ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়ে থাকে। এর ফলে ভুল বোঝাবুঝি তৈরির পাশাপাশি বিপাকে পড়েন অনেকে। আর তাই ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত করে সেগুলো মুছে ফেলার জন্য কমিউনিটি নোটস চালুর উদ্যোগ নিয়েছে মেটা। আগামী ১৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা যুক্ত করা হবে। তবে প্রাথমিকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নোটস প্রকাশ করা হবে না।

মেটার তথ্য মতে, তথ্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তে কমিউনিটি নোটস চালু করতে কাজ চলছে। এ সুবিধা চালু হলে নির্বাচিত ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে মেটাকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মেটা। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে।

আরও পড়ুনঅদ্ভুত কারণে মেটাতে কর্মী ছাঁটাই২১ অক্টোবর ২০২৪

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে তথ্য যাচাই কর্মসূচি চালুর সময় স্পষ্ট বলা হয়েছিল সত্য নির্ধারণের দায়িত্ব আমাদের নয়। সে কারণে নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সহায়তা নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রে বিষয়টি প্রত্যাশিতভাবে কাজ করেনি। কারণ, বিশেষজ্ঞদেরও নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত থাকতে পারে। আর তাই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে।’

আরও পড়ুনফেসবুক লাইভ ভিডিও নির্দিষ্ট সময় পর মুছে ফেলবে মেটা, তবে.

..২০ ফেব্রুয়ারি ২০২৫

এরই মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রায় দুই লাখ ব্যবহারকারী কমিউনিটি নোটস কার্যক্রমে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। তবে শুরুর দিকে সবাই নোটস লিখতে বা রেটিং দিতে পারবেন না। ধাপে ধাপে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে এই কার্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকভাবে কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামীয়, ফরাসি ও পর্তুগিজ ভাষায় চালু করা হবে।

সূত্র: দ্য ভার্জ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক

এছাড়াও পড়ুন:

জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান 

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো পড়ুন:

হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ