বিএসপিএ কক্সবাজার শাখার ইফতার অনুষ্ঠিত
Published: 19th, March 2025 GMT
বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) বিকেলে কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএসপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ক্রীড়া সাংবাদিক সুদীপ্ত আহমেদ আনন্দ।
কক্সবাজার বিএসপিএ আহ্বায়ক এমআর মাহাবুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসান সুমনের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, দৈনিক দিনকালের সিনিয়র রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হাসানুর রশীদ, এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, মোহনা টিভির স্টাফ রিপোর্টার আমানুল হক বাবুল, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মাসুদ আলম, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
কক্সবাজার বিএসপিএ’র সাবেক সভাপতি মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুদীপ্ত আহমেদ আনন্দ বলেন, ‘‘সারাদেশে বিএসপিএ-এর যেসব শাখা রয়েছে, তার মধ্যে কক্সবাজার শাখা অন্যতম শক্তিশালী ও সংগঠিত। যে কারণে দেশসেরা সংগঠনের পুরস্কারও পেয়েছে কক্সবাজার। এটি বর্তমানে আহ্বায়ক কমিটি হিসেবে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বায়ক কমিটির কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা থাকতে হবে।’’
এসময় কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ করিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন, দৈনিক সমকালের চট্টগ্রাম অফিসের সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার/তারেকুর/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসপ এ ইফত র
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।