আট দিনের অভিযানে গিয়ে ৯ মাস মহাকাশে আটকে থাকার পর মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে দেশে ফিরেছেন। সুনিতা, বুচসহ চার নভোচারীকে বহনকারী মহাকাশযানটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করে। ওই মুহূর্তে তাঁদের আশপাশে সাঁতার কাটছিল ডলফিনরা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে একে নভোচারীদের প্রতি ডলফিনের অভ্যর্থনা হিসেবে দেখছেন।

বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে সুনিতাসহ অন্যদের বহনকারী ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে নেমে আসে। সেখানে একটি উদ্ধারকারী জাহাজ আগে থেকে মোতায়েন ছিল। ক্যাপসুলটিকে পানি থেকে উদ্ধার করতে যখন অভিযান চলছিল, তখন এর আশপাশে কিছু ডলফিনকে সাঁতার কাটতে দেখা গেছে। এমন ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও মুগ্ধ হয়েছেন।

এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এ নিয়ে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘এটা খুবই দারুণ।’

আরেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ডলফিনগুলো নভোচারীদের ‘হাই’ বলতে চেয়েছে। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের আশপাশে এক ঝাঁক ডলফিন ঘোরাফেরা করছিল। তারা নভোচারীদেরও হাই বলতে চায়!’

উদ্ধারকারী জাহাজটি সফলভাবে ক্যাপসুলটিকে পানি থেকে তুলে নেয়। এরপর নভোচারীরা ক্যাপসুল থেকে বের হয়ে আসেন। তাঁদের ৪৫ দিনের জন্য পর্যবেক্ষণে রাখতে টেক্সাসের হিউস্টনে নেওয়া হয়েছে।

গত জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভোচারী বুচ ও সুনিতা। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তাঁরা। গত সোমবার নাসার পক্ষ থেকে দুই নভোচারীকে ফেরার দিনক্ষণ জানানো হয়। তাঁদের ফেরাতে নাসা ও স্পেসএক্স মিশন পরিচালনা করে। মিশনের অংশ হিসেবে গত শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩ মিনিটে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। ২৯ ঘণ্টা পর গত রোববার ভোর ৪টা ৪ মিনিটের দিকে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।

সুনিতা ও বুচের সঙ্গে নাসার নভোচারী নিক হেগ এবং রাশিয়ার নভোচারী আলেকসান্দর গরবুনোভও ফিরেছেন। নাসার নভোচারী নিক হেগ এবং নভোচারী আলেকসান্দর গরবুনোভ গত বছরের সেপ্টেম্বরে ক্রু ড্রাগন মহাকাশযানে সুনিতা ও বুচের জন্য দুটি ফাঁকা সিট নিয়ে গিয়েছিলেন। তখন থেকে যানটি মহাকাশকেন্দ্রের সঙ্গেই ছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ডলফ ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ