ছাত্রদল নেতার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Published: 22nd, March 2025 GMT
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে বিএনপির শতাধিক নেতাকর্মীকে।
এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, নিহত কবিরের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে শনিবার মামলাটি করেন। এতে ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন– এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব মঞ্জু শিকদার, যুগ্ম আহ্বায়ক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, থানা যুবদলের আহ্বায়ক ফারুক শিকদার, ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জাবেদ আলীসহ অনেকে।
দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সাবেক এমপি মেজর (অব.
গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেনের (২৮) মৃত্যু হয়। তিনি চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদারের সব পদ স্থগিত করেছেন জেলার নেতারা। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এখনও প্রতিবেদন দাখিল করেনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ ছ ত রদল ন ত ব এনপ ন ত কর ম ব এনপ র ছ ত রদল সদস য
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব