বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তিনি আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরের বাড়ি এলাকায় রাজু আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার ভিডিও দেখে ওমর ফারুককে শনাক্ত করা হয়। তিনি আগ্নেয়াস্ত্র দিয়ে খুব কাছ থেকে রাজুকে গুলি করে হত্যা করেন। এই প্রথম কোনো সরাসরি ‘ঘাতককে’ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ৭ থেকে ৮ জন ব্যক্তি একটি বাড়ির গেটের কাছে অবস্থান করছেন। গেটের কাছের সড়কে আগ্নেয়াস্ত্র হাতে দুজনকে দেখা যায়। তাঁদের মধ্যে একজন পুলিশের পোশাকে এবং অন্যজন ছিলেন আনসারের পোশাকে। আনসারের পোশাক পরা ব্যক্তি হঠাৎ আগ্নেয়াস্ত্র হাতে ওই গেটে অবস্থান করা ব্যক্তিদের কাছাকাছি ছুটে আসেন। এ সময় সেখানে থাকা মানুষজন ভয়ে গুটিসুটি মেরে দেয়ালের সঙ্গে লেগে যান। আনসারের পোশাক পরা ব্যক্তিটি দেয়ালের কাছে থাকা এক ব্যক্তির একবারে কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে একের পর এক গুলি করতে থাকেন। কয়েক সেকেন্ডের মধ্যে সড়কে থাকা পুলিশের পোশাক পরা ব্যক্তিও আগ্নেয়াস্ত্র হাতে এসে গুলি শুরু করেন।

পুলিশের ভাষ্য, আনসারের পোশাক পরা ব্যক্তিটি হলেন ওমর ফারুক। তিনি একের পর এক গুলি করে রাজু আহমেদকে হত্যা করেছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওমর ফারুক আর চাকরিতে যোগ দেননি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার ভোরে শহরের খুরুশকুল এলাকা থেকে সাবেক আনসার সদস্য ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। বিকেলে কক্সবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রাজু আহমেদের বাড়ি মাগুরার সদর উপজেলায়। তাঁর বাবা কালাম মোল্লা পেশায় একজন দিনমজুর। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট রাজু এইচএসসি পাস করার পর ঢাকায় একটি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে তিনি সেখানে যুক্ত হন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আনস র র প শ ক গ র প ত র কর র প শ ক পর ওমর ফ র ক আহম দ

এছাড়াও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

কোন সালের জন্য পুরস্কার —

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পুরস্কার মল্যমান কত —

১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ —

আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জমা দিতে—

আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।

২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।

৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।

৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।

৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।

৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।

৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।

# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সম্পর্কিত নিবন্ধ