মহিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
Published: 21st, March 2025 GMT
পটুয়াখালীর মহিপুরে মাফিয়া বেগম (১৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মেহেদী হাসান (২২)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছিল।
বৃহস্পতিবার দুপুরে মাফিয়ার ছোট বোন মারিয়া বোনের শ্বশুরবাড়ি আসে। এ সময় মেহেদী মাফিয়াকে মারধর করছিল। বিষয়টি দেখেতে পেয়ে মারিয়া বাড়িতে গিয়ে সবাইকে জানায়। রাত সাড়ে ৮টার দিকে মেহেদী তার শ্বশুরকে ফোন দিয়ে বলে, মাফিয়া গলায় দড়ি দিয়েছে।
দ্রুত মাফিয়ার মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মাফিয়ার পরিবার এটিকে হত্যাকাণ্ড অভিযোগ করলেও মেহেদীর পরিবারের দাবি, আত্মহত্যা করেছে মাফিয়া।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ বলেন, ‘‘এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//