স্থায়ী ভবনের দাবিতে তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Published: 17th, March 2025 GMT
শ্রেণিকক্ষের সংকট দূরীকরণসহ স্থায়ী ভবনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার আট বছর পরও পর্যাপ্ত শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, সেমিনার কক্ষ ও ফিল্ম ল্যাব না থাকায় তাঁরা সংকটে আছেন। ইনস্টিটিউটের মোট সাতটি ব্যাচের প্রায় ২৬০ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র দুটি শ্রেণিকক্ষ। শুধু তা–ই নয়, বারবার সংস্কারের পরও কক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নানা সময়ে প্রশাসনকে তাগাদা দেওয়া সত্ত্বেও তা আমলে নেওয়া হয়নি।
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাত্র দুটি ক্লাসরুম নিয়ে আমাদের ইনস্টিটিউট পরিচালিত হয়ে আসছে। একটা ব্যাচের ক্লাস চললে আরেকটা ব্যাচ পরীক্ষা দিতে পারে না, ক্লাস করতে পারে না। এই সংকট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো মাথা ঘামাচ্ছে না। আমরা চাই, পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হলের জায়গায় আমাদের জন্য একটি স্থায়ী ঠিকানা দেওয়া হয়।’
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহারা আক্তার বলেন, ‘পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় যখন এক ব্যাচের ক্লাস হয়, তখন অন্য ব্যাচের শিক্ষার্থীরা আর ক্লাস করতে পারেন না৷ ফলে আমাদের সেশনজটে পড়তে হয়। এই সংকট দিন দিন আরও বেশি ঘনীভূত হচ্ছে। তাই আমরা চাই, আমাদের যেন দ্রুত নতুন ভবনে স্থানান্তর করা হয়।’
ইনস্টিটিউটের চলমান সংকট দূরীকরণে কমপক্ষে চারটি শ্রেণিকক্ষ, দুটি ল্যাব (একটি থিয়েটার ও একটি ল্যাব), একটি সেমিনার কক্ষ, লাইব্রেরি রুম, ২৬ জন শিক্ষকের বসার স্থানসহ আট দফা দাবি তুলে ধরেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।