হযরতউল্লাহ জাজাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে দুই ধরনের ছবি পাওয়া যায়। তাঁর ব্যাটিংয়ের ছবি, অনুশীলনের ছবি, কোথাও ঘুরতে যাওয়ার ছবি। নিজের ও খেলার বাইরের অন্য সব ছবি-ভিডিও জাজাইয়ের মেয়ের। ২০২২ সালের ৫ জুন মেয়ের জন্মের ছবি পোস্ট দিয়ে যার শুরু।

আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড় করিম জানাত জানিয়েছেন, জাজাইয়ের কন্যা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে জাজাইয়ের মেয়ে কখন এবং কীভাবে মারা গেছে, এ সম্পর্কে কিছু বলেননি।

আজ এক ইনস্টাগ্রাম পোস্টে জানাত লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হযরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাঁর ও তাঁর পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হযরতউল্লা জাজাই ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।’

২৬ বছর বয়সী জাজাই এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৪৫ টি-টোয়েন্টি ও ১৬টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের (১৬২*) মালিক এই বাঁহাতি ব্যাটসম্যান। আফগানিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা জাজাই সামাজিক যোগাযোগমাধ্যম জগতে পারিবারিক জীবন খুব একটা সামনে আনেন না।

এ যাবত শুধু মেয়ের ছবি ও ভিডিওই পোস্ট করতে দেখা গেছে। বিশেষ করে মেয়ের জন্মের খবর, ২ মাস, ৩ মাস ও প্রথম জন্মবার্ষিকীর মতো বয়সের বিভিন্ন মাইলফলক ও উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন বিভিন্ন সময়ে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ