আসন্ন ঈদকে সামনে রেখে পরিবহন চাঁদাবাজরা বেশ বেপরোয়া  হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ধারাবাহিকতা গত রোববার (১৬ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় চাঁদা না দেওয়ার জের ধরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও অটো চালক মনির উদ্দিনকে পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় চাঁদাবাজরা।

এ ঘটনায় ভুক্তভোগী  আহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাদী হয়ে ঘটনার ওই দিন সন্ধ্যায় স্থানীয়  চাঁদাবাজ আনাজ ও রাসেলের নাম উল্লেখ্য করে এবং আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় ও সেনা ক্যাম্পে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আব্দুর রহমান মোল্লা ছেলে মনির উদ্দিন দীর্ঘ দিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী কর্পোরাল পদে দায়িত্ব পালন করে বেশ কয়েক বছর ধরে অবসর গ্রহন করে। জিবীকার তাগিদে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা অটোগাড়ী চালিয়ে জীবন যাপন করে আসছিল।

এর ধারাবাহিকতা গত রোববার বিকেল ৪টায় অটো চালক মনির উদ্দিন নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ফরাজিকান্দা বাসস্ট্যান্ডে আসলে ওই সময় ফরাজিকান্দা এলাকার চাঁদাবাজ আনাজ ও রাসেলসহ স্থানীয় চাঁদাবাজরা অটো চালকের নিকট চাঁদা দাবি করে।

ওই সময় অটো চালক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় উল্লেখিত চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে অটো চালককে বেদম ভাবে পিটিয়ে নীলাফুলা জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

এলাকাবাসী জানিয়েছে, ঈদ যত ঘনিয়ে আসছে বন্দরে পরিবহন চাঁদাবাজরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। বন্দরে মদনগঞ্জ, ফরাজিকান্দা, নবীগঞ্জ, ফুলহর ও মদনপুরসহ বেশ কয়েকটি স্থানে পরিবহন চাঁদাবাজরা ব্যাপক চাঁদাবাজি করে আসছে।

এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী সাধারণ চালকেরা। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ফর জ ক ন দ পর বহন চ

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (সমন্বয়ক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আনসার উদ্দিন খান পাঠান ২০২২ সালের ২১ সেপ্টেম্বর অবসরে যান। সে সময় তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান