বাংলাদেশের ৮০ ভাগ মানুষ বিএনপির ওপর আস্থাশীল : রাজিব
Published: 16th, March 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন" বাংলাদেশের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ বিএনপির ওপর আস্থাশীল।
আগামী নির্বাচনে তারা বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবে। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা।
রোববার বিকেলে সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচঁপর ইউনিয়ণ বিএনপির সভাপতি সেলিম হক রুমি'র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম হক সহ দলীয় নেতাকর্মীরা।
এসময় কাচঁপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশ করে ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ইফত র ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।