২০২০ সালে করোনাকালের রোজায় ভয়, ভীতি আর অভাব মানুষকে পেয়ে বসেছিল। তখন সবচেয়ে বিপাকে পড়েন ভাসমান মানুষ। রোজার মাসে অসহায় এই মানুষদের জন্য কী করা যায়, সেই ভাবনা থেকে পাঁচ বন্ধু পিয়াল, দিয়া, আরাফাত, হৃদয় ও রবিন বিনা মূল্যে ইফতার আয়োজনের উদ্যোগ নেন। নিজেদের টাকার সঙ্গে সুহৃদদের অনুদান মিলিয়ে পুরো এক মাস ইফতার আয়োজন করেন তাঁরা। পরের বছর বিনা মূল্যে সাহ্‌রি খাওয়ানোর উদ্যোগ নেন।

সময়ের বাস্তবতায় পাঁচজনের অনেকেই এখন প্রত্যক্ষভাবে নেই। তবে শুরু থেকেই সমানভাবে সক্রিয় পিয়াল। পিয়ালের মানবিক উদ্যোগের এই প্ল্যাটফর্মে প্রতিবছর যুক্ত হচ্ছেন নতুন নতুন তরুণ। বর্তমানে তাঁর দলের সক্রিয় সদস্য ৩০ জনের বেশি। তাঁদের কোনো সংগঠন নেই, ব্যানার নেই, নেই কোনো কমিটি কিংবা কার্যালয়। তারপরও প্রতিবছর তাঁদের উদ্যোগের বিস্তৃতি ঘটে চলেছে। আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন অনেকে। এবার প্রতিদিন গড়ে ৭৫ জন ভাসমান মানুষ এই আয়োজনে সাহ্‌রি করেন। সাহ্‌রি খাওয়ানো হচ্ছে ভৈরব রেলওয়ে স্টেশন সড়কের রাজমহল রেস্তোরাঁয়।

বুধবার রাত পৌনে তিনটার দিকে স্টেশন সড়কে গিয়ে দেখা যায়, সাহ্‌রি খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন অন্তত ২০ তরুণ। দুজন হ্যান্ডমাইক হাতে সাহ্‌রির খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। তখন প্ল্যাটফর্মের ভেতরে বাইরে ঘুমোচ্ছিলেন শতাধিক নারী-পুরুষ। সেখান থেকে অন্তত ৫০ জন ঘুম থেকে ওঠে আসেন সাহ্‌রি খেতে। পাশের গ্রাম থেকে আসেন আরও অনেকে। তিনটি ব্যাচে খাওয়া সম্পন্ন করা হয়। মেন্যুতে ছিল মাছ, মুরগির মাংস, সবজি ও ডাল। মাছ অথবা মাংস প্রত্যেকে দুটির যে কোনো একটি আইটেম দিয়ে খেতে পারেন। সবজি ও ডাল সবার জন্য উন্মুক্ত।

ময়মনসিংহের কেন্দুয়া উপজেলার বলেশ্বর ইউনিয়নের কুমুড়কুড়া গ্রামের আ.

রাশেদ মিয়ার ছেলে ওয়াদুদ মিয়া (৬৩) ভৈরবে দিনমজুরের কাজ করেন। থাকেন স্টেশন লাগোয়া একটি বাড়িতে। মাইকে সাহ্‌রির খাওয়ার আহ্বান শুনে তিনি আসেন। তিনি বলেন, ‘কয়েক দিন খাইছি। যত্ন কইরা খাওয়ায়। মনে হয় নিজের ঘরে খাইতাছি।’

নেত্রকোনা সদর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম (৮৩) বয়সের ভারে ন্যুব্জ। স্ত্রী নেই। দুই মেয়ে নিয়ে দুই বছর ধরে ভৈরবে আছেন। জিনিসপত্র ফেরি করে বিক্রি করেন। মাছ-সবজি দিয়ে সাহ্‌রি খেতে পেরে তৃপ্তির ঠেকুর তুলেন তিনি। তিনি বলেন, ‘মাছ দিয়া সরাই (সাহ্‌রি) খাওয়া আমার লাইগ্যা কঠিন। পেট ভইরা খাইলাম। রোজা রাখতে কষ্ট হইব না।’

প্রথম ব্যাচে পুরুষের সঙ্গে দুজন ছিলেন সাহ্‌রি খাওয়ায়। দুজনের একজন ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকায় বাস করা ছিদ্দিক মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৫০)। তিনি স্থানীয় একটি মশার কয়েল কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত। বলেন, ‘সরাই (সাহ্‌রি) ও ইস্তারি (ইফতার) খরচ বাইড়া গেছে। বেতনের টেহা দিয়া দুইটার খরচ এক লগে চালান কষ্টের। এখানে আইস্যা খাইতে পারায় চাপ কইম্মা গেল।’

জানা গেল, পিয়ালের কর্মিবাহিনী প্রতিদিন রাত দুইটার মধ্যে স্টেশন সড়কে আসতে থাকেন। চারটার মধ্যে খাওয়ানো শেষ করা হয়। পরে কর্মীরা বাড়ি ফিরে গিয়ে নিজেরা সাহ্‌রি খেয়ে ঘুমাতে যান।

কথা হয় এবারের কর্মসূচিতে সক্রিয়দের একজন আবদুস সামাসের সঙ্গে। তিনি জানালেন, রাত দুইটার পর রাজমহল রেস্তোরাঁ যেন বেহেস্তখানায় পরিণত হয়। বৃদ্ধ-গরিব, অসহায় মানুষ যখন মাছ-মাংস দিয়ে তৃপ্তি নিয়ে ভাত খান, তখন দাঁড়িয়ে এই দৃশ্য দেখার তৃপ্তি অন্যরকম।

আরেক কর্মী হান্নান হিমু। তাঁর ভাষ্য, সাহ্‌রি কর্মসূচি শেষ না করে ঘুমান না। এই ভালো লাগার ব্যাখ্যা নেই।

পুরো বিষয় নিয়ে পিয়ালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সৎ উদ্দেশ্য আর স্বচ্ছতা—কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে আমরা এই নীতি কঠিনভাবে মেনে চলার চেষ্টা করছি। শুরুতে আমাদের নিয়ে অনেকে কটু কথা বলেছেন। আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন নিন্দুকও প্রশ্ন না তুলেন বরং প্রশংসা করছেন। আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, তদন্তের দাবিতে প্রক্টর অফিসে একদল শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের ‘শ্যাডোতে’ নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে শুক্রবার রাতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিলের ডাক দেন। তবে শেষ পর্যন্ত মিছিল কর্মসূচি স্থগিত করে ৯-১০ জন শিক্ষার্থীর একটি দল সহকারী প্রক্টরদের সঙ্গে আলোচনা করে।

আলোচনা শেষে রাত ৯টার দিকে প্রক্টর অফিসের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জাজনক। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল সংসদের সহসভাপতি (ভিপি) আজিজুল হক সাংবাদিকদের বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগের আনাগোনা আমাদের বারবার ব্যথিত করছে। প্রশাসনের কাছে যখনই জানতে চাই, তারা বলে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে আমরা আজও জানতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের যেসব কর্মকর্তা-কর্মচারী শেখ হাসিনার পক্ষে মিছিল করেছেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাঁদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। (২০২৪ সালের) ১৫ জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের বিচার এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি।’

আজিজুল হক বলেন, ‘আমরা দেখতে পাই আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যরা রাতের বেলা কলাভবনে বসে বাদাম খান। তাঁদের কাজ কি বাদাম খাওয়া? নাকি পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা? সেই প্রশ্ন আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেখেছি।’

এই ছাত্রনেতা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে, একটি তদন্ত কমিটি গঠন করবে এবং পরবর্তী সময়ে সেই প্রতিবেদন তাঁদের কাছে পেশ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, তদন্তের দাবিতে প্রক্টর অফিসে একদল শিক্ষার্থী