নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন" বাংলাদেশের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ বিএনপির ওপর আস্থাশীল।

আগামী নির্বাচনে তারা বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবে। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার বিকেলে সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচঁপর ইউনিয়ণ বিএনপির সভাপতি সেলিম হক রুমি'র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম হক সহ দলীয় নেতাকর্মীরা।

এসময় কাচঁপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশ করে ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ইফত র ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ