গ্ল্যামার–নির্ভর নয়; বরং সব সময় ব্যতিক্রম চরিত্রে দেখা দেন ভূমি পেড়নেকর। তবে এবার মেরে হাজব্যান্ড কি বিবি ছবিতে যেন সব ছাড়িয়ে গেছেন তিনি। ভরপুর হাসির এই ছবিতে ভূমির সঙ্গে ছিলেন অর্জুন কাপুর ও রাকুল প্রীত সিং। মুদসসর আজিজ পরিচালিত ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পায়নি।

আমি জেদি মানুষ। কেউ যখন বলে যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, আমার মধ্যে তখন খুব জেদ পেয়ে বসে। নিজেকে প্রমাণ করার জন্য তখন যেকোনো পর্যায়ে যেতে পারি। আমি যখন অভিনেত্রী হওয়ার কথা জানাই, অনেক আত্মীয়–পরিজন তখন এ নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন। সত্যি বলতে, সেই সব নেতিবাচক শব্দ আমার ভেতরের আগুনকে আরও উসকে দিয়েছিল।ভূমি পেড়নেকর

তবে ভূমি খুশি, কেননা চরিত্রটি তাঁর মনে ধরেছে। মুম্বাইয়ের এক অভিজাত ক্লাবে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে আড্ডায় ভূমি বলেন, ‘একজন দর্শক হিসেবে আমি কমেডি ছবি দেখতে বেশি পছন্দ করি। আর তাই কমেডি ছবির অংশ হতে পারলে বেশি মজা পাই। ব্যক্তি হিসেবে আমি বিন্দাস আর সহজ স্বভাবের। তবে “মেরে হাজব্যান্ড কি বিবি” ছবিতে আমি প্রথমবার এ ধরনের কমেডি করার সুযোগ পেয়েছি। এ ধরনের চরিত্র সাধারণত মেয়েদের জন্য লেখা হয় না। রাকুল আর আমি এই ছবিতে অনেক কিছু করার সুযোগ পেয়েছি। কমেডির নানা রং, রূপ এই ছবিতে তুলে ধরা হয়েছে।’

‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে ভূমি অভিনীত চরিত্রের নাম ‘প্রভলীন ধিলোঁ’। এই ছবিতে নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য তাঁকে লড়াই, ঝগড়া করতে দেখা গেছে। ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ককে ফিরে পেতে ভূমি কী এতটা মরিয়া হতে পারেন? হেসে অভিনেত্রী বলেন, ‘না বাবা। আমি খুবই অলস মানুষ। তাই “প্রভলীন”-এর মতো এতটা কখনোই পারব না। আমি শুধু একটা জিনিসের জন্য পরিশ্রম করতে পারি, সেটা হলো অভিনয়। অভিনয় ছাড়া বাকি অন্য কিছুর জন্য পরিশ্রম করতে আমি মোটেও পছন্দ করি না।’

‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবির দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

নিজেদের সফলতার গল্প শোনালেন তরুণ ফ্রিল্যান্সাররা

দেশের বিভিন্ন প্রান্তে থাকা তরুণদের অনেকেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে বৈদেশিক মুদ্রা আয় করছেন। ফ্রিল্যান্স কাজের সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সাফল্যের গল্প তুলে ধরতে গতকাল রোববার ‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ নামের একটি বিশেষ সেশনের আয়োজন করেছিল গ্রামীণফোন একাডেমি। রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন লিমিটেডের প্রধান কার্যালয় ‘জিপি হাউস’-এ অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন জেলার শতাধিক তরুণ ফ্রিল্যান্সার নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘তরুণেরা ফ্রিল্যান্স কাজের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার তৈরি করছেন। উন্নত বাংলাদেশের স্বপ্নপূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ফ্রিল্যান্সাররা। গ্রামীণফোন একাডেমির মাধ্যমে আমরা এই তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছি এবং তাঁদের বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

আরও পড়ুনফ্রিল্যান্সারদের জন্য নতুন সুবিধা চালু করল ফাইভার২১ ফেব্রুয়ারি ২০২৫

অনুষ্ঠানে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রয়োজনীয় তথ্য, চ্যালেঞ্জ মোকাবিলাসহ ক্লায়েন্টদের সঙ্গে সফলভাবে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে তরুণ ফ্রিল্যান্সাররা নিজেদের ফ্রিল্যান্সিং শুরু করার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি নিজেদের দক্ষতা ও আয় বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, ‘আমি পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করেছি। এরপর ফ্রিল্যান্সিং করার অর্থ দিয়ে ল্যাপটপ কিনেছি।’

আরও পড়ুনশাশুড়ির কিনে দেওয়া ল্যাপটপে ফ্রিল্যান্সিং, পপির মাসিক আয় ৩ লাখ টাকা২৯ নভেম্বর ২০২৪

গ্রামীণফোন একাডেমি জানিয়েছে, এ ধরনের অনুষ্ঠানের নিয়মিত আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের প্রতিটি প্রান্তের তরুণেরা অনলাইন কাজের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেন। গ্রামীণফোন একাডেমি থেকে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণের সুযোগও পাওয়া যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • নিজেদের সফলতার গল্প শোনালেন তরুণ ফ্রিল্যান্সাররা