ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়ে থাকে। এর ফলে ভুল বোঝাবুঝি তৈরির পাশাপাশি বিপাকে পড়েন অনেকে। আর তাই ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত করে সেগুলো মুছে ফেলার জন্য কমিউনিটি নোটস চালুর উদ্যোগ নিয়েছে মেটা। আগামী ১৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা যুক্ত করা হবে। তবে প্রাথমিকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নোটস প্রকাশ করা হবে না।

মেটার তথ্য মতে, তথ্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তে কমিউনিটি নোটস চালু করতে কাজ চলছে। এ সুবিধা চালু হলে নির্বাচিত ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে মেটাকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মেটা। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে।

আরও পড়ুনঅদ্ভুত কারণে মেটাতে কর্মী ছাঁটাই২১ অক্টোবর ২০২৪

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে তথ্য যাচাই কর্মসূচি চালুর সময় স্পষ্ট বলা হয়েছিল সত্য নির্ধারণের দায়িত্ব আমাদের নয়। সে কারণে নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সহায়তা নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রে বিষয়টি প্রত্যাশিতভাবে কাজ করেনি। কারণ, বিশেষজ্ঞদেরও নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত থাকতে পারে। আর তাই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে।’

আরও পড়ুনফেসবুক লাইভ ভিডিও নির্দিষ্ট সময় পর মুছে ফেলবে মেটা, তবে.

..২০ ফেব্রুয়ারি ২০২৫

এরই মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রায় দুই লাখ ব্যবহারকারী কমিউনিটি নোটস কার্যক্রমে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। তবে শুরুর দিকে সবাই নোটস লিখতে বা রেটিং দিতে পারবেন না। ধাপে ধাপে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে এই কার্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকভাবে কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামীয়, ফরাসি ও পর্তুগিজ ভাষায় চালু করা হবে।

সূত্র: দ্য ভার্জ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ