উচ্চারণ আমাদের কথার স্পষ্টতা বাড়ায় এবং এটি আমাদের ভাষাগত দক্ষতাকে আরও শক্তিশালী করে।
সঠিক ও স্পষ্টভাবে ইংরেজির উচ্চারণ শেখার জন্য প্রতিদিন অনেক কাজ করতে হবে আপনাকে। এক দিন সময় দিয়ে আর সাত দিন পড়ার কোনো খোঁজ নেই, তাহলে শেখা হবে না। প্রতিদিন একটু একটু করে শিখতে হবে। প্রতিদিনের রুটিনের একটি নমুনা এমন হতে পারে। রুটিন নিজের মতোও সাজিয়ে নিতে পারেন। তবে চর্চা প্রতিদিন চালাতে হবে।
সকালের রুটিন (২০–৩০ মিনিট)*ওয়ার্মআপ (৫ মিনিট): ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় আপনার মুখ ও জিবের পেশিকে শিথিল করার জন্য কিছু মুখের ব্যায়াম করুন। উদাহরণস্বরূপ, বিভিন্ন আছড়ানো শব্দ, যেমন ‘ee’, ‘oo’, ‘ah’ ও কিছু মৌলিক ধ্বনির চর্চা করুন (যেমন ‘th’, ‘r’, ‘l’)।
*শুনে পুনরাবৃত্তি (১০–১৫ মিনিট):একটি ছোট অডিও বা ভিডিও নির্বাচন করুন (যেমন পডকাস্ট, সংবাদ ক্লিপ বা ইউটিউব ভিডিও) যেটি স্পষ্ট উচ্চারণে থাকবে। মনোযোগ দিয়ে শোনার পর বাক্যগুলো উচ্চারণ করুন এবং বক্তার সুর, রিদম অনুসরণ করার চেষ্টা করুন। কঠিন শব্দগুলোর ওপর বেশি মনোযোগ দিন।
*শ্যাডোইং (৫–১০ মিনিট):একটি মূল বক্তার বক্তব্য এক থেকে দুই মিনিট শোনার পর, তাঁর সঙ্গে একসঙ্গে উচ্চারণ করার চেষ্টা করুন। এটি আপনার ধ্বনিগত দক্ষতা ও প্রাকৃতিক উচ্চারণের উন্নতি করতে সাহায্য করবে।
দুপুরের রুটিন (২০–৩০ মিনিট)
*ধ্বনিগত অনুশীলন (১০ মিনিট):
আরও পড়ুনআইইএলটিএস রিডিং পরীক্ষায় এক ঘণ্টায় সব প্রশ্নের উত্তর করার উপায় ০৯ জানুয়ারি ২০২৫বিশেষ শব্দ বা ধ্বনির ওপর কাজ করুন, যেগুলো আপনি কঠিন মনে করেন। যেমন যদি কিছু স্বরবর্ণ বা ব্যঞ্জনধ্বনি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে সেই শব্দগুলোর জন্য অনুশীলন করুন (যেমন ‘ship’ ও ‘sheep’–এর মধ্যে পার্থক্য)। Forvo বা YouGlish অ্যাপ ব্যবহার করতে পারেন, যেখানে আপনি নেটিভ বক্তাদের উচ্চারণ শুনতে পারবেন এবং তাঁদের অনুসরণ করতে পারবেন।
*নিজের কথা রেকর্ড করুন (১০ মিনিট):নিজে কথা বলার সময় নিজের কথা রেকর্ড করুন। আপনি একটি ছোট অংশ নির্বাচন করতে পারেন, একটি ছবি বর্ণনা করতে পারেন অথবা আপনার দিনের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে পারেন। রেকর্ড করার পরে এটি শুনে দেখুন এবং কোন জায়গাগুলোয় উন্নতি প্রয়োজন, তা চিহ্নিত করুন। নেটিভ বক্তার সঙ্গে তুলনা করুন।
*উচ্চারণ ও স্ট্রেস (৫–১০ মিনিট):বাক্যগুলোর সুর ও স্ট্রেস প্যাটার্নের ওপর মনোযোগ দিন। অনেক সময় শিক্ষার্থীরা সঠিকভাবে শব্দ উচ্চারণ করলেও সঠিক স্ট্রেস বা সুরে কথা বলেন না। এমন উপকরণ ব্যবহার করুন, যেগুলো এই বিষয়কে স্পষ্টভাবে দেখায়, যেমন ডায়ালগ বা পরিষ্কার স্ট্রেস প্যাটার্নসহ কথোপকথন।
সন্ধ্যার রুটিন (২০–৩০ মিনিট)
*বাক্য ব্যবহার অনুশীলন (১০–১৫ মিনিট):কথা বলার চর্চা করুন, যেখানে আপনি শেখানো দক্ষতাগুলো বাস্তবে প্রয়োগ করতে পারবেন। স্পিকিং পার্টনার, টিউটর অথবা আপনার সামনে আয়নায় নিজেকে দেখে কথা বলার চর্চা করতে পারেন। স্পষ্টতা ও স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করুন। নতুন শব্দ, স্ট্রেস ও রিদম ব্যবহার করতে সচেতন থাকুন।
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫লেখক.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১০ ম ন ট ব যবহ র র জন য আপন র
এছাড়াও পড়ুন:
ইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ
ইতালির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ডিএসইউ স্কলারশিপ ২০২৫–২৬–এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।
আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপএই স্কলারশিপের অন্যতম বড় সুবিধা হলো আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়ে ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করতে পারবেন।
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত০৫ আগস্ট ২০২৫যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবেইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—
স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস
মেডিসিন অনুষদ
ভেটেরিনারি মেডিসিন অনুষদ
সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ
আইন অনুষদ
স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন
হিউম্যানিটিজ অনুষদ
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
ইঞ্জিনিয়ারিং
কম্পিউটারবিজ্ঞান
ফার্মেসি অনুষদ
কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকাছবি: প্রথম আলো ফাইল ছবি